হেল্‌দি ঠোঁটের ন্যাচারাল সলিউশন!

হেল্‌দি ঠোঁটের ন্যাচারাল সলিউশন!

রিসেন্ট মেকআপ ট্রেন্ডের সাথে সাথে লিপ কালার ট্রেন্ডও দিন দিন চেঞ্জ হচ্ছে। আর এই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আমরা প্রতিদিনই বিভিন্ন লিপ কালার ট্রাই করছি। কখনো ম্যাট, কখনো শাইনি ও গ্লসি, আবার কখনো কালারফুল লিপ টিন্ট!   

কিন্তু এই নতুন নতুন এক্সপেরিমেন্টের সাথে সাথে ঠোঁটের একটু এক্সট্রা কেয়ারও প্রয়োজন। কারণ আমাদের শরীরের অন্যান্য স্কিনের তুলনার ঠোঁটের স্কিন অনেক পাতলা হয়। এছাড়াও আমাদের ঠোঁটের অয়েল গ্ল্যান্ডের পরিমাণও কম থাকে, তাই খুব তাড়াতাড়ি ময়েশ্চার্ হারিয়ে ড্রাই হয়ে যায়। আর ওয়েদার, সান হিট বা পলিউশন থেকেও ঠোঁটের বিভিন্ন প্রবলেম শুরু হতে পারে। তাই ঠোঁট প্রবলেম ফ্রি ও হেল্দি রাখার জন্য রেগুলার কেয়ার খুবই ইম্পর্ট্যান্ট! আজকে আমি তোমাদের জানাবো হেল্দি ও সফ্ট ঠোঁটের কিছু ন্যাচারাল সলিউশন!  

 

lip-care-tips-and-tricks-02

 

সফ্‌ট ও স্মুদ ঠোঁটের জন্য এক্সফোলিয়েশন

আমরা সবাই ফেস্ এক্সফোলিয়েশনের সাথে কমবেশি পরিচিত। আমাদের ফেস্-এর ডেড সেল দূর করতে যেমন এক্সফোলিয়েশন প্রয়োজন, তেমনি একইভাবে ঠোঁটের জন্যেও এক্সফোলিয়েশন প্রয়োজন। কারণ ওয়েদার, ডিহাইড্রেশন এসব কারণে আমাদের ঠোঁট অনেক সময় ড্রাই হয়ে ফেটে যায়। রেগুলার এক্সফোলিয়েশন ঠোঁটের ডেড সেল রিমুভ করে, সফ্ট ও স্মুদ রাখতে হেল্প করে। তুমি ঘরে বসেই এই এক্সফোলিয়েটর বানিয়ে নিতে পারো।  

যা যা লাগবে: 
-    মধু ১ টেবিল চামচ 
-    ব্রাউন সুগার ১ টেবিল চামচ 
-    কোকোনাট অয়েল কয়েক ফোঁটা 

 

lip-care-tips-and-tricks-03

 

সব ইনগ্রেডিয়েন্ট ভালোমতো মিক্স করে স্ক্রাব বানিয়ে নাও। এবার সার্কুলার মোশনে হালকাভাবে ঠোঁটে ২-৩ মিনিট স্ক্রাব করো । এররপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে অবশ্যই লিপ বাম অ্যাপ্লাই করে নিবে! এতে ঠোঁটের ময়েশ্চার্ড লক থাকবে। মধু ঠোঁটের ডার্ক স্পট দূর করে ঠোঁটকে হেলদি ও সফট রাখে। সুগার ঠোঁটের ডেড সেল এক্সফোলিয়েট করে এবং কোকোনাট অয়েল ঠোঁট ময়েশ্চার্ড ও সফ্ট রাখে।  

 

lip-care-tips-and-tricks-04

 

ঠোঁট হাইড্রেটেড রাখতে মাস্ক

এক্সফোলিয়েশনের পর হাইড্রেটেড মাস্ক ঠোঁটকে ময়েশ্চার্ড ও হেল্দি রাখতে হেল্প করবে। খুব সহজেই মাত্র দুইটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই মাস্ক বানিয়ে নিতে পারো। একটা পরিষ্কার বোলে পরিমাণমতো টক দই এবং কয়েক ফোঁটা মধু ভালোভাবে মিক্স করে নাও। এবার মাস্কটি ঠোঁটে অ্যাপ্লাই করো এবং ৫ মিনিট রেখে ধুয়ে ফেলো। ময়েশ্চার্ লক করতে, ধোয়ার পর অবশ্যই লিপ বাম অ্যাপ্লাই করে নিবে।     

হেল্দি ঠোঁটের জন্যে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলোর পাশাপাশি আরও কিছু হ্যাবিট মেইনটেন করা উচিত। ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে ট্রাই করো। এতে শুধু ঠোঁট না তোমার ওভারঅল স্কিন হাইড্রেটেড থাকবে। রাত ঘুমানোর আগে ঠোঁটের সব মেকআপ ভালোভাবে রিমুভ করা খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও ঠোঁটের ব্লাড সার্কুলেশন বাড়াতে প্রতিদিন কয়েক মিনিট নারিশিং অয়েল (কোকোনাট, অলিভ বা অন্য যেকোনো অয়েল) ম্যাসাজ করতে পারো।  

রেগুলার এই সিম্পল ও ন্যাচারাল টিপস্গুলো ফলো করে খুব সহজেই তুমি মেইনটেন করতে পারো হেল্দি ও সফ্ট ঠোঁট । 


রিলেটেড পোস্ট