শীতে ঠোঁট সফট আর সুন্দর থাকবে DIY লিপ স্ক্রাবে

শীতে ঠোঁট সফট আর সুন্দর থাকবে DIY লিপ স্ক্রাবে

আমাদের শরীরের অন্যান্য স্কিনের তুলনায় ঠোঁটের স্কিন অনেক পাতলা। ঠোঁটে অয়েল গ্রন্থির পরিমাণও কম থাকে। আর খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে ড্রাই হয়ে যায়। তাই শীতে ঠোঁটের জন্য দরকার একটু বাড়তি যত্ন। তবে ঠোঁটের যত্ন বলতে আমরা অনেকেই শুধু হাইড্রেশনই বুঝি। কিন্তু ফেস-এর মতো লিপ কেয়ারেরও আরেকটি ইম্পর্ট্যান্ট স্টেপ হলো এক্সফোলিয়েশন। ডেড সেল রিমুভ করে ঠোঁট সফট ও স্মুদ রাখতে নিয়মিত এক্সফোলিয়েশন প্রয়োজন। ঠোঁটের এই এক্সফোলিয়েটর/ স্ক্রাব চাইলে ঘরে বসেই  বানিয়ে নিতে পারো।  চলো জেনে নেই কীভাবে।

 

লেমন ও পেট্রোলিয়াম জেলি স্ক্রাব

যা যা লাগবে

-    লেবুর রস ১ টেবিল চামচ 
-    পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ 
-    চিনি ২ টেবিল চামচ

প্রথমে একটা ছোট বাটিতে পেট্রোলিয়াম জেলি ও চিনি মিশিয়ে নাও। এবার এতে লেবুর রস দিয়ে ভালোমতো মেশাও। স্ক্রাবটি দিয়ে ঠোঁটে আস্তে আস্তে ১ মিনিট ম্যাসাজ করো। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। লেবুর রস ন্যাচারাল ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। আর পেট্রোলিয়াম জেলি ঠোঁট সফট রাখতে সাহায্য করে।

 

Winter lips will be soft and pretty with DIY lip scrub - 02

 

কফি ও মধু স্ক্রাব

যা যা লাগবে

-    কফি গুঁড়া ১ টেবিল চামচ 
-    মধু ১ টেবিল চামচ

প্রথমে কফি গুঁড়া ও মধু একসাথে ভালোভাবে মিশিয়ে নাও। এখন স্ক্রাবটি ঠোঁটে সার্কুলার মোশনে ১ মিনিট ম্যাসাজ করতে থাকো। এরপর আরও ১ মিনিট এভাবে রেখে দাও। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। এই স্ক্রাবটি খুব আস্তে আস্তে ডেড স্কিন সেল দূর করে, আর ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে হেল্প করে।

 

Winter lips will be soft and pretty with DIY lip scrub - 03

 

দারুচিনি স্ক্রাব

যা যা লাগবে

-    দারুচিনি পাউডার ১/২ চা চামচ 
-    মধু ১/২ টেবিল চামচ 
-    অলিভ অয়েল ১/২ টেবিল চামচ

প্রথমে ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে স্ক্রাব বানাও। এবার আস্তে আস্তে ঠোঁটে ১-২ মিনিট স্ক্রাব করো। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে লিপ বাম অ্যাপ্লাই করে নাও। দারুচিনি ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে ডেড স্কিন সেল রিমুভ করে এবং ঠোঁট সফট রাখে।

 

কোকোনাট অয়েল ও মধু স্ক্রাব

যা যা লাগবে

-    কোকোনাট অয়েল ১ টেবিল চামচ 
-    মধু ১ টেবিল চামচ 
-    চিনি ২ টেবিল চামচ 
-    হালকা গরম পানি ১/২ টেবিল চামচ

প্রথমে কোকোনাট অয়েল ও মধু একসাথে মিশিয়ে নাও। এবার এতে চিনি ও হালকা গরম পানি দিয়ে আবার ভালোমতো মেশাও। এরপর ঠোঁটে ২-৩ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলো। কোকোনাট অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা ঠোঁট নারিশ করে। চিনি ঠোঁটের ডেড ও ড্রাই স্কিন সেল রিমুভ করে। আর মধু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

ডেড সেল রিমুভ করতে এক্সফোলিয়েশন স্কিপ করার কোনো উপায় নেই। তাই ঘরে বসে সহজেই এই স্ক্রাবগুলো বানিয়ে নাও, আর শীতেও ঠোঁট রাখো হেলদি, সফট আর সুন্দর।


রিলেটেড পোস্ট