স্কিন ও হেয়ার প্রবলেমের ন্যাচারাল সলিউশন গ্রিন টি 

স্কিন ও হেয়ার প্রবলেমের ন্যাচারাল সলিউশন গ্রিন টি 

বিউটি কেয়ারে খুব পপুলার একটি প্রোডাক্ট হলো গ্রিন টি। এই অয়েল শুধুমাত্র স্কিন ও হেয়ারের বিউটিই বাড়ায় না বরং ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। স্কিন ও হেয়ারের বেশ কয়েকটি প্রবলেম কমাতে গ্রিন টি দারুণ এফেক্টিভ। গ্রিন টি এক ধরনের চায়ের পাতা থেকে তৈরি হয়। যা অস্ট্রেলিয়ার নিদিষ্ট কিছু জায়গাতেই পাওয়া যায়। পিম্পেল, র‍্যাশ, স্পট, ড্যানড্রাফ, অ্যালার্জির মত সমস্যা কমাতে ইজিলি গ্রিন টি ইউজ করতে পারো। 
বেনিফিট

স্কিনের পিম্পল প্রবলেম কমাতে গ্রিন টি খুবই ফাস্ট কাজ করে। এ ছাড়া গ্রিন টি ইউজে অন্য তেমন প্রবলেমও দেখা যায় না। এ ছাড়া পিম্পলের দাগ কমাতে গ্রি টি ম্যাজিকের মতো কাজ করে। চুলের ড্যানড্রাফ কমাতে কিন্তু গ্রিন টি ইউজ করতে পারো। গ্রিন টি আছে এমন শ্যাম্পু সপ্তাহে ৪ দিন ইউজে কয়েকদিনের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে। চুলের উকুনের প্রবলেম কমাতে ল্যাভেন্ডার অয়েলের সাথে কয়েক ফোঁটা গ্রিন টি মিক্স করে নিলে ইজিলি কমে যাবে উকুন। নখের ইনফেকশনও কমাতে হেল্প করে গ্রিন টি। অন্য কোন অ্যান্টিফাঙ্গাল উপাদানের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করলে কমবে নখের ইনফেকশন। 


স্কিনে যে ভাবে অ্যাপ্লাই করবে

গ্রিন টি সরাসরি স্কিনে অ্যাপ্লাই করা ঠিক না। অন্য একটি পছন্দের অয়েল যেমন অলিভ অয়েল, কোকনাট অয়েল বা আমন্ড অয়েলের সাথে মিশিয়ে ইউজ করলে বেশি বেনিফিট পাওয়া যাবে। এ ছাড়া গ্রিন টি চোখের চারপাশে অ্যাপ্লাই করা যাবে না। এতে চোখে রেডনেস ও ইর্রিটেশন হতে পারে। প্রথমবার গ্রিন টি অ্যাপ্লাইয়ের আগে প্যাচ টেস্ট করে নেয়া ভালো। 

অয়েলি স্কিনে কিভাবে ইউজ করবে

ময়েশ্চারাইজার, টোনার ও সানস্ক্রিনে কয়েক ফোঁটা গ্রিন টি মিশিয়ে ইউজ করা যাবে। এ ছাড়া চাইলে ক্লে মাস্কেও ২ ফোঁটা গ্রিন টি মিক্স করলে অয়েলি স্কিনে দারুণ কাজ করবে এটি।  


ড্রাই স্কিনে যেভাবে ইউজ করবে

খুব ড্রাই স্কিনেও গ্রিন টি ভালো কাজ করে। তবে অ্যাপ্লাই করতে হবে রুলস মেনে। তোমার ময়েশ্চারাইজারে কয়েক ফোঁটা গ্রিন টি মিক্স করে নাও। এবার প্রবলেমের এরিয়ায় অ্যাপ্লাই করো শাওয়ারের আগে। দিনে একবার হলেও এ ভাবে ময়েশ্চাইজার ইউজ করতে পারো। 

green-tea-the-natural-solution-to-skin-hair-problems-02
 


চুল ও স্ক্যাল্পে যে ভাবে ইউজ করবে

কয়েক ফোঁটা গ্রিন টি অন্য হেয়ার অয়েলের সাথে মিশিয়ে হেয়ার ও স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাইয়ের পরে ২০ মিনিট ওয়েট করতে হবে। শেষে গ্রিন আছে এমন শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেললেই হবে। 

গ্রিন টি এমন একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যার বেনিটিফ ও ইউজ অনেক বেশি। স্কিন ও হেয়ারের এ সব প্রবলেম কমাতে গ্রিন টি-র বিকল্প আর কি আছে!  
  


রিলেটেড পোস্ট