ঘন চুল ম্যানেজ করতে স্ট্রাগল? সলিউশন পাবে ৬টি মাত্র উপায়ে!

ঘন চুল ম্যানেজ করতে স্ট্রাগল? সলিউশন পাবে ৬টি মাত্র উপায়ে!

অনেকের কাছে ঘন বা থিক্ হেয়ার মানেই আইডিয়াল হেয়ার টাইপ! কারণ মাথা ভর্তি চুল মানেই পার্ফেক্ট ভলিউম আর ইচ্ছেমতো হেয়ারস্টাইল এক্সপেরিমেন্ট করার ফ্রিডম। কিন্তু এসব ব্লেসিং-এর সাথে সাথে স্ট্রাগলও কিন্তু কম না! অনেক সময় এতো বেশি চুলের যত্ন নেয়াটা খুবই কঠিন হয়ে যায়। সেই সাথে চুল শুকাতে বা হেয়ারস্টাইল করতে লাগে প্রচুর সময়! 

তো এই ঘন চুল ম্যানেজ করাটা একটু কঠিন হলেও, একটা রেগুলার রুটিনে তা অনেকটাই সহজ হতে পারে। তাই আজকে আমি তোমার ঘন চুলের যত্ন নেয়ার একটা প্রোপার রুটিন ও গাইডলাইন সম্পর্কে জানাবো।

 

বাদ দিতে হবে অতিরিক্ত শ্যাম্পু  

চুল সহজেই ম্যানেজেবল রাখার প্রথম কন্ডিশন হচ্ছে চুল হেল্‌দি রাখা। কারণ চুল হেল্‌দি থাকলে তা ম্যানেজ করাও অনেক সহজ হয়। আর হেল্‌দি রাখতে তোমার রুটিন থেকে অতিরিক্ত শ্যাম্পু বাদ দিতে হবে।  অনেকেই মনে করে ঘন চুলে প্রতিদিন শ্যাম্পু করা উচিত। কিন্তু না! আমাদের স্কাল্পে ন্যাচারাল অয়েল থাকে, যা চুলের ময়েশ্চারাইজিং এবং শাইনের জন্য খুবই ইম্পর্ট্যন্ট। আর তরিরিক্ত  শ্যাম্পু স্কাল্পের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয় এবং চুল ড্রাই হয়ে যায়। তাই ন্যাচারালি হেল্‌দি ও শাইনি চুল পেতে অন্তত একদিন গ্যাপ রেখে শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু  করার পর চুল সফ্‌ট, শাইনি ও ম্যানেজেবল রাখতে একটি ডিপ কন্ডিশনার ইউজ করতে ট্রাই করো। ঘন চুলের নারিশমেন্ট ও ময়েশ্চারাইজিং-এর জন্য আমি Sunsilk Long And Healthy Growth Shampoo & Conditioner সাজেস্ট করবো। কারণ এর এক্সক্লুসিভ ফর্মুলা চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত ডিপ নারিশ করে চুলকে হেল্‌দি রাখে। আর হেল্‌দি রাখার পাশাপাশি যারা একটু লম্বা চুল মেইনটেন করতে চায় তাদের জন্যেও এই শ্যাম্পুটি চমৎকার সলিউশন হতে পারে। 

 

Sunsilk-Long-And-Healthy-Growth-Shampoo-&-Conditioner

 

হ্যাপি চুলের জন্য ন্যাচারাল ময়েশ্চারাইজার!  

তোমার চুল হ্যাপি ও হেল্‌দি রাখতে ময়েশ্চারাইজার খুবই ইম্পর্ট্যান্ট। আর তা যদি হয় ন্যাচারাল? ময়েশ্চারাইজারের চমৎকার ন্যাচারাল সলিউশন হতে পারে শিয়া বাটার। শিয়া  বাটার ন্যাচারালি চুলের ড্রাইনেস কমায় এবং সফ্‌ট ও ম্যানেজেবল করতে হেল্প করে। শাওয়ারের পর অ্যাডিশনাল কন্ডিশনার হিসেবে প্রতি সপ্তাহে কয়েকবার শিয়া বাটার অ্যাপ্লাই করতে পারো। অথবা কন্ডিশনিং হেয়ার মাস্ক হিসেবেও প্রতি সপ্তাহে একবার সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করা যেতে পারে।

 

struggling-to-manage-thick-hair-solve-it-in-just-6-ways-02

 

চুল শুকাতে গিয়ে ড্যামেজ করছো না তো? 

