
মাসকারা ছাড়া পার্ফেক্ট মেকআপ লুক, ভাবা যায়? আমি তো মাসকারা ছাড়া একদিনও চলতে পারি না। এমনকি যেদিন কোনো মেকআপ করিনা, সেদিনও চোখে একটু মাসকারা টাচ আপ করে নেই। কারণ ঘুম থেকে উঠার পর, আমার ফোলা চোখ ইন্সট্যান্টলি ঠিক দেখানোর ম্যাজিকাল উপায় হচ্ছে মাসকারা!
আমার মতো অনেকেই আছে, যাদের কাছে মাসকারা খুব প্রিয় একটি বিউটি প্রোডাক্ট। তবে এসব গুণ থাকলেও, এর খারাপ ব্যাপারও কিন্তু আছে। আর তা হলো শুকিয়ে যাওয়া ও জমে যাওয়া। তাই কয়েকদিন পরপর নতুন মাসকারা না কিনে, আমি এর সলিউশন খুঁজে বের করলাম।
আমার এই সলিউশনটি ফলো করে শুকিয়ে যাওয়া মাসকারা ঠিক করা যাবে মাত্র এক মিনিটে! চলো জেনে নেই কীভাবে।
লেন্স বা সেলিন সলিউশন
আমি প্রথমে যে উপায়টি ফলো করবো তার জন্য লেন্স বা সেলিন সলিউশন লাগবে। যারা রেগুলার লেন্স ব্যবহার করে তাদের কাছে এমনিতেই লেন্স সলিউশন থাকে। আর সেলিন সলিউশন যেকোনো মেডিসিনের দোকানেই পাওয়া যায়।
স্টেপ ১ - শুকিয়ে যাওয়া মাসকারার ঢাকনা খুলে নাও।
স্টেপ ২ - এবার মাসকারা টিউবে ৩-৪ ফোঁটা লেন্স/সেলিন সলিউশন অ্যাড করো।
স্টেপ ৩ - ঢাকনাটি বন্ধ করে, টিউবটি হাতের তালুতে রেখে এক মিনিটের মতো ঝাঁকিয়ে নাও।
শুকিয়ে বা জমে যাওয়া মাসকারাটি একদম নতুনের মতো ঠিক হয়ে যাবে।
আর তোমার কাছে যদি লেন্স বা সেলিন সলিউশন না থাকে তাহলে আরেকটি সহজ উপায় ফলো করতে পারো।
গরম পানি
স্টেপ ১ - এক গ্লাস গরম পানি নাও।
স্টেপ ২ - মাসকারা টিউবের ঢাকনা ভালোভাবে বন্ধ করে, গরম পানিতে কয়েক মিনিট রেখে দাও।
স্টেপ ৩ - মাসকারা ওয়ান্ড যদি ড্রাই হয়ে যায়, তাহলে এটাও গরম পানিতে কিছুক্ষণ রেখে দাও। তারপর ক্লিন করে ভালোভাবে মুছে নাও।
যেকোনো একটি হ্যাক ফলো করে শুকিয়ে যাওয়া মাসকারা সহজেই ঠিক করা যাবে। আর নতুন মাসকারা কেনার টাকাও বাঁচবে!
তবে সবশেষে একটি ইম্পর্ট্যান্ট টিপস। মাসকারা সাধারণত ৩-৫ মাস ভালো থাকে। এক্সপায়ার হয়ে গেলে তা আর ব্যবহার করা যাবে না। কারণ, এক্সপায়ারড প্রোডাক্ট থেকে চোখের ইনফেকশন বা অন্য কোনো সমস্যাও হতে পারে।