নিউ নরমাল লাইফের নিউ বিউটি রুটিন!

নিউ নরমাল লাইফের নিউ বিউটি রুটিন!

সারাদিন বাইরে ঘুরাঘুরি, নিয়মিত পার্লার বা স্যালন ট্রিটমেন্ট নেওয়া এসব এখন খুব একটা পসিবল হচ্ছে না। ক্লাস অথবা মিটিং, এমনকি প্রয়োজনীয় কেনাকাটাও অনলাইনে! আর বাইরে বের হলেই সাথে থাকছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। এই যে আমাদের লাইফের এতসব চেঞ্জ, এসবের মাঝে স্কিন কেয়ার বা বিউটি রুটিনটাও কি চেঞ্জ হওয়া দরকার? আমার মতে হ্যাঁ! আর সেটা কেন, তাই আজকে তোমাদের জানাবো।

 

বিউটি হাইজিন

সুস্থ থাকতে আমাদের অনেক রকম হাইজিন মেনে চলতে হয়। একইভাবে স্কিনটাকে সুস্থ ও সুন্দর রাখতে কিছু বিষয় মেনে চলা কিন্তু খুবই জরুরী। তেমনই একটি বিষয় হলো মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা।

Article.-Update-your-beauty-routine-accrording-to-currtent-situation-002
 

কারণ জানতে চাও? চলো তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করি! Aston University In England-এর রিসেন্ট স্টাডি অনুযায়ী প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের মেকআপ ব্যাগেই ক্ষতিকর সুপারবাগ (যেমন; E.coli, staphylococcus) পাওয়া গেছে। এগুলো আমাদের স্কিনের অনেক ক্ষতি করে এমনকি ইনফেকশনও হতে পারে! তো এবার থেকে মেকআপ ব্রাশ নিয়মিত ক্লিন করতে ভুলবেনা।

 

হাতকে দাও একটু স্পেশাল অ্যাটেনশন

এখনকার সময় বিউটি রুটিনে হ্যান্ড ক্রিম খুবই দরকারি একটি প্রোডাক্ট। কারণ বারবার স্যানিটাইজ বা ধোয়ার কারণে হাত ড্রাই আর রাফ হয়ে যায়। তো, একটা ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম তোমার বিউটি রুটিনে আজই অ্যাড করে নাও।

 

অকারণে ফেস টাচ করা যাবে না!

“বারবার ফেস-টা একটু টাচ করে দেখতে ইচ্ছে করে” এই বাজে অভ্যাসটা কিন্তু আমাদের অনেকেরই আছে। কিন্তু এখন থেকে এটা কন্ট্রোল করতে হবে। কারণ হাত সহজেই রোগ-জীবাণুর সংস্পর্শে আসে, আর ফেস টাচ করার পর তা চোখ-নাক বা মুখ দিয়ে শরীরে ট্রান্সফার হতে পারে। এমনকি এসব জীবাণু হতে পারে পিম্পলের বড় কারণ। তো, ফেস-এ কিছু অ্যাপ্লাই করার আগে বা ফেস টাচ করার আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নাও।

 

অ্যাকনে সলিউশনে নিম মাস্ক

Article.-Update-your-beauty-routine-accrording-to-currtent-situation-003
 

দীর্ঘ সময় মাস্ক পরে থাকা আর ফলে ফেস-এ পিম্পল, এটা নিউ নরমাল লাইফের আরেকটা সমস্যা। একটা সহজ হোমমেড মাস্ক দিয়ে এ সমস্যার ন্যাচারল সলিউশন পেতে পারো। ১ টেবিল চামচ নিম পাউডার, ১ টেবিল চামচ বেসন, সাথে ১ টেবিল চামচ টক দই একসাথে মিশিয়ে নিলেই মাস্ক রেডি। নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্কিন হেলদি ও পিম্পল ফ্রি রাখতে অনেক হেল্পফুল।

 

দেখলেই তো নিউ নরমাল লাইফে বিউটি রুটিন আপডেট করা কতটা প্রয়োজনীয়! হেলদি ও সুন্দর থাকতে পরিবর্তনগুলো আজ থেকেই শুরু করে দাও!


রিলেটেড পোস্ট