ঈদের আগে হেলদি স্কিন পেতে ঘরে বসেই করে নাও ফেসিয়াল

ঈদের আগে হেলদি স্কিন পেতে ঘরে বসেই করে নাও ফেসিয়াল

ডেইলি লাইফে আমরা অনেকেই নিজেকে খুব বেশি সময় দেয়ার সুযোগ পাই না। তবুও ঈদ-অকেশনের স্পেশাল সময়ে নিজের প্রতি খানিক যত্ন তো রাখা চাই! সুন্দর পোশাকের সাথে মানানসই সাজই এনে দিতে পারে স্পেশাল দিনে নতুনত্ব। ঈদে মেকআপের আগে যদি স্মুদ স্কিন পেতে চাও, তবে ফেসিয়াল হতে পারে এর সহজ সমাধান। 

ঈদের কয়েকদিন আগে বাড়িতে বসেই করে নিতে পারো ঝটপট ফেসিয়াল। বাজেট ফ্রেন্ডলি, কম সময়ে ও ইজি ইনগ্রিডিয়েন্ট ইউজ করে বাড়িতে বসেই কীভাবে ফেসিয়াল করবে, তা-ই আজ জানিয়ে দিচ্ছি।

কয়েকটি সহজ ধাপে ঈদের আগে ঘরে বসেই যেভাবে করে নিতে পারো ফেসিয়াল-

১। ক্লিনজিং 

ফেসিয়ালের প্রথম ধাপ হলো স্কিনের মানানসই ক্লিঞ্জার বেছে নেয়া। 

প্রথমেই ক্লিঞ্জার লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিয়ে, হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

তবে ক্লিঞ্জারের পরিবর্তে ব্যবহার করতে পারো মধুও। মধু ত্বক কোমল ও নরম রাখতে হেল্প করে। ভেজা মুখে ১ মিনিট মধু লাগিয়ে রেখে ১ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলো। 

এছাড়া ক্লিঞ্জার হিসেবে বেসনও ব্যবহার করতে পারো। 

পানি আর বেসন দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে শুকিয়ে নাও। এরপর ধুয়ে ফেলো। বেসনের কোনো সাইড ইফেক্ট নেই। যে কোনো ধরনের স্কিনে বেসন ব্যবহার করা যাবে।

২। এক্সফোলিয়েশন

মুখ হালকা ভিজিয়ে ফেসিয়াল স্ক্রাব মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নাও। এবার স্ক্রাবার উঠিয়ে মুখ ধুয়ে ফেলো।

এছাড়া ঘরোয়া পদ্ধতিতেও করতে পারো এক্সফোলিয়েশন। যেমন- ড্রাই স্কিনের জন্য ১ চা চামচ মসুরের ডাল গুঁড়ো, ৩ চা চামচ গোলাপ জল আর ১ চা চামচ মধু মিশিয়ে স্ক্রাব করে নাও ৫ মিনিট। 

অয়েলি স্কিনের জন্য ১ টেবিল চামচ ওটমিল গুঁড়ো, ১ টেবিল চামচ টকদই আর ১ টেবিল চামচ মধু।

তবে যেকোনো স্কিনের জন্যই চালের গুঁড়ো খুব ভালো এক্সফোলিয়েটর। 

৩। স্টিমিং

স্টিমিং-এর জন্য একটি হাড়িতে পানি গরম করে নাও। পানিতে কয়েক ফোঁটা গোলাপ জল মেশাও। এবার চোখ বন্ধ করে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে পানির দিকে মুখ করে নিচু হয়ে থাকো কিছুক্ষণ। এভাবে ১০ মিনিট করলে মুখের লোমকূপগুলো খুলে যাবে। এরপর মুখের ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস ক্লিন করে নাও।

তবে একনে থাকলে মুখে হাত না দেয়াই ভালো। এতে ইনফেকশন হবার আশংকা থাকে।

৪। টোনার উইথ ময়েশ্চারাইজিং

খুব ভালো মানের টোনার চাইলে ঘরেই বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে ২ চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, ২ চা চামচ পানি মেশালেই তৈরি হয়ে যাবে টোনার। তুলো দিয়ে টোনার সারা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নাও। মিনিট দুয়েক পর নিজের পছন্দের কোনো ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নাও।

এই ধাপগুলো ফলো করে খুব সহজে ও অল্প সময়ে ঘরে বসেই স্কিন তৈরি করে নিতে পারবে ঈদের নতুন লুকের জন্য। এতে ঈদের আগেই পেয়ে যাবে গ্লোয়িং ও স্মুদ স্কিন। আর ঈদের দিনে নিজের পছন্দের লুক ক্রিয়েটে আসবে আরও নতুনত্ব। 


রিলেটেড পোস্ট