এই সামারে সোয়েট ফ্রি ফ্রেশ স্কিনের জন্য ৪টি টিপস

এই সামারে সোয়েট ফ্রি ফ্রেশ স্কিনের জন্য ৪টি টিপস

সামারের কাঠফাটা রোদ আর হাই লেভেল হিউমিডিটিতে তোমার স্কিন আর বডিতে একটি গ্রিজি ফিল হওয়াটাই স্বাভাবিক। বারবার ফেস ওয়াইপ করলে বা সারাদিনে অনেক বার শাওয়ার নিলে তা স্কিনের ন্যাচারাল অয়েল কমিয়ে দেয়, যার ফলে স্কিন প্রবলেম দেখা দিতে পারে। আজকে নিয়ে এসেছি এমন কিছু উপায়, যা তোমাকে এই সামারে দেবে সহজেই সোয়েট ফ্রি, ফ্রেশ লুক।
 
ব্যবহার করো স্যালিসাইলিক এসিড

এই সামারে তোমার বিউটি রুটিনে অ্যাড করো স্যালিসাইলিক এসিড যুক্ত ফেস ওয়াশ। এটি পোর আনক্লগ করে ও গ্রিজি ভাব থেকে মুক্তি দেয়। তবে দিনে এক বা দুইবারের বেশি ব্যবহার করো না।

সাথে রাখো ওয়াটার-বেজড ময়েশ্চারাইজার

অনেকেই ভাবে সামারে ময়েশ্চারাইজার ব্যবহার করার কোনো দরকার নেই। এটি খুবই ভুল একটি ধারণা। ফেস ও বডিকে সোয়েট-প্রুফ রাখতে ওয়াটার-বেজড ময়েশ্চারাইজার ব্যবহার করো। এটি স্কিনের ময়েশ্চার ব্যালেন্স ঠিক রাখে ও হাইড্রেট করে।

রাতে অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করো

অনেকেই ভাবে ডিওডোরেন্ট ও অ্যান্টিপারসপিরেন্ট একই জিনিস, কিন্তু একদমই না। ডিওডোরেন্ট শরীরে বাজে গন্ধ হতে দেয় না, আর অ্যান্টিপারসপিরেন্ট শরীরে ঘাম হওয়া কমায়। আর তাই, সামারে সোয়েট ফ্রি, ফ্রেশ স্কিন পেতে রাতের বেলায় ড্রাই স্কিনে অ্যান্টিপারসপিরেন্ট অ্যাপ্লাই করো। এতে, সোয়েট গ্ল্যান্ড ব্লক হয়ে যাবে।

4-tips-for-sweat-free-fresh-skin-this-summer-02

 
ব্লটিং পেপার বা টিস্যু দিয়ে ড্যাব করো

এতোকিছুর পরেও যদি স্কিন অয়েলি হয়ে থাকে, তাহলে ব্লটিং পেপার বা টিস্যু দিয়ে স্কিন ড্যাব করতে পারো। এতে ত্বকের অতিরিক্ত ঘাম ও তেল চলে যাবে। 


রিলেটেড পোস্ট