ইনস্ট্যান্ট মেকআপ ও ডার্ট রিমুভে মাইসেলার ওয়াটারের ম্যাজিক

ইনস্ট্যান্ট মেকআপ ও ডার্ট রিমুভে মাইসেলার ওয়াটারের ম্যাজিক

তোমরা অনেকেই হয়তো রেগুলার মেকআপ ইউজ করো। আবার কেউ কেউ হয়তো অকেশনালি। এছাড়া বাইরে বের হলেই স্কিনে জমা হতে থাকে ডার্ট আর এক্সট্রা অয়েল। যা পরে স্কিনে অনেক প্রবলেম ক্রিয়েট করে। দিনশেষে ফেইসের মেকআপ ডার্ট রিমুভ করতে কি পোহাতে হচ্ছে বাড়তি ঝামেলা? তবে এই প্রবলেমের একটা দারুণ সলিউশন হতে পারে মাইসেলার ওয়াটার।

 

এবার নিশ্চয়ই ভাবছো মাইসেলার ওয়াটার আসলে কী? এটা কীভাবে কাজ করে? এর বেনিফিটস কী অন্যান্য বিষয় নিয়ে! ইজিলি মেকআপ ডার্ট রিমুভ করতে কীভাবে মাইসেলার ওয়াটার কাজ করে তার ডিটেইলস জেনে নাও এখনই।

 

মাইসেলার ওয়াটার কী?

 

মাইসেলার ওয়াটার হলো এক ধরনের মাল্টি ফাংশনিং ক্লেনজিং সল্যুশন, যা স্কিনকে ক্লিন করার পাশাপাশি টোনিংয়ের কাজও করে। এটা স্কিনের উপরে খুবই জেন্টলি কাজ করে স্কিনের ব্যারিয়ারকে প্রোটেক্টেড রাখে। মেকআপ ডার্ট ইনস্ট্যান্টলি রিমুভ করে।

 

মাইসেলার ওয়াটার কীভাবে কাজ করে?

 

স্কিন ক্লিন করতে মেকআপ রিমুভ করতে মাইসেলার ওয়াটার ইউজ করা হয়। মাইসেলার ওয়াটারে গ্লিসারিন থাকে, যা স্কিন হাইড্রেটেড রাখতে চমৎকার কাজ করে। মাইসেলার ওয়াটার ফেসিয়াল ক্লেনজার হিসেবেও কাজ করে। এটা মেকআপ রিমুভ করার পাশাপাশি স্কিনের ডার্ট এক্সট্রা অয়েল কমিয়ে দেয়। এছাড়া এর মাধ্যমে স্কিনের ইনফ্ল্যামেশন ইরিটেশনও কমে আসে।

 

মাইসেলার ওয়াটার বেনিফিটস

 

কিছু ফেনাযুক্ত ক্লেনজার আমাদের ত্বকের ন্যাচারাল অয়েল সরিয়ে স্কিন ড্রাই করে ফেলে। স্কিনে আনে ইরিটেশন। মাইসেলার অয়েল স্কিনের ন্যাচারাল ব্যালেন্স নষ্ট না করে স্কিনের মেকআপ এবং ডার্ট ক্লিন করে। অন্যান্য ক্লেনজারের চেয়ে এর মাধ্যমে মেকআপ ক্লিনও হয় দ্রুত। মাইসেলার ওয়াটার ইউজ করলে স্কিনের ন্যাচারাল অয়েল হার্ম হয় না, ইজিলি মেকআপ রিমুভ করে এবং স্কিন হাইট্রেডেট রাখে। মাইসেলার ওয়াটার ইউজ করলে স্কিন ফ্রেশ, সফট স্মুথ থাকে।

 

পাশাপাশি ট্রাভেলিংয়ের সময় আলাদা করে মেকআপ রিমুভার, ক্লেনজার, ফেস ওয়াইপস ইত্যাদি না ক্যারি করে শুধুমাত্র মাইসেলার ওয়াটারের একটা বোতল ক্যারি করলেই পাচ্ছেন ইজি সলিউশন।

 

কীভাবে মাইসেলার ওয়াটার ব্যবহার করবে?

 

মাইসেলার ওয়াটার ইউজ করা খুবই সহজ। প্রথমেই একটা কটন বল মাইসেলার ওয়াটারে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপর মুখের মেকআপের উপর হালকা করে মুছে নিলেই হলো। আর ভারী আই মেকআপ তোলার জন্য চোখের উপর কটন বল কয়েক সেকেন্ড ধরে রেখে হালকা করে মুছে নিতে হবে। ব্যস! সহজেই স্কিন থেকে মেকআপ রিমুভ হবে, স্কিনের ডার্ট ক্লিন হবে স্কিন থাকবে হাইড্রেটেড।

 

জেনে নিলে মাইসেলার ওয়াটারের খুঁটিনাটি দরকারি বিষয়। এবার রেগুলার স্কিন কেয়ারে যুক্ত করে ফেলো ডার্ট ফ্রি হাইড্রেটেড স্কিন পেতে।

 

 

 

 

 


রিলেটেড পোস্ট