নিমিষেই সান ট্যান দূর করো ৪টি উপায়ে!

নিমিষেই সান ট্যান দূর করো ৪টি উপায়ে!

সামারের শুকনো ওয়েদারে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে! কিন্তু বেড়ানোর শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজের চেহারাই আর চেনা যায় না! রোদে ও তাপে পুড়ে গায়ের রং যেন ২-৩ শেড গাঢ় হয়ে গেছে। সান ট্যান নিজে থেকেই আস্তে আস্তে মিলিয়ে যায়, কিন্তু যদি তুমি তাড়ার মধ্যে থাকো, তখন কি করবে? সেজন্যই আজ নিয়ে এলাম খুব তাড়াতাড়ি সান ট্যান কমানোর কয়েকটি অ্যামেজিং উপায়!
 
লেবুর রস ও মধু

১। ফ্রেশ লেবুর রসের সাথে কিছুটা মধু যোগ করে স্কিনে অ্যাপ্লাই করো।
২। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলো। 
৩। এই মিক্সটার সাথে সামান্য চিনিও যোগ করে স্কিন স্ক্রাব করতে পারো। এতে ডেড স্কিন সেল চলে যাবে।



 
দই ও টমেটো

১। কাঁচা টমেটোর খোসা ছাড়াও।
২। ১-২ টেবিল চামচ দইয়ের সাথে ভালোভাবে ব্লেন্ড করো।
৩। স্কিনের সান ট্যানে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলো।

শসার রস

১। একটা শসার খোসা ছাড়িয়ে জুস বের করে নাও।
২। কটন বলের সাহায্যে জুসটা পুরো স্কিনে অ্যাপ্লাই করো।
৩। শুকানোর পর ধুয়ে ফেলো। তুমি চাইলে বেশি উপকারের জন্য এর সাথে লেবুর রসও যোগ করতে পারো।

remove-sun-tan-instantly-in-4-easy-ways-02
 

আলু

 ১। একটা আলুর খোসা ছাড়িয়ে জুস বের করে নাও। এই জুসটা সরাসরি মুখে অ্যাপ্লাই করো।
২। এছাড়াও, আলু পাতলা স্লাইস করে নিয়ে সেই স্লাইস চোখ ও স্কিনে দিয়ে রাখতে পারো।
৩। ২০-৩০ মিনিট রেখে শুকানোর পর ধুয়ে ফেলো। 

এমন আরও সব টিপস জানতে বি বিউটিফুল বিডির সাথেই থাকো।


রিলেটেড পোস্ট