বডি ওয়াশ কেন বেস্ট ক্লিনজার? জেনে নাও ৪টি কারণ!

বডি ওয়াশ কেন বেস্ট ক্লিনজার? জেনে নাও ৪টি কারণ!

প্রায়ই দেখা যায় ফেস-এর তুলনায় আমাদের বডি স্কিন অনেক ড্রাই আর রাফ। এর বড় কারণ হলো  সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ না করা। যেমন ধরা যাক ক্লিনজার! ফেস-এর জন্য অনেক চিন্তা-ভাবনা করে স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট ফেসওয়াশ সিলেক্ট করি। অথচ বডির জন্য? অনেকেই ভাবি “একটা সাবান হলেই হলো!” 

কিন্তু স্কিন কেয়ারের খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ ক্লিনজিং। বডি স্কিন হেলদি, সুন্দর আর প্রবলেম ফ্রি রাখার অনেকটাই নির্ভর করে ভালো একটা ক্লিনজারের উপর। কীভাবে? চলো জেনে নেই!  

স্কিন কোমলভাবে ক্লিন করে  

অনেক সাবানেই স্কিনের জন্য ক্ষতিকর উপাদান থাকে। যা স্কিন ড্রাই ও রাফ করে ফেলে। এমনকি যাদের স্কিন কিছুটা সেনসিটিভ তাদের ইরিটেশনও হতে পারে। ভালো বডি ওয়াশে স্কিনের জন্য ক্ষতিকর কোনো উপাদান থাকে না, আর সাবানের তুলনায় বেশ মাইল্ড হয়। যা খুব কোমলভাবে স্কিন পরিষ্কার করে।   

হাইজিন  

হাইজিনের কথা চিন্তা করলেও বডি ওয়াশ বেস্ট! কারণটা খুবই সিম্পল। সাবান প্যাকেট থেকে বের করার পর অনেক দিন খোলা অবস্থায় থাকে। আর একজনের সাবান আরেকজন ব্যবহার করার মাধ্যমে জার্ম বা ব্যাকটেরিয়াও স্কিনে ট্রান্সফার হতে পারে। আর বডি ওয়াশ বোতল বা জারে থাকে, এবং শরীরে সরাসরি টাচ করার প্রয়োজন নেই। তাই ব্যাকটেরিয়া বিল্ডআপ হওয়ার চান্স নেই।   

ময়েশ্চারাইজিং উপাদান 

বডি ওয়াশের আরেকটি বড় বেনিফিট হলো, এর ময়েশ্চারাইজিং উপাদান। যা ময়েশ্চার ব্যালেন্স নষ্ট না করেই স্কিন ক্লিন করে। এতে স্কিন ড্রাই বা রাফ হওয়ার চান্সও থাকে না। 

why-body-wash-is-the-best-cleanser-find-out-4-reasons-02


ফ্রেগরেন্স 

সবশেষে আরেকটি স্পেশাল বেনিফিট, ফ্রেগরেন্স! এর রিফ্রেশিং স্মেল তোমার সারাদিনের ক্লান্তি দূর করে মুড ভালো করে দিতে পারে। আর শাওয়ারের পরও অনেকক্ষণ শরীরে সুন্দর ও রিফ্রেশিং একটা স্মেল থাকে। 

এতসব স্কিন বেনিফিট-এর পরেও অনেকে দামের কথা ভেবে বডি ওয়াশ অ্যাভয়েড করে। অথচ এটা বড় একটা ভুল ধারণা! হাতের কাছে পাওয়া যায় আর একদম বাজেট ফ্রেন্ডলি একটি বডিওয়াশ হলো Lux Body Wash! জুনিপার অয়েল এবং ব্ল্যাক অর্কিড সেন্ট যুক্ত এই বডি ওয়াশটি তোমার স্কিন ভালো রাখবে পাশাপাশি রিফ্রেশিং ফ্রেগরেন্সও দিবে। 


রিলেটেড পোস্ট