ত্বক হবে সুন্দর ও লাবণ্যময় অ্যালোভেরার ১টি ম্যাজিক্যাল মাস্ক ব্যবহারে!

ত্বক হবে সুন্দর ও লাবণ্যময় অ্যালোভেরার ১টি ম্যাজিক্যাল মাস্ক ব্যবহারে!

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয়ে আসছে। অ্যালোভেরার অপর নাম ঘৃতকুমারী। এই ঘৃতকুমারী আপনাকে এনে দিতে পারে রূপকথার রাজকুমারীর মতো নজর কাড়া সৌন্দর্য। আপনি কি দাগহীন ও লাবণ্যময় ত্বক পেতে চান? আসলে এমন দাগহীন, মসৃণ, লাবণ্যময় ত্বক সবাই চায়। শুধু সুন্দর ত্বকের জন্য কেউ অনেক সময় নিয়ে রূপচর্চা করতে চায় না। স্কিন কেয়ার ছাড়া কীভাবে তবে সৌন্দর্য ছড়াবে? ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আচ্ছা, যদি ম্যাজিকের মতো অল্প সময় দিয়েই স্কিন কেয়ার করা যায়, তাহলে কেমন হয়? ত্বক সুন্দর ও লাবণ্যময় করতে অ্যালোভেরার তেমন একটি ফেইস মাস্ক আজ শেয়ার করবো আপনাদের সাথে!

লাবণ্যময় ও সুন্দর ত্বক পেতে অ্যালোভেরার ফেইস মাস্ক

খুব কম সময়ে ত্বকের যত্ন নিতে অ্যালোভেরা ফেইস মাস্ক ব্যবহার করতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। এই ম্যাজিক্যাল ফেইস মাস্ক বানাতে যা যা লাগবে-

  • অ্যালোভেরা
  • অলিভ অয়েল
  • লেবুর রস
  • চালের গুড়া

যেভাবে অ্যালোভেরা ফেইস মাস্ক বানাবেন

১) প্রথমে অ্যালোভেরার পাতা নিয়ে তা থেকে জেল বের করে নিতে হবে।

২) তারপর একটি ছোট বাটিতে এক চা চামচ অ্যালোভেরা জেল, হাফ চা চামচ অফিভ অয়েল, হাফ চা চামচ লেবুর রস ও হাফ চা চামচ চালের গুড়া নিন। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে অ্যালোভেরা ফেইস মাস্ক বানিয়ে নিন।

৩) এখন এই ফেইস মাস্ক ব্যবহার করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

৪) পরিষ্কার একটি ফেইস টাওয়েল দিয়ে মুখ মুছে, অ্যালোভেরার এই ম্যাজিক্যাল ফেইস মাস্কটি ব্যবহার করুন।

৫) তারপর এই মাস্ক মুখে মেখে অপেক্ষা করুন প্রায় ২০ মিনিটের মতো ও আলতোভাবে ত্বকে ম্যাসাজ করুন।

৬) সব শেষে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলেই দেখবেন প্রথম ব্যবহারেই ত্বক কেমন গ্লো করছে!

 

সব ধরনের ত্বকের যত্নেই এই ম্যাজিক্যাল অ্যালোভেরা ফেইস মাস্কটি দারুণ কার্যকরী। নিয়মিত এই মাস্ক ব্যবহারে সবাই তো মুগ্ধ হবেই, আয়না থেকে আপনি নিজেও চোখ সরাতে পারবেন না। মনে মনে আপনিও গুন গুন করে উঠবেন-

“আমি রূপ নগরের রাজকন্যা, রূপের যাদু এনেছি…


রিলেটেড পোস্ট