চুলে ভলিউম ও বাউন্স আনো মাত্র ৫ মিনিটে!

চুলে ভলিউম ও বাউন্স আনো মাত্র ৫ মিনিটে!

যাদের হেয়ার টাইপ থিন বা পাতলা, চুল নিয়ে তাদের স্ট্রাগলের শেষ নেই। ভলিউম কম থাকা, ফ্ল্যাট ও গ্রিসি দেখানো, মনের মতো হেয়ারস্টাইল করতে না পারা, আরও হাজারটা সমস্যা! আর যেদিন হাতে  সময় থাকে না, সেদিন তো কথাই নেই। আয়নার সামনে দাঁড়াতেই চুল আরও বেশি ফ্ল্যাট ও ডাল!
লাইফে এমন ব্যাস্ত সিচুয়েশন আমরা অনেকেই ফেস করি। কিন্তু কিছু সিম্পল নিয়ম ফলো করলে চুলের এসব স্ট্রাগল কমানো যায় একদম সহজে। এই সিম্পল ৪টি স্টেপ ফলো করে, তাড়াহুড়ায় থাকলেও চুলে বাউন্স ও ভলিউম আনতে পারবে মাত্র ৫ মিনিটে।


স্টেপ ১
প্রথমে মোটা দাঁতের চিরুনি বা ব্রাশ দিয়ে চুল ভালোভাবে ব্রাশ করে নাও। এবার সম্পূর্ণ চুলে হালকা করে পানি স্প্রে করো। কারণ, চুল হালকা ভেজা হলে ওয়েব ভালো আসবে।

 

How-to-get-voluminous-hair-in-5-minutes-02

 

স্টেপ ২
এবার সব চুল উপরে তুলে টপ বান করে নাও। এবং বানটি একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নাও।

 

How-to-get-voluminous-hair-in-5-minutes-03

 

স্টেপ ৩
ড্রায়ার দিয়ে বানটির চারপাশে ১ মিনিট ব্লো ড্রাই করে নাও। এরপর ৫ মিনিট অপেক্ষা করো।

স্টেপ ৪
এবার বানটি খুলে, আঙুল দিয়ে চুল সেট করে নাও। এই সিম্পল ৪টি স্টেপ ফলো করেই তোমার ফ্ল্যাট ও ডাল চুল করতে পারো বাউন্সি ও ওয়েবি!

থিন হেয়ার হেলদি ও প্রবলেম ফ্রি রাখতে একটা প্রোপার হেয়ার কেয়ার রুটিন দরকার। কারণ, চুল হেলদি থাকলে ম্যানেজেবল রাখা ও স্টাইল করা দুইটাই সহজ হয়। পাতলা ও ফ্ল্যাট চুলের সলিউশন হিসেবে Sunsilk Coconut and Aloe Vera Volume শ্যাম্পুটি ট্রাই করতে পারো। অ্যালোভেরা ও কোকোনাট যুক্ত এই শ্যাম্পুটি চুলের ন্যাচারাল ভলিউম ও বাউন্স আনতে খুবই ভালো কাজ করে। পাশাপাশি এটি চুল নারিশড ও হেলদি রাখতেও অনেক হেল্পফুল।


রিলেটেড পোস্ট