স্কিন টোন বুঝে রাইট হেয়ার কালার

স্কিন টোন বুঝে রাইট হেয়ার কালার

রাইট হেয়ার কালারের জন্য প্রথমেই বুঝতে হবে তোমার স্কিন টোন কেমন। ব্রাইট বা লাইট যে কোন ধরনের হেয়ার কালরই স্কিন টোনকে মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। তবেই চুলে রাইট লুক আসবে। হেয়ার কালার সুন্দর হলেও অনেক সময় তা খুব বেশি মানায় না। আর এর মেইন কারণ স্কিন টোন। হেয়ার কালার করতে চাইলে তুমিও জেনে নিতে পারো কোনটি তোমার জন্য হবে রাইট চয়েজ। 


কুল স্কিন টোনের জন্য হেয়ার কালার
কুল কালার মানে যাদের টোন কিছুটা লাইট। এমন স্কিন টোনের সাথে পিংক, ব্লু বা রেডের মতো ব্রাইট কালার পার্ফেক্ট হবে। স্কিনে যদি রেডনেস থাকে তবে এই হেয়ার কালারের চয়েজগুলো তোমার জন্যই। কারণ এও হেয়ার কালারে স্কিনের রেডনেস অনেকটাই কম দেখায়। হালকা রঙের স্কিনের সাথে ওয়ার্ম বা গোল্ডেন রঙের হেয়ার কালার ভালো ম্যাচ করে। গোল্ডেন ব্লন্ড, ওয়ার্ম রেড ও ন্যাচারাল বার্ন চাইলেই হেয়ার কালার হিসেবে চুজ করতে পারো। স্কিন টোন যদি বেশি গোলাপি হয় তবে তবেই এই কালারগুলো তোমার জন্য পার্ফেক্ট। ওয়ার্ম আন্ডারটোন হলে ওরেঞ্জ বা ইয়ালো ধরনের হেয়ার কালার বেস্ট হবে। এতে চেহারায় ন্যাচারাল ও ফ্রেশ লুক আসবে। কুল অ্যাশ, রেডিস টোন যেমন হানি ও স্ট্রবেরি ব্লন্ড,গোল্ডেন কপার, কুল ব্রিজ ব্রাউন এবং রিচ ব্রাউনও কুল স্কিন টোনের জন্য পার্ফেক্ট। 


ডার্ক স্কিন টোনের জন্য হেয়ার কালার

রাইট কনট্রাস্ট পেতে স্কিন কমপ্লেকশন ও হেয়ার কালার দুইটিই ভালো ভাবে বুঝতে হবে। কোন রঙ তোমার স্কিন টোনের সাথে ম্যাচ হচ্ছে আর কোনটি নয় তা আগেই জানতে হবে।  স্কিন টোন গোল্ডেন বা ওয়ার্ম ধরনের হলে কপার বা মেহগনি কালার করতে পারো। এতে চেহারার শাইনিনেস বাড়বে। ডার্ক স্কিন টোন কিন্তু কিছুটা কুল হলে পিংক, ব্লু হেয়ার কালার করতে পারো। এ ছাড়া কুল রেড ব্রাউন, আইসি ডার্ক ব্রাউন এবং রিচ ব্ল্যাকও ম্যাচ করবে। 

 

The-right-hair-color-according-your-skin-tone-02
 


অলিভ স্কিন ও ওয়ার্ম আন্ডার টোন

অলিভ স্কিন ও ওয়ার্ম আন্ডার টোন হলে ডিপ গোল্ডেন ও ক্যারামেল কালার চুলে মানাবে। চাইলে মোকা টোনও চুলে করা যায়। লাল ধরনের হেয়ার কালার পছন্দ হলে ভায়োলেট রেড করতে পারো। তবে কালার ডিপ ও রিচ হলেই ভালো।
স্কিন টোন বুঝে হেয়ার কালার বেছে নেয়া খুব কঠিন নয়। মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই তুমি পেয়ে যাবে পার্ফেক্ট কাস্টম হেয়ার কালার। 


রিলেটেড পোস্ট