বাড়িতে বসে নিজেই বানিয়ে ফেলো হিট প্রটেক্টেন্ট

বাড়িতে বসে নিজেই বানিয়ে ফেলো হিট প্রটেক্টেন্ট

সকাল সকাল তাড়াতাড়ি বের হওয়ার সময় শর্টকাট হেয়ারস্টাইল হচ্ছে, হেয়ার স্ট্রেইটনার বা কার্লিং আয়রন দিয়ে চুলটা একটু সেট করে নেয়া। কিন্তু টানা এই স্টাইলিং টুলগুলো ব্যবহার করলে চুলের অনেক ক্ষতি হয়। চুলের ক্ষতি কমাতে তাই হিট প্রটেক্টেন্ট ব্যবহার করা তাই একদম মাস্ট। আজ জানাবো, কীভাবে বাড়িতে বসেই হিট প্রটেক্টেন্ট স্প্রে তৈরি করতে পারবে।

নারিকেল তেল দিয়ে হিট প্রটেক্টেন্ট স্প্রে

যা যা লাগবে

•    ১ কাপ ডিস্টিল্ড অথবা ফিল্টারড পানি (২৫০ মিলি)
•    ১ টেবিল চামচ (১৫ মিলি) নারিকেল তেল
•    ১ টেবিল চামচ (১৫ মিলি) সিলিকন কন্ডিশনার
•    ৪ ফোঁটা আমন্ড তেল
•    স্প্রে বোতল
•    ফানেল
 
যেভাবে বানাবে

ফানেল দিয়ে স্প্রে বোতলে পানি ঢালো, তার ভেতর সাবধানে নারিকেল তেল ও আমন্ড তেল যোগ করো। সবগুলো উপকরণ একসাথে না মেশা পর্যন্ত বোতলটা ঝাঁকাও।
এবার এর সাথে কন্ডিশনার মেশাও। আবারও ভালোভাবে ঝাঁকাও, যতোক্ষণ পর্যন্ত না সব উপকরণ একসাথে মিশছে। প্রতিবার এই হিট প্রটেক্টেন্ট স্প্রেটা ব্যবহার করার সময় বোতলটা ঝাঁকিয়ে নিতে হবে। 

অ্যালো ভেরা দিয়ে হিট প্রটেক্টেন্ট স্প্রে

যা যা লাগবে

•    আধ কাপ ডিস্টিল্ড অথবা ফিল্টারড পানি (১২৫ মিলি)
•    ২ টেবিল চামচ (৩০ মিলি) অ্যালো ভেরা জেল
•    ৬-৮ ফোঁটা অলিভ অয়েল
•    স্প্রে বোতল
•    ফানেল

diy-heat-protect-02

 
যেভাবে বানাবে

ফানেল দিয়ে স্প্রে বোতলে পানি ঢালো, তার ভেতর অ্যালো ভেরা ও অলিভ অয়েল যোগ করো। সবগুলো উপকরণ একসাথে না মেশা পর্যন্ত বোতলটা ঝাঁকাও। ব্যস! তৈরি হয়ে গেল খুবই ইজি হিট প্রটেক্টেন্ট স্প্রে। প্রতিবার এই হিট প্রটেক্টেন্ট স্প্রেটা ব্যবহার করার সময় বোতলটা ঝাঁকিয়ে নিতে হবে। 

এমন আরও সব সহজ ট্রিকস, হ্যাক জানতে বি বিউটিফুল বিডি-এর সাথেই থাকো।
 


রিলেটেড পোস্ট