ন্যাচারাল উপাদানে সহজেই রিমুভ হবে ব্ল্যাকহেডস

ন্যাচারাল উপাদানে সহজেই রিমুভ হবে ব্ল্যাকহেডস

গরমে অয়েলি স্কিনের কয়েকটি প্রবলেমের মধ্যে খুব কমন প্রবলেম ব্ল্যাকহেডস ও ওয়াইটহেডস। এ সময়ে স্কিনে ঘাম হয় খুব বেশি। আবার অয়েলি স্কিনে ঘামের সাথে আটকে যায় বাইরের ডাস্ট। তাই ইজিলি তৈরি ব্ল্যাকহেডসের মতো প্রবলেম। কিন্তু তা নিয়ে খুব টেনশনের কিছু নেই। কিছু ন্যাচারাল উপাদান আছে যা ইজিলি ব্ল্যাকহেডস রিমুভ করতে হেল্প করবে। 


লেবু ও জেলেটিন

লেবুতে আছে ভিটামিন সি তা আমরা সবাই জানি। তাই ভিটামিন সি কে বলা হয় পাওয়ার হাউস। স্কিনের ময়লা, অয়েল এবং ডেড সেল ক্লিন করতে হেল্প করে লেবু। জেলটিন পাউডার পানির সাথে মিক্স করলেই তা আঠালো হয়ে যায়। যা পিলিং মাস্কের কাজ করে। 

যা যা লাগবে

১ টেবিল চামচ জেলটিন পাউডার 
১/৩ কাপ লেবুর রস 
১ কাপ গরম পানি

ব্ল্যাকহেড রিমুভাল মাস্ক তৈরি করতে গরম পানিতে জেলটিন পাউডার মিশিয়ে নাও। এটি সাথে সাথে মিক্স করতে থাকো। এবার লেবুর রস দিয়ে পেস্ট রেডি করে ফেলো। এটি তোমার টি জোনে অ্যাপ্লাই করে কম হলেও ১৫ মিনিট রেখে শুকাতে দাও। এটি শুকিয়ে গেলে ক্লিন করে ফেলো। সপ্তাহে দুইবার এটি ইউজ করতে পারো। 

এগ ওয়াইট মাস্ক

ব্ল্যাকহেডস রিমুভ করতে এই মাস্কটি টেস্টেড। ডিমের সাদা অংশ শুধু স্কিনের ডিপে থাকা ব্ল্যাকহেডস রিমুভ করে না, পোর্সগুলোকেও টাইট করে। 

যা যা লাগবে

১টি ডিমের সাদা অংশ 
কয়েক ফোঁটা লেবুর রস 

মাস্কটি রেডি করতে প্রথমে একটি ডিমের সাদা অংশকে বিট করে ফোমের মত করে ফেলো। এই পেস্টে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করো এবং আবার মেশাও। এবার একটি টিস্যু পেপার ধরে নাকে উপর রাখো। ফেসিয়াল ব্রাশের হেল্পে পেস্টটি টিস্যুতে অ্যাপ্লাই করো। এভাবে ১৫ মিনিট ওয়েট করো। ড্রাই হলে  টিস্যু পেপারটি পিলিং মাস্কের মতো টেনে তুলে ফেলো। দেখবে ব্ল্যাকহেডস ও ময়লা উঠে যাবে। 
ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো। সপ্তাহে একবার এটি ইউজ করতে পারো।

 

easy-blackheads-removal-using-all-natural-ingredients-02
 

 

হলুদ ও চন্দন 

হলুদ এবং চন্দন ব্ল্যাকহেডস রিমুভে পার্ফেক্ট কাজ করে। চন্দন পাউডার স্কিন ক্লিন করে এবং হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। যা স্কিনের ব্যাকটেরিয়া দূর করে। 

যা যা লাগবে 

১ চা চামচ চন্দন পাউডার
আধা চা চামচ হলুদ পাউডার
২ টেবিল চামচ টক দই


এই ব্ল্যাকহেডস রিমুভাল মাস্কটি রেডি করতে সব উপাদানগুলো একটি বাটিতে মিশিয়ে ফেলো। এবার মুখ ক্লিন করে নাক, কপাল এবং চিনসহ যেখানে বেশি প্রবলেম আছে সেখানে অ্যাপ্লাই করো। এ ভাবে ৩০ মিনিট রেখে দাও। শুকিয়ে গেলে খুব হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলো। 


ব্ল্যাকহেডস নিয়ে আর ভয় নেই! কারণ হোম মেইড ব্ল্যাকহেডস রিমুভ মাস্ক ইউজে ব্ল্যাকহেডস কমবে ম্যাজিকের মতো! 


রিলেটেড পোস্ট