পূজা শেষে স্কিনের স্পেশাল কেয়ার নাও ঘরে বসেই!

পূজা শেষে স্কিনের স্পেশাল কেয়ার নাও ঘরে বসেই!

অনেক মেকআপ এক্সপেরিমেন্ট, সারাদিন ছুটাছুটি আর অয়েলি খাবার তো আছেই! পূজার সময় কয়েকদিন স্কিন কেয়ার রুটিনও ঠিকভাবে ফলো করা হয় না। তাই পূজা শেষ হলে বডির মতো স্কিনও টায়ার্ড হয়ে পড়ে। আর অনেকের স্কিনে দেখা যায় পিম্পল বা ব্রেকআউটের মতো সমস্যা। তাই যে কোনো ওকেশন শেষ হবার পরপরই স্কিনটাকে ভালোমতো ক্লিন করা দরকার। তো চলো জেনে নেই স্কিন ডিপ ক্লিন ও রিলাক্স করার সহজ ৩টা স্টেপ।

 

সঠিক ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নাও  

এটা যেকোনো স্কিন কেয়ার প্রসেসের একদম শুরুর স্টেপ। প্রথমে রিমুভার দিয়ে ফেস-এর সব মেকআপ ভালোভাবে উঠিয়ে নাও। মাইসেলার ওয়াটার মেকআপ রিমুভার হিসেবে খুব ভালো। আর সব টাইপের স্কিনেই ব্যবহার করা যায়। এছাড়া ন্যাচারাল মেকআপ রিমুভার হিসেবে অলিভ অয়েলও বেশ ভালো সলিউশন। এবার তোমার ফেসওয়াশ দিয়ে ফেস ভালোমতো ধুয়ে ফেলো।  

 

স্কিন রিলাক্স করতে স্টিম 

পূজায় টানা কয়েকদিন মেকআপ করার পর স্কিনে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস-এর মতো প্রবলেমও খুব কমন। কয়েক মিনিট স্টিম তোমার স্কিন পোরস ওপেন করবে আর স্কিন ডিপ ক্লিন করতে হেল্প করবে। আর ফেস অনেকটাই রিলাক্স হবে।   

তো ঘরে বসে স্টিম নেওয়ার জন্য, প্রথমে টেবিলের উপর এক বোল গরম পানি রাখো। চাইলে গরম পানিতে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল আর হারবাল টি ব্যাগও অ্যাড করতে পারো। এবার মাথাটা টাওয়েল দিয়ে ঢেকে নাও এবং ফেসটা বোলের উপর রাখো। তবে বোলের খুব বেশি কাছাকাছি রাখা যাবে 

 

take-special-care-for-your-skin-post-puja-02
 

 

মুলতানি মাটি মাস্ক  

ডিপ ক্লিনজার হিসেবে মুলতানি মাটি মাস্ক খুবই চমৎকার একটি অপশন। সহজে বাসায় বসেই এটি বানিয়ে নিতে পারো। এটি স্কিনের ভেতর থেকে ময়লা দূর করতে খুব হেল্পফুল। আর এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ আছে। যা পিম্পল, ব্রেকআউটের বিরুদ্ধেও কাজ করে।  

 

take-special-care-for-your-skin-post-puja-03
 


  
যা যা লাগবে 
-    মুলতানি মাটি ২ টেবিল চামচ 
-    রোজ ওয়াটার ১ টেবিল চামচ 

মুলতানি মাটি ও রোজ ওয়াটার একসাথে মিশিয়ে পেস্ট বানাও, ফেস-এ অ্যাপ্লাই করে ২০ মিনিট অপেক্ষা করো। এরপর হালকা গরম পানি দিয়ে ফেস ক্লিন করে নাও।   

মেকআপ করতে আমরা যতটা সময় আর এফোর্ট দেই, মেকআপ তুলার সময় কিন্তু অতটা দেই না! আর এতেই স্কিনে হয় নানা রকম সমস্যা। তাই স্কিনটাকে হেলদি আর প্রবলেম ফ্রি রাখতে এই সিম্পল টিপসগুলো অবশ্যই ফলো করো। 


রিলেটেড পোস্ট