নজর কাড়া লাবণ্যময় ত্বক পেতে সৌন্দর্য চর্চা শুরু হোক ফেইস ওয়াশ দিয়েই!

নজর কাড়া লাবণ্যময় ত্বক পেতে সৌন্দর্য চর্চা শুরু হোক ফেইস ওয়াশ দিয়েই!

চলতি পথে রাস্তায় কিংবা কোনো শপিং মলে; দূর থেকে কি কোনো অপরূপ রূপবতী নারী কখনও নজর কেড়েছে? একবার না একবার তো এমন সবার সাথেই হয়েছে। আর মনে হয়েছে, “ইশ! এমন সুন্দর নজর কাড়া ত্বক যদি আমারও থাকতো!” সারাদিন যেন তাকেই দেখতে ইচ্ছা করে। দিন শেষে বাড়ি ফিরেও সেই সুন্দরীকে নিয়ে গল্পও চলতে থাকে, তাই না? আর আয়নায় নিজের দিকে তাকাতেই দেখা যায় কেমন বিবর্ন মলিন চেহারা। হবে না কেন? যত্নই তো ঠিক করে নেয়া হয় না। যত্ন না নিলে কী করেই বা পাবেন তেমন নজর কাড়া ত্বক? কীভাবে সম্ভব এমন নজর কাড়া ও লাবণ্যময় ত্বক পাওয়া, তাই নিয়ে আলোচনা হয়ে যাক তাহলে!

নজর কাড়া লাবণ্যময় ত্বক পেতে ফেইস ওয়াশ ব্যবহার

ফেইস ওয়াশ দিয়ে সঠিকভাবে মুখ ধোয়া আসলে সৌন্দর্য চর্চার শুরু। খুব ছোট থেকেই সৌন্দর্য চর্চার শুরু হয় সাবান দিয়ে। তারপর কিছুটা বড়ো হলে আমাদের ত্বকের যত্ন নেয়ার জন্য পরিচয় করানো হয় ফেইস ওয়াশের সাথে। অনেকেই আবার ঘরোয়া উপাদানে ফেইস ওয়াশ তৈরি করে থাকেন। নিচে না হয় তেমন দু’টি ফেইস ওয়াশের কথা বলা যাক!

১) লেবু ও মধুর ফেইস ওয়াশ

আপনার ত্বক কি তৈলাক্ত? তাহলে এই লেবু-মধুর ফেইস ওয়াশ আপনার জন্য একদম পারফেক্ট! রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো লেবু ও খানিকটা মধু মিশিয়ে তা মিখে লাগান। এরপর ১০মিনিট পর আলতো ঘষে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে করে ত্বক থেকে সারাদিনের জমে থাকা তেল ও ধুলা ময়লা পরিষ্কার হয়ে যাবে। লেবুর ভিটামিন সি ত্বকে তেল নিয়ন্ত্রণ করবে ও ফিরিয়ে দেবে ব্রাইটনেস ও মধু বজায় রাখবে আর্দ্রতা।

২) টক দই ও অলিভ অয়েলের ফেইস ওয়াশ

ত্বক যদি হয় শুষ্ক, তাহলে এই ফেইস ওয়াশটি আপনার জন্য! গোসলের সময় বা রাত্রে ঘুমাবার আগে ২টেবিল চামচ টক দই-এর সাথে ১টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করুন। শুধু ত্বকে এই মিশ্রণটি ২/৩ মিনিট আলতো করে ঘষুন। তারপর ঠান্ডা পানি বা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। আপনার ত্বকতো গ্লোয়িং হবেই, তার সাথে ত্বক ফিরে পারে আর্দ্রতাও!  

সারাদিন ব্যস্ত হয়ে ছোটাছুটি করে আপনার যদি প্রাকৃতিক ফেইস ওয়াশ তৈরি করে নেয়ার সময় না থাকে তাহলে, গ্লোয়িং ও লাবণ্যময় ত্বক পেতে বিজি লাইফের ইজি সলিউশন হিসেবে কিনতে পারেন পন্ডস হোয়াইট বিউটি ফেইস ওয়াশ। লাবণ্যময় ত্বকের অধিকারিণী হয়ে নজর কাড়ুন আপনিও


রিলেটেড পোস্ট