মুখ বুঝে পার্ফেক্ট আইভ্রু শেইপ

মুখ বুঝে পার্ফেক্ট আইভ্রু শেইপ

আইভ্রু হলো বিউটির সেন্টার। কারণ চেহারার সব থেকে সুন্দর অংশ হলো চোখ আর আইভ্রু। আইভ্রু এমন একটি পার্ট যার শেইপ চাইলেই নিজের ইচ্ছা মত চেইঞ্জ করা যায়। নিজের লুক অনুসারে আইভ্রু লম্বা, চিকন বা ছোট সবই করা যায়। কিন্তু তার জন্য জানতে হবে তোমার মুখের শেইপ কেমন। মুখের শেইপ অনুসারে আইভ্রুর শেইপও কিন্তু চেইঞ্জ হয়। তাই জেনে নিতে পারো তোমার মুখের জন্য কোন আইভ্রু শেইপটি পার্ফেক্ট। 


ওভাল মুখ

ওভাল শেইপ কিছুটা ডিমের মত হয়। কপালের দিকটা বাইরের দিকে ছড়ানো থাকে। আর চিন হয় চাপা। এই ধরনের মুখের শেইপ যদি তোমার হয় তাহলে নিজেকে লাকি বলতেই পারো। কারণ ওভাল শেইপের মুখের সাথে প্রায় সব ধরনের হেয়ার কাট ও আইভ্রুর স্টাইল মানিয়ে যায়। ক্লাসিক কার্ভ শেইপ আইভ্রু বা লম্বা শেইপের আইভ্রু স্টাইলও চাইলে করতে পারবে। 


চারকোনা মুখের জন্য 

চারকোনা শেইপের মুখ অন্য শেইপগুলোর থেকে অনেকটাই বড় হয়ে থাকে। কারণ চারকোনা  চেহারার পাশের দিকটাও বড় হয় এবং জো লাইন খুব সার্প হয়। এমন শেইপের মুখের সাথে বেশি কার্ভের আইভ্রু স্টাইল করতে পারো। তবে খেয়াল রাখতে হবে আইভ্রু যেন বেশি লম্বা না হয়। কারণ এতে জো লাইন আরো সার্প মনে হবে।


হার্ট শেইপ

হার্ট শেইপের মুখ হলে কপালের অংশটি একটু বাইরের দিকে লম্বা হয়। আর কানের অংশ থেকে আবার চিকন হতে শুরু করে। কিছুটা ন্যাচারাল, সফট শেইপের কার্ভ আই ভ্রু ভালো লাগবে এই চেহারার সাথে। হার্ট শেইপের চেহারায় চিন কিছুটা লম্বা হয়। তাই এই আইভ্রু স্টাইল লম্বা চিনকে ব্যালেন্স করবে। এ ছাড়া ন্যাচারাল শেইপ হার্ট শেইপ চেহারাকেও ব্যালেন্স করবে।


গোল শেইপ 

খুব কমন একটা চেহারার শেইপ হলো গোল বা রাউন্ড শেইপ। মুখের শেইপ গোল হওয়া মানেই মুখ প্রায় সব দিন দিয়েই সমান। এমন চেহারায় চেইঞ্জ আনার জন্য আইভ্রুর শেইপে থাকতে হবে আলাদা কিছু। ফুলার আইভ্রু শেইপ গোল মুখের জন্য পার্ফেক্ট। কিছুটা লম্বা ও অনেক বেশি কার্ভের আইভ্রু চোখকে বড় দেখাতে হেল্প করবে। তোমার মুখ গোল হলে এই স্টাইলটি অ্যাপ্লাই করতেই পারো। 

perfect-eyebrow-shape-according-to-the-shape-of-your-face-02
 


লম্বা মুখের জন্য 

লম্বা মুখের কপাল, চিকস ও জোলাইন প্রায় সবই একই মাপের হয়। কিন্তু চিন কিছুটা কার্ভি হয়। এমন মুখের শেইপের সাথে লম্বা ও সোজা দুই ধরনের আইভ্রু স্টাইল করা যায়। 


ডায়মন্ড শেইপ

ডায়মন্ড শেইপ খুব আলাদা ধরনের একটি শেইপ। তাই সব আইভ্রু স্টাইল চাইলেই অ্যাপ্লাই করা যাবে না। খুব সফট কার্ভ শেইপ ভ্রুর স্টাইল করতে পারো। তবে ভ্রুর কর্নার কোন ভাবেই চোখের অংশের বাইরে যেতে পারবে না। 


চেহারার শেইপ অনুসারে আইভ্রু শেইপ করতে বিষয়টি খুব সহজ হলেও খুব কমন না। যে কারণে এক ধরনের মুখের শেইপের সাথে করা হয় আলাদা স্টাইলের আইভ্রু। তাই নেক্সট টাইম আইভ্রু শেইপ করতে গেলে এই বিষয়গুলো দেখে মাথায় রাখতে পারো।    
 


রিলেটেড পোস্ট