হেলদি ও গ্লোয়িং স্কিনের জন্য সিরাম, বানিয়ে নাও নিজেই!

হেলদি ও গ্লোয়িং স্কিনের  জন্য সিরাম, বানিয়ে নাও নিজেই!

বয়সের সাথে সাথে আমাদের স্কিনে অনেক ধরনের এইজিং প্রবলেম দেখা দেয়। স্কিনে ফাইন লাইন, টি জোনে অয়েলি ভাব, রিংকেলস ইত্যাদি খুব কমন সমস্যা। তাই বয়সের সাথে স্কিন কেয়ারেও পরিবর্তন আনতে হয়। আর একটা পারফেক্ট সিরাম এসব প্রবলেম থেকে স্কিনকে প্রোটেক্ট করে, হেলদি ও সুন্দর রাখতে অনেক হেল্পফুল। তুমি চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারো পছন্দ মতো সিরাম। তবে প্রথমে জেনে নাও, সিরাম কী এবং এটা কীভাবে ইউজ করতে হয়।

 

সিরাম কী 

ফেসিয়াল সিরাম অয়েল বা ওয়াটার বেসড ট্রিটমেন্ট। তোমার স্কিনের ধরন বা টাইপ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সিরাম ইউজ করতে পারো। 

 

কীভাবে ইউজ করবে

সিরামের মেক্সিমাম বেনিফিট পেতে, সঠিক নিয়মে এটি ইউজ করতে হবে। স্কিনে ১-২ ফোঁটার বেশি সিরাম ইউজের দরকার হয় না। তাই অনেক দিন ধরেই একটা সিরাম অ্যাপ্লাই করা যায়। সিরাম দিনে দুইবার অ্যাপ্লাই করতে হবে ক্লিঞ্জিং ও টোনিং এর পরে। হাতের তালুতে ১ -২ ফোঁটা সিরাম নিয়ে স্কিনে হালকাভাবে ম্যাসাজ করো, যখন স্কিনে পুরোটা মিলে যাবে তখন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। 

 

diy-serum-for-healthy-glowing-skin-02

 

হোম মেইড সিরাম

এই হোম মেইড সিরাম প্রায় সব ধরনের মানে ড্রাই, অয়েলি ও ন্যাচারাল স্কিনে ইউজ করা যাবে। ৩ ধরনের অয়েল দিয়ে খুব সহজেই তুমি সিরামটি বানিয়ে নিতে পারবে। 

যা যা লাগবে
•    জোজোবা অয়েল ১ টেবিল চামচ
•    অর্গান অয়েল ১/২ টেবিল চামচ
•    ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ২-৪ ফোঁটা

জোজোবা অয়েল ও অর্গান অয়েল একটা কাঁচের বোতলে মিশিয়ে নাও। এবার এতে এসেন্সিয়াল অয়েল অ্যাড করো। বোতলের মুখ বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নাও। সিরামটি ভালো রাখতে, এটি সবসময়  ঠান্ডা ও সানলাইট আসে না এমন জায়গায় রাখতে ট্রাই করো। 

স্কিন কেয়ারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো সিরাম ইউজ। স্কিন হেলদি ও সুন্দর রাখতে তোমার স্কিন কেয়ার রুটিনে আজ থেকেই সিরাম অ্যাড করে নাও। 


রিলেটেড পোস্ট