গরমে কেন চুল পড়ে? জেনে নাও ৩টি কারণ!

গরমে কেন চুল পড়ে? জেনে নাও ৩টি কারণ!

গরমকালে চুল পড়ার সমস্যায় কম-বেশি সাফার করে সবাই! বিশ্বাস করো, আমিও একসময় এই ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে ছিলাম! গরমকাল আসলেই চিরুণিতে, বালিশে ঝরে যাওয়া চুল দেখতে কার ভালো লাগে বলো? তারপর বিভিন্ন জায়গায় ঘেঁটে আমি জানতে পারলাম গরমে চুল পড়ার কিছু কারণ। এই কারণগুলো জানা থাকলে, চুল পড়ার সমস্যা এড়ানো যাবে অনেকটাই! আজকে তোমাদের সাথেও শেয়ার করবো গরমে চুল পড়ার প্রধান তিনটি কারণের কথা।

সূর্যের তাপ

গরমে আমরা যখন বাইরে বের হই, তখন সরাসরি সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি চুলের সংস্পর্শে আসে। গরমে চুল পড়ার এটি সবচেয়ে বড় কারণ। আল্ট্রাভায়োলেট রশ্মি চুলের ও স্ক্যাল্পের সব ময়েশ্চার অ্যাবসর্ব করে ফেলে, যার কারণে চুল ডাল, ড্রাই ও রঙ হারিয়ে ফেলে। আর ড্রাই হেয়ারে চুলের ব্রেকেজ বেশি হওয়ায় চুল পড়ার সমস্যা দেখা দেয়।
সলিউশনঃ রোদে যাওয়ার আগে চুলে একটা স্কার্ফ পেঁচিয়ে নাও বা ছাতা ব্যবহার করো।

ড্যানড্রাফ

গরম আবহাওয়ায় স্ক্যাল্পে খুশকির প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত তাপমাত্রায় ড্যানড্রাফের জন্য দায়ী জার্ম চুলে বাসা বাঁধে। বেশিদিন এভাবে চললে, ড্যানড্রাফ স্ক্যাল্পে চুলকানি ও ইরিটেশনের সৃষ্টি করে, আর এভাবেই শুরু হয় চুল পড়া। 
সলিউশনঃ এই সমস্যার জন্য ভালো কোনো অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করো বা স্কিন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে প্রেসক্রাইবড মেডিসিন নাও।

ভেজা চুল আঁচড়ানো

গরমকালে চুল পানিতে বেশি ভেজে, যেহেতু গরম থেকে বাঁচতে তোমাদের অনেকেই বেশি বেশি শাওয়ার নাও। ভেজা চুল কখনোই আঁচড়ানো বা বাঁধা উচিত না, কারণ ভেজা অবস্থায় চুলে ব্রেকেজ বেশি হয়। 
সলিউশনঃ তাই চিরুণি না, চুলের জট ছাড়াতে আঙুল ব্যবহার করো। এছড়াও নিউট্রিলক ইনগ্রেডিয়েন্ট যুক্ত হাই কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করতে পারো, যা চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায়।

ব্যস, জানলে তো গরমে চুল পড়ার কারণ ও কীভাবে সেটা এড়াতে পারবে? বি বিউটিফুল বিডি’র সাথেই থাকো আর পেয়ে যাও এমন আরও সব ইউজফুল টিপস!


রিলেটেড পোস্ট