জেনে নাও কীভাবে মেকআপ রিমুভ করে মিফতাহুল

জেনে নাও কীভাবে মেকআপ রিমুভ করে মিফতাহুল

By মিফতাহুল (Belle Lueur By Miftahul)

 

মেকআপ করার পাশাপাশি মেকআপটাকে রিমুভ করা অনেক বেশি ইম্পরট্যান্ট। আর তার জন্য আই অলওয়েজ প্রেফার ডাবল ক্লেনজিং। শুরুতেই আমি আমার পছন্দের একটা ক্লেনজিং অয়েল নেই। সেই ক্লেনজিং অয়েল আমার ফেইসে ভালোভাবে মাসাজ করে মেকআপটাকে রিমুভ করি। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নেই।

 

এন্ড আফটার দ্যট, আমি ইউজ করি আমার রিসেন্ট ফেভারিট পন্ডস অয়েল কন্ট্রোল ফেইসওয়াশ। এটা আমাদের ফেইস থেকে এক্সেস অয়েল, স্কিনে জমা ডার্ট ক্লিন করতে হেল্প করে। সিলিকা বিডসযুক্ত এই ফেইসওয়াশটা আমাদের ফেইসে খুবই জেন্টালভাবে কাজ করে। আর এই ফেইসওয়াশটা আমার এতো ফেভারিট হওয়ার আরো একটা রিজন- ইটস জেল বেইজড ফেইসওয়াশ। আই থিংক এটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো হবে। যদিও আমার ড্রাই স্কিন, তবুও এই ফেইসওয়াশটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। আর পুরো দিন বাইরে থাকার ফলে আমার স্কিনে যে ডালনেস চলে আসে তা রিডিউস করতেও ইটস রিয়েলি হেল্পস।

 

আমি তোমাদের সবাইকে পন্ডস অয়েল কন্ট্রোল ফেইসওয়াশটা ইউজ করতে সাজেস্ট করবো। প্রাইজ বেনেফিটস মিলিয়ে এই ফেইসওয়াশটা আমার কাছে খুবই ভালোলেগেছে। আমার মনে হয় তোমরাও এই ফেইসওয়াশটা ট্রাই করে দেখতে পারো।

 

এইতো, এই দুটো স্টেপে আমি আমার মেকআপ রিমুভ করে থাকি। হোপফুলি সিম্পল এই স্টেপ দুটো ফলো করে তোমরাও ইজিলি তোমাদের মেকআপ রিমুভ করতে পারবে।


রিলেটেড পোস্ট