ঘরে বসে ফেসিয়ালে ঈদের আগেই পাবে গ্লোয়িং স্কিন!

ঘরে বসে ফেসিয়ালে ঈদের আগেই পাবে গ্লোয়িং স্কিন!

চলছে রজমজান মাস। সারা দিনে রোজার পরে স্কিনে সব থেকে বেশি দেখা দেয় পানির কমতি। এ ছাড়া স্কিনে আসে ক্লান্তি। কিন্তু সামনে যেহেতু ঈদ তাই স্কিনে গ্লো ধরে রাখা ইম্পরট্যান্ট। কিন্তু ব্যস্ততার  অনেকেই পার্লার বা স্যালনে যাওয়ার সময়ই পান না। তাই সমাধান একটিই! আর তা হলো ঘরে বসেই নিজে নিজেই ফেসিয়াল করে ফেলা।   


ঈদের আগে কেন ফেসিয়াল দরকার 

রোজা রাখার পর শরীরে যেমন আসে দুর্বলতা তেমনি ত্বক কিন্তু হয়ে ওঠে লাইফলেস। আর এই পার্থ্যকটা খুব ক্লিয়ার ভাবেই বোঝা যায়। স্কিনের গ্লো কমে যায়, স্কিনে রাফনেস আসে, পানি না খাওয়ায় ও দাগ বাড়ে। কিন্তু ফেসিয়াল হলো এমন একটি সলিউশন যার মাধ্যমে স্কিন ফিরে পাবে আগের সৌন্দর্য। ফেসিয়ালের কয়েকটি স্টেপের মাধ্যমে স্কিনের জমা ময়লা দূর করা হয়। আর ফেসপ্যাকের হেল্পে ত্বকের রাফনেস কমিয়ে স্কিন করে তোলা যায় গ্লোয়িং।
চার স্টেপে ঘরে ফেসিয়াল


ক্লিঞ্জার ব্যবহার

ফেসিয়ালের প্রথম ধাপ হলো স্কিন বুঝে ক্লিঞ্জার দিয়ে মুখ ক্লিন করা। মুখে ও গলায় ক্লিঞ্জার ব্যবহার করে কয়েক মিনিট ম্যাসাজ করতে হবে যেন ত্বকের ময়লা উঠে আসে। তবে খুব জোরে স্কিনে ঘষা দেয়া যাবে না। এতে স্কিনের জ্বালাপোড়ার মত সমস্যা হতে পারে। পরে একটা ভেজা কটন দিয়ে ক্লিঞ্জার পরিষ্কার করে নিতে হবে।


এক্সফোলিয়েট

স্কিন একটু ভিজিয়ে ফেসিয়াল স্ক্রাব মুখে ও গলায় লাগিয়ে নিতে পারেন। এরপর সার্কুলার মোশনে হালকাভাবে ম্যাসাজ করতে হবে ৫ মিনিট। কিন্তু চোখের চার পাশের স্কিন একেবারেই অ্যাভয়েড করো।  এবার ভেজা কটন দিয়ে স্কিন ক্লিন করে ফেল।  

get-glowing-skin-before-eid-with-some-home-made-facials-02
 

 

স্কিন ম্যাসাজ     

এই স্টেপে ত্বক মুছে শুকনা করে নিন। এবার স্কিন বুঝে ম্যাসাজ ক্রিম চেহারার ও গলায় অ্যাপ্লাই করে নিন।  এরপর রোজওয়াটার মিষ্ট স্প্রে করে খুব নরম হাতে ম্যাসাজ শুরু করে দাও। এভাবে ম্যাসাজ করতে পারেন ১৫-২০ মিনিট। শেষ হলে নরম কটন দিয়ে ক্রিম তুলে নাও।


ফেস মাস্ক ব্যবহার

রমজানে অনেকেরই ত্বকে পিগমেন্টেশন সমস্যা অনেক বেড়ে যায়। যেমন; দাগ, পিম্পল বেড়ে যাওয়া, গ্লো কমে যাওয়া। তাই এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারো। 
যা যা লাগবে 
১ টেবিল চামচ হলুদের পাউডার
১ টেবিল লেবুর রস
১ টেবিল মধু
পানি পেস্ট করার জন্য


সব উপাদানগুলো এক সাথে পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলো। এবার পরিষ্কার ত্বকে তৈরি করা প্যাক লাগিয়ে নাও। ৩ মিনিট রেখে পানি দিয়ে মুখ ও গলা ধুয়ে নিন। শেষে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।  


এই টিপসগুলো ঈদের আগেই তোমাকে দেবে গ্লোয়িং ও পারফেক্ট স্কিন। আর স্পেশাল দিনে তুমি নিজেই দেখতে পারবে ডিফারেন্স! 


রিলেটেড পোস্ট