মোটা চুলের যত্ন নাও সঠিন নিয়ম মেনে!

মোটা চুলের যত্ন নাও সঠিন নিয়ম মেনে!

আমাদের একেক জনের চুলের টাইপ একেক রকম, আর টাইপ অনুযায়ী চুলের টেক কেয়ারও হতে হবে ভিন্ন। স্ট্রেইট, কার্লি, ঘন, পাতলা, ড্রাই বা অয়েলি! চুলের এসব টাইপের সাথে আমরা সবাই মোটামুটি  পরিচিত। কিন্তু আজকে আমি চুলের যে টাইপ সম্পর্কে কথা বলবো তার ব্যাপারে হয়তো অনেকেরই খুব একটা ধারণা নেই। আর এই টাইপের নাম হলো “মোটা চুল বা Coarse Hair”। একটু অবাক হচ্ছো, তাইতো?  

মোটা চুল কী?  এর টেক কেয়ার, সঠিক প্রোডাক্ট এবং পার্ফেক্ট স্টাইল এসব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। 

 

মোটা চুল কী? 

প্রথমেই চলো জেনে নেই মোটা চুল আসলে কী। অনেকেই মনে করতে পারে মোটা আর ঘন চুল এক। কিন্তু না, মোটা চুলের স্পেশালিটি হচ্ছে অন্যান্য টাইপের তুলনায় এটি বেশি প্রশস্ত হয়। মানে প্রতিটা চুল আলাদা ভাবে প্রশস্ত বা মোটা। আর একারণে চুল অনেক বেশি স্ট্রং হয়! কিন্তু ঘন চুল ডিপেন্ড করে স্কাল্পে   চুলের ঘনত্ব বা নাম্বারের উপর। মজার ব্যাপার হলো, মোটা চুল স্ট্রেইট/কার্লি, ড্রাই, ফ্রিজি বা রাফ্‌ও হতে পারে। 

মোটা চুল কী সেটা তো জানলে। কিন্তু তোমার চুলের টাইপও এটা কীনা তা সিওর হবে কীভাবে? খুব সহজ। একটা চুল আঙুলে নিয়ে ভালোভাবে খেয়াল করো, যদি এটা অনেক প্রশস্ত মনে হয় তাহলে তোমার চুল এই টাইপের মধ্যে পড়ে। 
আর অন্যান্য সব হেয়ার টাইপের মতো এরও সঠিক টেক কেয়ার করা দরকার। চলো দেখে নেই মোটা চুল সঠিক ভাবে টেক কেয়ার করার ৫টি নিয়ম। 

 

নারিশিং শ্যাম্পু  

যেহেতু চুল অলরেডি মোটা তাই শ্যাম্পুতে থিক্‌নেস বা ভলিউম বাড়ানোর উপাদান না হলে চলবে। বরং ময়েশ্চারাইজার এবং নারিশমেন্ট সবচেয়ে বেশি দরকার, যা তোমার চুলের রাফ্‌ টেক্সচার দূর করতে হেল্প করবে। তোমার চুলের জন্য Dove Nourishing Oil Care Shampoo-টি হতে পারে চমৎকার সলিউশন। এতে আছে ভিটা অয়েলস- যা ন্যাচারাল কোকোনাট, আমন্ড ও সানফ্লাওয়ার অয়েলের একটি ইউনিক ব্লেন্ড। এটি চুলে এসেনশিয়াল ভিটামিন জোগায় ও ডিপ নারিশমেন্ট করে। তাই তোমার চুল থাকে সফট, ম্যানেজেবল ও ফ্রিজ-ফ্রি! 

 

সিল্ক পিলো কাভার 

ভাবছ পিলো কাভার কীভাবে রিলেটেড? হ্যাঁ! সিল্ক কাভারে কটন কাভার থেকে তুলনামূলক কম ঘর্ষণ হয়। এছাড়াও সিল্ক কটনের তুলনায় আমাদের স্কিন এবং চুলের ময়েশ্চার্‌ কম অ্যাবজর্ব করে নেয়। তাই চুলে জট বাধা এবং ড্যামেজ কমাতে সিল্ক পিলো কাভার ইউজ করতে পারো। 

 

হট অয়েল ট্রিটমেন্ট

সপ্তাহে দুইদিন ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট হিসেবে কোকোনাট, অলিভ, আমন্ড বা পছন্দমতো যেকোনো নারিশিং অয়েল ম্যাসাজ করতে ট্রাই করো। এতে চুলের রাফ্‌নেস দূর হবে এবং ন্যাচারলি ময়েশ্চারাইজড ও হেল্‌দি থাকবে।  

 

proper-care-for-coarse-hair-with-the-right-rules-02_optimized

 

সঠিক হেয়ার ব্রাশ 

তোমার চুলের জন্য একটু মোটা দাঁতের (ব্রিস্টেলের মাঝে এনাফ স্পেস্‌ আছে এমন) ফ্ল্যাট বা রাউন্ড ব্রাশ ইউজ করতে পারো। এতে চুল আঁচড়ানো অনেক সহজ ও কমফোর্টেবল হবে। 

 

proper-care-for-coarse-hair-with-the-right-rules-03_optimized

 

পার্ফেক্ট হেয়ার স্টাইল 

মোটা চুলের পার্ফেক্ট হেয়ারস্টাইল হিসেবে আমি লং বব, ফিদার শ্যাগ্‌ বব বা ফেস্‌ ফ্রেমিং লেয়ার সাজেস্ট করবো। এই ট্রেন্ডি হেয়ারস্টাইলগুলো তোমার চুল ম্যানেজেবল রাখতে হেল্প করবে। আর হেয়ারস্টাইলে ব্রেইড, হাফ আপ-ডু বা আপ-ডু হতে পারে পার্ফেক্ট সলিউশন।  

proper-care-for-coarse-hair-with-the-right-rules-04_optimized

আশাকরি আজকের পর থেকে মোটা চুল নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না! এই রুটিনটি ফলো করে তোমার চুল হে‌ল্‌দি ও ম্যানেজেবল রাখো সহজেই!


রিলেটেড পোস্ট