চোখ সাজাও ট্রেন্ডি গ্লিটার শাইনে! 

চোখ সাজাও ট্রেন্ডি গ্লিটার শাইনে! 

এখনকার মেকআপ ট্রেন্ডে গ্লিটার তার ড্রামাটিক শাইন নিয়ে আবার ফিরে এসেছে। চোখে গ্লিটার টাচ্‌ আপে সহজেই অ্যাচিভ্‌ করা যায় গ্ল্যামারাস্‌ লুক! কিন্তু সবসময় চোখের পাতা জুড়ে হেভি গ্লিটার অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু না! ড্রামাটিক শাইনের জন্য একটুখানি গ্লিটারই যথেষ্ট। 2020-এর মেকআপ ট্রেন্ডের দিকে তাকালে অনেক এক্সাইটিং গ্লিটার আই লুক চোখে পড়ে, যা তুমিও নিশ্চই অ্যাচিভ্‌ করতে চাও! চলো তাহলে এমনি কয়েকটা ট্রেন্ডি গ্লিটার আই মেকআপ দেখে নেই!  

 

ফ্রি ফ্লোটিং লাইনার  

এই ফ্রি ফ্লোটিং আই মেকআপ ট্রাই করে তুমিও পেতে পারো ইজি ও কুইক গ্ল্যাম লুক। লিকুইড গ্লিটার আইলাইনার দিয়ে আই ক্রিজে লাইন টেনে নাও। আর এতে তোমার কাট-ক্রিজে একটু ইলিউশন তৈরি হবে! হাতের কাছে লিকুইড গ্লিটার লাইনার বা পছন্দমতো কালার না থাকলেও চিন্তার কিছু নেই!  পিগমেন্টেড আইশ্যাডো আর একটা ভেজা অ্যাংগেল ব্রাশ দিয়েও এই ফ্রি ফ্লোটিং লুক করা যাবে। ভেজা অ্যাংগেল ব্রাশে আইশ্যাডো নিয়ে একিভাবে লাইন টেনে নাও। 

 

dress-your-eyes-with-trendy-glitter-shine-02

 

360 আইলাইনার  

তোমার চোখেও এই ট্রেন্ডি ও স্পার্কলি ইফেক্ট পেতে পারো খুব সহজে। তার জন্য পছন্দমতো শিমারি আইশ্যাডো চোখের চারপাশে ওভাল শেপে অ্যাপ্লাই করো। এবার নিচের ল্যাশলাইনে গ্লিটার আইশ্যাডো অ্যাপ্লাই করো, এবং ভালোমতো ব্লেন্ড ও স্মোকি করে নাও। ন্যাচারাল ফিনিশ আনতে নিচের ল্যাশলাইন, আই ক্রিজের সাথে কানেক্ট করে ভালোমতো ব্লেন্ড করতে হবে। একদম ডল-আই লুক পেতে ব্রাইট অথবা প্যাস্টাল শেড ট্রাই করতে পারো।

 

dress-your-eyes-with-trendy-glitter-shine-03

 

গ্লিটার স্মোকি আই 

ব্ল্যাক স্মোকি আই সাবার কাছেই আল টাইম ফেভারিট! আর এতে একটু স্পার্কল অ্যাড করে সহজেই পাওয়া যায় গর্জিয়াস ও গ্ল্যামারাস্‌ লুক! প্রথমে একটি ব্ল্যাক কোহল আইলানার দিয়ে আইলিডে বেইস তৈরি করো এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নাও। এবার, এর উপর অল্প অল্প করে সিলভার, গোল্ড বা গানমেটাল শেডের গ্লিটার অ্যাপ্লাই করো। একটু কেয়ারফুলি করতে হবে যেন গ্লিটার ছড়িয়ে না যায়। বেস্ট ফিনিশ পেতে গ্লিটারের শেড কোহল থেকে একটু লাইট সিলেক্ট করতে হবে।

 

dress-your-eyes-with-trendy-glitter-shine-04

 

ক্লাসিক্যাল স্পার্কলিং উইং

ক্লাসিক্যাল উইং অনেকরই খুব পছন্দ। আর ক্লাসিক্যাল উইং-এ একটু গ্লিটারের ছোঁয়া তোমার লুক করে তুলবে আরও ড্রামাটিক! চোখে মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আনতে মেকআপ প্রসেসটা কয়েকটা লেয়ারে করতে পারো। 

প্রথমে একটা লিকুইড ব্ল্যাক আইলাইনার দিয়ে চোখে শার্প উইং বেইস এঁকে নাও। এবার তোমার পছন্দমতো কালারের গ্লিটার আইলাইনার , উইং বেইস-এর উপর অ্যাপ্লাই করো। 

হাতের কাছে যদি গ্লিটার আইলাইনার না থাকে, তাতেও কোনো সমস্যা নেই। সরাসরি গ্লিটার দিয়েও এই লুক অ্যাচিভ্‌ করা যাবে। তার জন্য প্রথমে একটা অ্যাংগেল ব্রাশ নাও, এবং এতে কিছুটা “মেকআপ সেটিং স্প্রে” স্প্রে করো। এবার ব্রাশ দিয়ে অল্প অল্প করে গ্লিটার উইং-এর উপর অ্যাড করো। গ্লিটার অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যেন উইং নষ্ট হয়ে বা ছড়িয়ে না যায়। 


রিলেটেড পোস্ট