গেট রেডি উইথ মেহেরুন নেসা

গেট রেডি উইথ মেহেরুন নেসা

By মেহেরুন নেসা (Meherun_Nesa_)


 

হ্যালো এভ্রিওয়ান, আজকে আমি শেয়ার করবো খুব সিম্পল একটা গেট রেডি উইথ মি আইডিয়া।

 

রেডি হওয়ার জন্য শুরুতেই আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিবো। কারণ, স্কিন ক্লেনজিং দিয়েই আমাদের স্কিনকেয়ার শুরু করা উচিত। আমার স্কিন টাইপ অয়েলি। আর মর্নিং- আমার স্কিন খুব বেশিই অয়েলি থাকে। তাই যেকোনো সিজনেই আমার দরকার খুব ভালো একটা ফেইসওয়াশ। সো, ফেইসওয়াশের জন্য আমি ইউজ করবো পন্ডস পিওর ডিটক্স ফেইসওয়াশটি

 

ফার্স্টলি, অল্প পরিমাণে ফেইসওয়াশ আমার আঙ্গুলে নিয়ে পুরো ফেইসে অ্যাপ্লাই করে নিবো। এই ফেইসওয়াশটিতে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল, যা আমাদের স্কিন ডিপলি ক্লিন করতে হেল্প করে। আর আমার মতো অয়েলি স্কিন যাদের তাদের জন্য এটা একটা বেস্ট ফেইসওয়াশ। কারণ এই ফেইসওয়াশটি আমাদের স্কিনের ডার্ট, পল্যুশন, ইম্পিওরিটিস সবকিছুই ক্লিন করে। আর এই ফেইসওয়াশটি ইউজ করার পর সাথে সাথেই স্কিনে একটা গ্লো চলে আসে। তাই এই ফেইসওয়াশটি আমার খুবই পছন্দের।

 

পন্ডস পিওর ডিটক্স ফেইসওয়াশ দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করার পর আমি খুব সিম্পল আর আরামদায়ক একটা কুর্তি পরে নিবো। আর এরপর খুব সিম্পলভাবে আমার রেগুলার স্কিনকেয়ার করবো। স্টেপ বাই স্টেপ ইউজ করবো- অল্প পরিমাণে সানস্ক্রিন, অল্প পরিমাণে ফাউন্ডেশন। তোমরা চাইলে বিবি ক্রিম বা তোমাদের পছন্দের রেগুলার কোনো ডে ক্রিম ইউজ করতে পারো। এরপর আইল্যাশে দিয়ে নিবো অল্প করে মাসকারা আর ঠোঁটে লিপস্টিক। এইতো, আরামদায়ক কুর্তি আর অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে এবার আমি সারাদিনের জন্য রেডি।

 

এভাবেই এই সিম্পল ওয়েতে খুব অল্প সময়ে ভার্সিটি বা অফিসের জন্য রেডি হয়ে যেতে পারো। এতে সারাদিন থাকবে কনফিডেন্ট আর কমফোর্টেবল।


রিলেটেড পোস্ট