তাড়াহুড়ায় শ্যাম্পু করার ঝামেলা থেকে বাঁচতে, নিজেই বানিয়ে নাও ড্রাই শ্যাম্পু!

তাড়াহুড়ায় শ্যাম্পু করার ঝামেলা থেকে বাঁচতে, নিজেই বানিয়ে নাও ড্রাই শ্যাম্পু!

যেদিন হাতে সময় কম, সেদিনই চুলে অতিরিক্ত অয়েল, ডালনেস আর লাইফলেস লুক! তাড়াহুড়ায় শ্যাম্পু করা, চুল শুকানো এসব অনেক কঠিন হয়ে যায়। কেমন হয় যদি চুল ভেজানো বা শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে শ্যাম্পু করা যায়? হ্যাঁ, ড্রাই শ্যাম্পু ইউজ করে খুব সহজেই তা করা সম্ভব! তোমার ব্যস্ত দিনের ইন্সট্যান্ট সমাধান হিসেবে তুমি ড্রাই শ্যাম্পু ইউজ করতে পারো। ভাবছো, “এই ড্রাই শ্যাম্পু কোথায় পাওয়া যাবে?” বা “এটা নিশ্চয় অনেক এক্সপেন্সিভ!”

টেনশন করার কিছু নেই! এখনই তোমাকে ড্রাই শ্যাম্পুর পেছনে টাকা ইনভেস্ট করতে হবে না। খুব সহজে তুমি নিজেই তোমার ড্রাই শ্যাম্পু বানিয়ে নিতে পারো।

 

শুরুতে চলো জেনে নেই, ড্রাই শ্যাম্পু কী?

ড্রাই শ্যাম্পু সাধারণত স্প্রে বা পাউডার জাতীয় হয়। এটি চুলে এবং স্কাল্পে অ্যাপ্লাই করলে অতিরিক্ত অয়েল রিমুভ করে এবং চুলে ভলিউম ও ফ্রেশ লুক আসে। আর এটি ড্রাই, অয়েলি বা নরমাল সব ধরনের চুলেই ব্যবহার করা করা যায়।

 

নিজেই বানিয়ে নাও তোমার ড্রাই শ্যাম্পু

ড্রাই শ্যাম্পু যেমন তোমার লাইফটাকে সহজ করে দেয়, তেমনি এটা বানানোও খুব সহজ। মাত্র ৩টা ন্যাচারাল উপাদান দিয়েই তুমি এটি বানিয়ে নিতে পারো।

 

diy-dry-shampoo-to-get-rid-of-the-hassle-of-regular-shampooing-02

 

যা যা লাগবে:
- দারুচিনি পাউডার ২ টেবিল চামচ
- কর্নস্টার্চ ২ টেবিল চামচ
- ল্যাভেন্ডার অয়েল ১ টেবিল চামচ

প্রথমে দারুচিনি পাউডার ও কর্নস্টার্চ ভালোমতো মিশিয়ে নাও। এবার এতে ল্যাভেন্ডার অয়েল অ্যাড করে আবার ভালোমতো মেশাও। তোমার ড্রাই শ্যাম্পু রেডি!

 

যেভাবে অ্যাপ্লাই করতে হয়

ড্রাই শ্যাম্পু অ্যাপ্লাই করাও অনেক সহজ। তবে প্রতিবার অ্যাপ্লাই করার আগে বানানো শ্যাম্পু পাউডারটি ভালোমতো মিশিয়ে নাও। এবার সম্পূর্ণ চুল কয়েকটা সেকশন করে নাও, এবং মেকআপ ব্রাশ দিয়ে স্কাল্প ও চুলে অ্যাপ্লাই করো। তারপর আঙুল দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করো। ৫-১০ মিনিট পর চুল ভালোভাবে ব্রাশ করে নাও, এতে অতিরিক্ত পাউডার রিমুভ হয়ে যাবে।

 

diy-dry-shampoo-to-get-rid-of-the-hassle-of-regular-shampooing-03

 

সতর্ক থাকো কিছু ব্যাপারে

ড্রাই শ্যাম্পু তোমার বিজি লাইফের ইজি সলিউশন হলেও খুব বেশি এটি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র যেদিন অনেক তাড়াহুড়া থাকে এবং একেবারেই শ্যাম্পু করা সম্ভব হয় না, সেদিনই ড্রাই শ্যাম্পু ব্যবহার করো। কারণ এটি অতিরিক্ত ব্যবহারে চুল পড়া এবং ডেনড্রাফ সমস্যাও হতে পারে।

ড্রাই শ্যাম্পু আমাদের ব্যস্ত জীবনের জন্য অনেক বড় একটা ব্লেসিং। আর ন্যাচারাল ও হোমমেড ড্রাই শ্যাম্পু চুলের জন্য অনেক সেইফ। তাই আমার এই সহজ রেসিপিটি ফলো করে আজই বানিয়ে নাও তোমার ড্রাই শ্যাম্পু।


রিলেটেড পোস্ট