সব ধরণের ত্বকের জন্য বেস্ট মেকআপ রিমুভার কোনটি?

সব ধরণের ত্বকের জন্য বেস্ট মেকআপ রিমুভার কোনটি?

মেকআপ রিমুভ করার অনেক ধরণের উপায় আছে। কিন্তু আমাদের একেক জনের ত্বক কিন্তু একেক রকম। তাই ত্বকে সবধরণের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি না। তোমাদের কারো ত্বক অয়েলি, কারো আবার ড্রাই। অনেকের আবার কম্বিনেশন স্কিন। কিন্তু একটা প্রোডাক্ট আছে যা সব ধরণের ত্বকের জন্য মেকআপ রিমুভার হিসেবে সেইফ! আজকে তোমাদের সেই প্রোডাক্টের কথাই বলবো।

মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটারের নাম তো তোমরা সবাই অবশ্যই জানো। এই মাইসেলার ওয়াটার ফ্রেঞ্চ স্কিনকেয়ারের এক প্রয়োজনীয় অনুষঙ্গ। মাইসেলার ওয়াটার শুধু যে মেকআপ রিমুভ করে না তা নয় বরং স্কিনে জমে থাকা ময়লা দূর করে ত্বককে হাইড্রেটেডও রাখে। ত্বকের তৈলাক্তভাবও দূরে রাখে। তাই তোমার ত্বক ড্রাই, অয়েলি বা কম্বিনেশন যেমনই হোক মাইসেলার ওয়াটার তোমার জন্য বেস্ট সলিউশন। 

মাইসেলার ওয়াটারের উপকারিতা 

•    সাধারণ ক্লেনজারের তুলনায় ত্বকের প্রতি বেশি যত্নশীল
•    সহজেই মেকআপ রিমুভ করে
•    মেকআপ ওয়াইপের চেয়ে বেশি হাইড্রেটিং
•    বেশিরভাগ মাইসেলার ওয়াটার অ্যালকোহল-ফ্রি
•    পোর ক্লগিং অয়েল দূর করে

যেভাবে ব্যবহার করবেন

যেকোনো ধরণের হেভি মেকআপ হোক, লাইট মেকআপ এমনকি সানস্ক্রিন রিমুভ করতেও মাইসেলার ওয়াটার খুবই উপকারী। প্রথমে কটন প্যাডে প্রয়োজন মতো মাইসেলার ওয়াটার নাও। এরপর আলতো করে মুখে ম্যাসাজ করো। জোরে কিন্তু কখনই ঘষবে না। এতে স্কিনের ক্ষতি হবে। 

which-is-the-best-makeup-remover-for-every-skin-type-02
 

চোখের মেকআপ তোলার জন্য মাইসেলার ওয়াটারে ভেজা কটন প্যাডটি চোখের উপর কিছুক্ষণ চেপে ধরে রাখো। এরপর আলতো করে ম্যাসাজ করে নাও।

মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ রিমুভ করার পর পানি দিয়ে মুখ পরিষ্কার না করলেও হয়। কিন্তু মনে রেখো, ত্বককে ভালো রাখার জন্য পানি দিয়ে মুখ ধুয়ে নেয়াই ভালো।


রিলেটেড পোস্ট