ঘন চুল ধোয়ার পর নেক্সট এক ঘন্টা মানেই শুকানোর পেছনে স্ট্রাগল, কারো কারো আবার এর চেয়েও বেশি সময় লাগে। আমি জানি, তোমার চুল শুকানো কতটা কঠিন! কিন্তু চুল শুকাতে গিয়ে কোনো ড্যামেজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই ড্যামেজ লিস্টের প্রথমেই আসে  টাওয়েল ড্যামেজ! অবাক হচ্ছো? ভাবছ, “ টাওয়েল কীভাবে চুলের ড্যামেজ করে?” হ্যাঁ! তার কারণ  আমাদের চুল ভেজা অবস্থায় অনেক নরম আর তুলনামূলকভাবে দুর্বল থাকে। তাই ভেজা অবস্থায় টাওয়েল দিয়ে জোরে ঘষার ফলে চুল ড্যামেজ হয়ে যায়। তাই যতটা সম্ভব হালকা ভাবে চুলে লেগে থাকা অতিরিক্ত পানি বের করে নাও। শুধু তাই না, আমরা প্রায় সবাই টাওয়েল দিয়ে ভেজা চুল পেঁচিয়ে রাখি। টাওয়েলের হার্স ফাইবার ভেজা চুলে ঘষা লেগে চুলের ড্যামেজ করে। তাই ভেজা চুলের পানি মোছার জন্যে কটন টিশার্ট ব্যবহার করা একটা ভালো অলটারনেটিভ!

অনেকেই ঘন চুল শুকানোর কুইক সলিউশন হিসেবে রেগুলার ব্লো ড্রাই করে থাকে। কিন্তু প্রতিদিন ব্লো ড্রাই চুল ড্যামেজের অন্যতম কারণ। আবার ন্যাচারালি চুল শুকাতেও অনেক সময় লাগে! তাহলে সলিউশন? সলিউশন হিসেবে প্রথমে কুলিং হেয়ার ড্রায়ার বা টেবিল ফ্যানে চুল কিছুটা শুকিয়ে নাও। এরপর যদি ব্লো ড্রাই করতেই হয় তাহলে হিট মাঝামাঝি বা একদমই কম রাখতে ট্রাই করো।

 

রেগুলার ট্রিমিং ইম্পর্ট্যান্ট!  

আনহেল্‌দি ও ফেটে যাওয়া আগা চুলের সব সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট! তাই চুল সুন্দর ও হেল্দি রাখতে রেগুলার ট্রিম করতে হবে। প্রতি ৬-৮ উইক পরপর চুল ট্রিম করতে ট্রাই করো। 

 

ঘন চুল ম্যানেজেবল রাখতে হেয়ারকাট 

একটা পার্ফেক্ট হেয়ারকাট তোমার চুলের স্ট্রাগল অনেকটাই কমিয়ে দিতে পারে। ঘন চুল সহজেই ম্যানেজেবল করতে লেয়ার কাট ট্রাই করতে পারো। কারণ লেয়ার চুল অনেকটা লাইট করে, আর এতে চুলের মুভমেন্টও অনেক সহজ হয়।

 

চুল কন্ট্রোল করো কিছু ট্রেন্ডি হেয়ারস্টাইলে  

ঘন ও ভলিউমযুক্ত চুলে ব্রেইড মানেই তা সবার নজর কাড়বে। শুধু তাই নয় চুল লং টাইম পর্যন্ত কন্ট্রোলে রাখার ইজি হেয়ার স্টাইল হতে পারে ব্রেইড। ট্রাবল ফ্রি হেয়ার ডে পেতে ট্রেন্ডি হেয়ার ব্রেইড ট্রাই করে ফেলো! এছাড়াও প্রতিদিনের ইজি ও কুইক হেয়ারস্টাইলের জন্য বান/ হাফ-আপ বানও ট্রাই করতে পারো। কারণ এতে চুল আটকানো ও সিকিউর থাকে এবং সহজেই চুল ম্যানেজ করা যায়। 

 

struggling-to-manage-thick-hair-solve-it-in-just-6-ways-03


রিলেটেড পোস্ট