৫ মিনিটেই পেয়ে যাও সুপার সফট ও গোলাপি ঠোঁট!

৫ মিনিটেই পেয়ে যাও সুপার সফট ও গোলাপি ঠোঁট!

স্কিন কেয়ারে সময় দিলেও ঠোঁটের যত্নে কি ততটা সময় দেয়া হয়? স্বাভাবিক ভাবেই বলা যায় ফেস যে পরিমাণ গুরুত্ব পায়, ঠোঁট সে পরিমাণ পায় না। তাই সময়ের সাথে সাথে ঠোঁট হয়ে যায় কালো আর রাফ। চেহারার খুব ছোট অংশ হলেও, ঠোঁটের সৌন্দর্য চেহারার সৌন্দর্যও বাড়ায়। তাই সারা বছর ধরেই ঠোঁটের যত্ন দরকার হয়।

ঠোঁটের ত্বক মুখের ত্বকের চেয়ে অনেক পাতলা ও নরম হয়। তাই এর যত্নে হোম রেমিডি হতে পারে ভালো সলিউশন। আর এই যত্নে খুব বেশি সময়েরও দরকার পড়ে না। শুধুমাত্র প্রতিদিনের অল্প কিছু সময় দিলেই পেয়ে যেতে পারো সুপার সফট ও গোলাপি ঠোঁট।

 

টুথব্রাশ ইউজ

ঠোঁটের কালো ভাব কমাতে নিয়মিত ঠোঁটে টুথব্রাশ ইউজ করতে পারো। ঠোঁট এক্সফোলিয়েট করার সব থেকে সহজ উপায় হলো এটা। এর জন্য একটা নরম টুথব্রাশ পানিতে ভিজিয়ে ঠোঁটে খুব হালকাভাবে সার্কেল মোশনে ব্রাশ করতে হবে। এতে ঠোঁটে ব্লাড সার্কুলেশন ভালো হবে ও ঠোঁটের ডেড সেল দূর হবে। আর ঠোঁট হবে গোলাপি আর সফট।

 

স্ক্রাব ইউজ

ঠোঁটের যত্নে হোম মেইড স্ক্রাবার হতে পারে ভালো সলিউশন।

যা যা লাগবে
- ব্রাউন বা সাদা চিনি ২ টেবিল চামচ
- মধু ১ চা চামচ
- কোকোনাট অয়েল ১ টেবিল চামচ

সব উপাদান মিলিয়ে একটা বাটিতে পেস্ট করে নাও। এবার ঠোঁটে খুব হালকা ভাবে স্ক্রাব করতে হবে ৩০ সেকেন্ড। শেষে হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলো।

 

ঠোঁট ময়েশ্চার করা

ঠোঁট হাইড্রেটেড রাখতে রেগুলার ময়েশ্চারাইজিং এর বিকল্প নেই। একটা ময়েশ্চারাইজিং লিপ বাম তোমার ঠোঁট ফাটা ও ড্রাইনেস কমাতে অনেক হেল্প করবে। তবে ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে, কোকোয়া বাটার, অলিভ অয়েল বা কোকোনাট অয়েলও অ্যাপ্লাই করতে পারো।

 

মেকআপ রিমুভ

রাতে কখনই ঠোঁটের মেকআপ নিয়ে ঘুমানো যাবে না। এটা ঠোঁট ড্রাই ও ডিসকালার করে। ন্যাচারাল মেকআপ রিমুভার হিসেবে অলিভ অয়েল বা আমন্ড অয়েল ভালো কাজ করে।

 

বেদানার মাস্ক

ঠোঁটের জন্য এটি খুব ভালো একটা মাস্ক । কিছু বেদানার সিড বা বীজ নিয়ে তা পেস্ট করে নিতে হবে। এবার ঠান্ডা লিকুইড দুধ দিয়ে একটা ঘন পেস্ট করে ঠোঁটে অ্যাপ্লাই করো। বেস্ট রেজাল্ট পেতে, এভাবে পুরো সপ্তাহই এই মাস্কটা অ্যাপ্লাই করতে পারো।

 

super-soft-and-pink-lips-in-5-minutes-02

 

গোলাপের লিপ মাস্ক

ঠোঁট ময়েশ্চার করতে ও দাগ এবং ড্রাইনেস কমাতে গোলাপ খুব কার্যকরি উপাদান। রাতের যত্ন হিসেবে এই মাস্ক নিয়মিত ইউজ করতে পারো।

যা যা লাগবে
- গোলাপের পাপড়ি ৬টি
- লিকুইড দুধ ১/২ কাপ

গোলাপের পাপড়ি সারা রাত লিকুইড দুধে ভিজিয়ে রাখতে হবে। সকালে গোলাপের পাপড়ি তুলে পেস্ট করে নাও। এবার এই পেস্টের সাথে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে নাও। এটা ঠোঁটে অ্যাপ্লাই করে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলো।

দেখলেই তো খুব সহজ আর ন্যাচারাল উপাদান দিয়েই সফট ও গোলাপি লিপ পাওয়া সম্ভব। তাই এখন থেকে প্রতিদিন অন্তত ৫ মিনিট, লিপ কেয়ারের পেছনে ইনভেস্ট করতে ট্রাই করো।


রিলেটেড পোস্ট