চেহারার শেইপ বুঝে যেভাবে দেবে ব্লাশন

চেহারার শেইপ বুঝে যেভাবে দেবে ব্লাশন

খুব অল্প পরিমানে ইউজ হলেও ব্লাশন অ্যাপ্লাইয়ে পুরো মেকআপে আসে ফাইনাল ফিনিশিং। স্কিনে গোলাপি গ্লো ও ফ্রেশনেস আনতে ব্লাশন মাস্ট। কিন্তু ব্লাশন ইউজ করতে হবে রাইট ওয়েতে। এর জন্য প্রথমেই বুঝতে হবে তোমার মুখের শেইপ কেমন। কারণ শেইপের উপর নির্ভর করে কতটুকু পরিমাণ ব্লাশন গালের কোথায় অ্যাপ্লাই করতে হবে। 


গোল মুখে ব্লাশন

গোল মুখ ব্লাশন অ্যাপ্লাইয়ের জন্য পার্ফেক্ট। গোল মুখের কপাল, চিক ও জো লাইনে সমান পরিমাণ জায়গা থাকে। মুখ গোল হলে কনটুর ও হাইলাইটার অ্যাপ্লাইয়ের লাইনেই ব্লাশন অ্যাপ্লাই করতে হবে। এতে পাওয়া যাবে পার্ফেক্ট গ্লো। গালের মাঝ থেকে ব্লাশন দেয়া শুরু করতে হবে। এই জায়গাটিকে বলে আপেল অব চিক। এখান থেকে শুরু করে গালের পিছন পর্যন্ত হালকা করে ব্লেন্ড করতে পারো। শেষে চিনে কিছুটা ব্লাশন অ্যাপ্লাই করতে পারো এতে চিন বড় মনে হবে। 


হার্ট শেইপ

হার্ট শেইপ হলে কপাল ও চিকবোনের দিকটা বড় হয়। তাই ব্লাশন অ্যাপ্লাই করতে হবে গালের মাঝ থেকে এবং এই লাইনেই কিছুটা উপরের দিকে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা ইউ শেইপে ব্লাশন অ্যাপ্লাই করতে হবে। এই স্টাইলে ব্লাশন অ্যাপ্লাই করলে হার্ট শেইপের চেহারায় আসে একটা সফট লুক।    


লম্বা শেইপ

লম্বা মুখে ব্লাশন অ্যাপ্লাই করতে হবে জেনে বুঝে। লম্বা মুখ যেন কোন ভাবেই আরো লম্বা মনে না হয় তাই গালের মাঝ কিছুটা চারকোনা স্টাইলে ব্লাশন অ্যাপ্লাই করতে পারো। 


ওভাল শেইপ

ওভাল শেইপ হলে ব্লাশন অ্যাপ্লাই করতে হবে এমন ভাবে যাতে গাল কিছুটা চাওড়া দেখায়। কারণ ওভাল শেইপে কপালের দিকটা বেশ বড় হয় গালের সাথে তুলনা করলে। তাই ব্যালেন্স করতে কনটুর ও হাইলাইটার লাইন ধরেই ব্লাশন অ্যাপ্লাই করতে পারো। 


চারকোনা শেইপ

মুখের চারকোনা শেইপ যেন লম্বা মনে না হয় তাই ব্লাশন অ্যাপ্লাই করতে হবে আলাদা টেকনিকে। গালের মাঝ বরাবর কিছুটা গোল করে ব্লাশন অ্যাপ্লাই করতে পারো। যাতে চেহারায় গোল ভাব আসে। 

 

how-to-apply-blush-on-according-to-the-shape-of-your-face-02
 

 

ডায়মন্ড শেইপ 

ডায়মন্ড শেইপের মুখে ব্লাশন টপ চিকবোনে অ্যাপ্লাই করতে হবে। গ্লোয়িং লুক আনতে হাইলাইটারের সাথে ব্লেন্ড করতে হবে।  


ত্রিভুজ শেইপ

ত্রিভুজ শেইপের মুখে চিকবোন হাইলাইট করতে চিকের মাঝ থেকে ব্লাশন শুরু করে পিছনের দিকে ব্লেন্ড করতে হবে। 

দেখলেই তো ব্লাশন শুধুমাত্র স্কিনে গ্লো ভাবই আনে না বরং চেহারার শেইপ অনুযায়ী বিভিন্ন অংশ হাইলাইট ও শার্প করে। 


রিলেটেড পোস্ট