তোমার স্কিনের জন্য বেস্ট সিরাম কোনটা?

তোমার স্কিনের জন্য বেস্ট সিরাম কোনটা?

ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, আন্ডার আই ক্রিম, এক্সফোলিয়েটর… স্কিন কেয়ার রুটিনে এই প্রোডাক্টগুলো তো তোমার আছেই। কিন্তু, এর সাথে সাথে আরেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট খুবই ইম্পর্টেন্ট। যা তোমার স্কিন নারিশড করতে সাহায্য করে। আর সেটা হচ্ছে ফেস সিরাম!
 
ফেস সিরাম কি?

ফেস সিরাম হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত একটি কনসেনট্রেট, যা স্পেসিফিক স্কিন প্রবলেম দূর করতে সাহায্য করে। অন্যান্য স্কিন প্রোডাক্টের তুলনায় সিরামে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট-এর পরিমাণ বেশি থাকে, তাই এটি স্কিন রিলেটেড বিশেষ সমস্যা দূর করতে বেশি কার্যকরী। স্কিন ব্রাইট করতে, অ্যাকনে দূর করতে, পোর ছোট করতে, স্কিন বাম্পস কমাতে, আনইভেন স্কিন টোন কমাতে, ডার্ক সার্কেল হালকা করতে, স্কিনের লালচে ভাব বা ইনফ্লেলেশন কমাতে সিরাম ভালো কাজ করে। 

 

which-is-the-best-serum-for-your-skin-02

 
তোমার স্কিনের জন্য কোন সিরামটা বেছে নেবে?

বাজারে অনেক রকম ও ধরণের ফেস সিরাম পাওয়া যায়। এগুলোর প্রতিটাই কোনো কোনো স্কিন প্রবলেম সল্ভ করে দেয় সুন্দর, গ্লোয়িং স্কিন। কিন্তু এতশত সিরামের মধ্যে কীভাবে বুঝবে তোমার জন্য কোনটা মানানসই? 
তোমার স্কিন অনুযায়ী সিরাম বেছে নিতে এই দুইটি ব্যাপার মাথায় রাখতে হবে।
 
১। তোমার কোন স্কিন প্রবলেমের জন্য সিরাম ব্যবহার করতে চাও সেটি আগে ঠিক করে নাও। ফাইন লাইন দূর করতে চাও? স্কিন বাম্পস কমাতে চাও? পোর ছোট করতে চাও? এমন একটা সিরাম বের করো, যা তোমার এই সমস্যার সলিউশন দেবে।


২। সিরাম বাছাই করার সময়ে তোমার স্কিন টাইপ অবশ্যই মাথায় রাখতে হবে। 
●  অয়েলি ও অ্যাকনে প্রোন স্কিনের জন্য স্যালিসাইলিক এসিড, রেটিনল বা রোজহিপ সিড অয়েল যুক্ত সিরাম ব্যবহার করো।
●  ম্যাচিউর ও ড্রাই স্কিনের জন্য হাইয়ালুরোনিক এসিড বা ভিটামিন সি যুক্ত সিরাম বেছে নাও।
●  নরমাল স্কিনে গ্লাইকল এসিড যুক্ত ফেস সিরাম ব্যবহার করো।

which-is-the-best-serum-for-your-skin-03


রিলেটেড পোস্ট