জেনে নাও লামিয়ার লং শাওয়ার রুটিন

জেনে নাও লামিয়ার লং শাওয়ার রুটিন

By লামিয়া তাসনিম (Lamia tasnim)

 

দিনশেষে ক্লান্তি নিয়ে বাসায় ফিরে নিজেকে রিচার্জ করাটা সবসময়ই একটা কঠিন টাস্ক। তবে কঠিন হলেও ব্যাপারটা বেশ জরুরীও। তাই বাসায় ফিরেই আমি প্রস্তুতি নিয়ে নেই নিজেকে রিচার্জ করার। প্রথমেই ভালোভাবে আমার মেকআপ রিমুভ করে ফেলি। এরপর চলে যাই একটা লং হট শাওয়ার নিতে। দিনশেষে ফুল্লি রিচার্জ হতে লং শাওয়ার খুবই হেল্পফুল।

 

প্রতিদিনের লং শাওয়ার রুটিনে সবসময় আমার সাথে থাকে লাক্স বডি ওয়াশ তোমরা অনেকেই হয়তো লং শাওয়ার রিচুয়ালে বিলিভ করো। আর অনেকের কাছেই রিফ্রেশিং, রিচার্জিং লং শাওয়ার মানেই অনেক অনেক প্রোডাক্ট ইউজ করা। তবে আমার জন্য অল্প পরিমাণে লাক্স বডি ওয়াশই যথেষ্ট। সব স্ট্রেস দূর করে আমাকে রিফ্রেশ ফিলিংস দিতে লাক্স বডি ওয়াশ বেশ হেল্প করে।

 

ব্ল্যাক অর্কিড সেন্ট এন্ড জুনিপার অয়েল সমৃদ্ধ লাক্স বডি ওয়াশ আমার স্কিনকে করে সফট এন্ড গ্লোয়িং। এর ফ্রেগন্যান্সও এতো এমেজিং যে আমার সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। আর আরো একটা চমৎকার ব্যাপার হচ্ছে এই ফ্রেগন্যান্স লাস্ট করে আপ টু টুয়েল্ভ আওয়ার্স। এমন লং লাস্টিং ফ্রেগন্যান্স যেকোনো রেন্ডম স্যোপ বার থেকে পাওয়া পসিবল না।

 

লাক্স বডি ওয়াশের প্রতিটা ড্রপ আনটাচড থাকে। তাই ব্যবহার করা সম্পুর্ণভাবে হাইজেনিক। এছাড়াও ২৪৫ এমএল লাক্স বডি ওয়াশ পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়! যেটা তোমরা প্রায় ৪৫ দিন ধরে ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে লাক্স বডিওয়াশ ইউজ করা আমার জন্য বেশ গুড একটা ডিল।

 

সো, আমি আমার প্রতিদিনের হট লং শাওয়ারে লুফায় অল্প পরিমাণ বডি ওয়াশ নিয়ে ফ্যানা তৈরি করে নেই। সময় নিয়ে লুফার মাধ্যমে বডি ওয়াশ পুরো বডিতে ভালোভাবে রাব করি। এরপর ক্লিন হট ওয়াটার দিয়ে পুরো বডি ক্লিন করে ফেলি। এভাবে আমার সারাদিনের ক্লান্তি নিমিষেই চলে যায়। আর সফট, ক্লিন, ফ্রেগন্যান্ট বডি আমাকে বেশ রিফ্রেশড ফিলিংস দেয়।

 

এই ছিলো আমার লং শাওয়ার রুটিন। তোমরা রিচার্জড রিফ্রেশড থাকলে কীভাবে নিজেদের শাওয়ার রুটিন সেট করছো জানাতে পারো। পাশাপাশি যারা নতুনভাবে শাওয়ার রুটিন সেট করতে চাচ্ছো তারা শাওয়ার রুটিনে যুক্ত করতে পারো লাক্স বডি ওয়াশ।


রিলেটেড পোস্ট