যে টিপস ফলো করলে কার্লিউ চুলো হবে ম্যানেজাবল

যে টিপস ফলো করলে কার্লিউ চুলো হবে ম্যানেজাবল

কার্লি চুল ম্যানেজ করা সব সময়েই একটু টাফ। কারণ কার্লি চুল ন্যাচারালি কিছুটা ফ্রিজি হয়। স্টেইট চুলের মতো কার্লি চুল চাইলেই খুলে রাখা যায় না। আবার অনেক হেয়ার স্টাইল আছে যা কার্লি চুলে ক্যারি করা যায় না। বিশেষ করে গরমের সময়ে চুলের দরকার হয় বাড়তি কেয়ার। তোমার চুল যদি কার্লি হয় তবে ইজিলি চুল ম্যানেজ করতে টিপসগুলো জেনে নিতে পারো। 


মিনিমাল হেয়ার স্টাইল 
বাইরে গেলে চুলে নানা ধরনের স্টাইল করতে নিশ্চয়ই পছন্দ করো। তবে গরমের সময়ে যতটা পসিবল কম হেয়ার স্টাইলিং করতে হবে। বিশেষ করে যে স্টাইলিং এ চুলে হিট বা স্প্রে করতে হয়। কারণ বেশি হিট ও প্রোডাক্ট চুলকে রাফ ও ফ্রিজি করে। ন্যাচারালি যে সব স্টাইল করা যায় যেগুলোই এখন ফলো করা হতে পারে ভালো সলিউশন। 


ডিপ কন্ডিশনার 

শ্যাম্পু করারকে গরত্ব দিলেও অনেকেই চুলে ডিপ কন্ডিশনার অ্যাপ্লাইয়ে অবহেলা করে। এতে গরমের সময়ে চুলের মারাত্মক ড্যামেজ হয়। কোকোনাট অয়েল, শিয়া বাটার ও মধু কিন্তু ডিপ কন্ডিশনারের কাজ করে। 
হ্যাট বা স্কার্ফ ইউজ

গরমের সময়ে চুল যেন বেশি এলোমেলো না হয় তাই হ্যাট বা স্কার্ফ ইউজ করতে পারো। চুল আটকে স্কার্ফ বা হ্যাট পড়ে নিলে চুল অনেকটাই প্রোটেক্ট থাকে। ধুলা ময়লা ও রোদের তাপ অনেকটাই কম লাগে চুলে। 

হেয়ার কাট

কার্লি চুল লম্বা হলে তা ম্যানেজ করা কঠিন। কারণ এমন চুল সব সময়েই কিছুটা ফুলে থাকে ও এক জায়গায় রাখা যায় না। তাই গরমের শুরুতেই নিতে পারো কিউট হেয়ার কাট। এতে চুলের স্টাইলিং করতেও সুবিধা হবে। 

বাইরে গেলে চুল বাঁধা

অনেকেই হয় তো চুল বা বেঁধে খুলে রাখতেই পছন করো। কিন্তু গরমের সময়ে বাইরে গেলে খোলা চুলে না থাকাই ভালো। পনিটেল বা বান গরমের সময়ে দেবে আরাম। আবার ইজিলি হেয়ার স্টাইলও করা যাবে। 

tips-to-follow-to-keep-your-curls-manageable-02
 


চুল মশ্চেরাইজ করা

চুলকে সুন্দর রাখতে নিশ্চয়ই অনেক ধরনের প্রোডাক্টই ইউজ করা হয়। কিন্তু গরমের সময়ে চুলের ময়েশ্চার অনেকটাই কমে যায়। তাই যে প্রোডাক্টই ব্যবহার করো না কেন তাতে যেন ময়েশ্চারাইজার থাকে তা নিশ্চিত করতে হবে। 

সুদিং স্প্রে বা সিরাম
চুল যেন সেট থাকে ও একটা সুদিং ফিল হয় তাই এমন ধরনের স্প্রে বা সিরাম অ্যাপ্লাই করতে পারো। চুল ইজিলি ম্যানেজ করার যায় এমন কিছু স্প্রে পাওয়া যায়। দিনে একবার ব্যবহার করলেই সারা দিন কার্লি চুলও সেট থাকবে। 

ব্রাশ ইউজ

কার্লি চুল ম্যানেজ করতে দিনে বারবার ও রাতে ঘুমানোর আগে হেয়ার ব্রাশ করতে হবে। এতে চুলের ফ্রিজিনেস কমবে। তবে ব্রাশ জোড়ে জোড়ে না করাই ভালো। এতে স্ক্যাল্প ও চুলের ক্ষতি হবে।
চুলের কেয়ার দরকার সারা বছরই। তবে গরমের সময়ে এই কেয়ারের পরিমান অনেকটাই বাড়ানো জরুরি। তাই কার্লি চুল ম্যানেজ করতে কয়েকটি টিপস ফলো করলেই যথেষ্ট।    


রিলেটেড পোস্ট