নেইল এক্সটেনশন- কোনটা তোমার জন্য পারফেক্ট!

নেইল এক্সটেনশন- কোনটা তোমার জন্য পারফেক্ট!

ইয়েস! তাহলে ঠিক করেই ফেলেছ যে তুমি নেইল এক্সটেনশন করাবে! কিন্তু দাঁড়াও, কোন নেইল এক্সটেনশনটা তুমি চাও সেটা ঠিক করেছ? নেইল এক্সটেনশন কয়েক রকমের হয়, আর একেকটা একেক ধরণের টেকনিক ফলো করে। তাই, নিজের জন্য পারফেক্ট নেইল এক্সটেনশনটা কোনটা হতে পারে সেটা আগে ঠিক করে নাও। আর তোমাকে হেল্প করতে সবসময়ের মতো আমি তো আছিই! আজকে তোমাকে আমি জানাবো সবচেয়ে কমন কিছু নেইল এক্সটেনশন নিয়ে।

অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন

নেইল এক্সটেনশন বলতে অনেকে শুধু অ্যাক্রিলিকই বোঝেন। এটিই সবচেয়ে পপুলার নেইল এক্সটেনশন। অ্যাক্রিলিক নেইলে লিকুইড মনোমার ও পাউডার পলিমার মিলে একট পেস্ট তৈরি করা হয়। যা নখের উপর দেওয়া হয়। বাতাসের সংস্পর্শে এসে এটি শক্ত, দীর্ঘস্থায়ী নেইল এক্সটেনশনে পরিণত হয়।
 
হার্ড জেল এক্সটেনশন

এখন হার্ড জেল এক্সটেনশনও অনেক জনপ্রিয় হয়ে উঠছে। হার্ড জেল অনেকটাই নেইল পলিশের মতো, কিন্তু অনেক বেশি ঘন। নখের উপর কয়েক লেয়ারে এটি অ্যাপ্লাই করতে হয়। তারপর ইউভি বা এলইডি লাইটের নিচে নখ দিলে এক্সটেনশন শক্ত হয়। যারা ন্যাচারাল লুকিং নেইল এক্সটেনশন চাও, তারা হার্ড জেল এক্সটেনশন ট্রাই করতে পারো।

nail-extension-which-one-is-perfect-for-you-02

 
পলিজেল এক্সটেনশন

অ্যাক্রিলিক ও হার্ড জেল এক্সটেনশনের মাঝামাঝি কিছু চাও? তাহলে তোমার জন্য পারফেক্ট হচ্ছে পলিজেল এক্সটেনশন! অনেকে এটিকে অ্যাক্রিজেল এক্সটেনশনও বলে থাকেন। এটির হাইব্রিড ফর্মুলায় নখে এক্সটেনশন বসানো অ্যাক্রিলিকের মতো সহজ, আবার হার্ড জেল এক্সটেনশনের মতো ন্যাচারাল লুকও পাওয়া যায়। 


রিলেটেড পোস্ট