কালার করা চুলের স্পেশাল কেয়ার নেবে কীভাবে?

কালার করা চুলের স্পেশাল কেয়ার নেবে কীভাবে?

চুল তো রং করলে, কিন্তু রং করা চুলের যে আলাদা যত্ন নিতে হয়, সেটা কি জানো? হেয়ার কালারে রয়েছে ক্ষতিকর অ্যামোনিয়া যা এক ধরনের ক্যামিকেল ব্লিচিং এজেন্ট। এটি কালার করার সাথে সাথে চুল রুক্ষ ও নিষ্প্রাণ করে তোলে। সেজন্যই কালারড চুলের প্রয়োজন স্পেশাল কেয়ার। অনেকেই চুল কালার করার পর আর নিয়মিত যত্ন নেয় না। এর ফলে রং তো তাড়াতাড়ি চলে যায়ই, চুলেরও ক্ষতি হয়। তাই চুলে শুধু পছন্দমতো রং দিলেই হবে না, নিয়মিত যত্নও নিতে হবে।


আজকে থাকছে কালার করা চুলের যত্ন নেয়ার কিছু টিপস:
 
কালার প্রটেক্টিং শ্যাম্পু মাস্ট

কালার করা চুলের জন্য স্পেশাল কালার প্রটেক্টিং শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করো। এসব শ্যাম্পু চুলের কালার ঠিক রাখতে সাহায্য করে এবং চুলের ময়েশ্চারাইজার বজায় রাখে।

গরম পানি? একদম বাদ!

গরম পানিতে চুলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রঙের শাইনি ভাবটাও কমে যায়। তাই রং করা চুল ধুতে ব্যবহার করো স্বাভাবিক টেম্পারেচারের পানি।

উইকে একবার হট অয়েল ট্রিটমেন্ট

কালার করা চুলে সপ্তাহে অন্তত একবার হট অয়েল ট্রিটমেন্ট করাতে হবে। চুল ডিপ কন্ডিশন করতে ও প্রাকৃতিক উজ্জ্বলতা টিকিয়ে রাখতে এর জুড়ি নেই। অলিভ অয়েল, আমন্ড অয়েল ও কোকোনাট অয়েল একসাথে মিশিয়ে হালকা গরম করে চুলের গোড়ায় আস্তে আস্তে ম্যাসাজ করো। এটি তোমার চুলের নিষ্প্রাণ ভাব দূর করে চুল সিল্কি ও সুন্দর করবে।

how-to-take-special-care-of-colored-hair-02
 


হেয়ার মাস্ক ও হেয়ার স্পা করাতে ভুলো না

চুলে নিয়মিত ম্যাসাজ ও স্পা করাতে হবে। এতে করে চুল থাকবে ঝলমলে ও সুন্দর। এছাড়াও চুলের রং ঠিক রাখতে সপ্তাহে একবার হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে। এর ফলে চুল প্রয়োজনীয় ময়েশ্চার পাবে।

how-to-take-special-care-of-colored-hair-03
 


রিলেটেড পোস্ট