বডি ওয়াশের যে বেনিফিটগুলো তোমার জানতেই হবে

বডি ওয়াশের যে বেনিফিটগুলো তোমার জানতেই হবে

প্রতিবার শাওয়ার থেকে বের হয়ে আমরা চাই স্কিন যেন একদম ক্লিন আর ফ্রেশ থাকে! এখন, অনেকের মধ্যেই প্রশ্ন আছে, বার সোপ নাকি বডি ওয়াশ- কোনটা স্কিনে সবচেয়ে ভালো কাজ করে। আজকে তোমাকে জানাবো বডি ওয়াশের বেনিফিটগুলো! 

 

স্কিন হাইড্রেট করে
বার সোপ ব্যবহার করলে স্কিন ড্রাই ও রাফ হয়ে যায়- এই কমপ্লেইন আছে অনেকেরই। বডি ওয়াশ ব্যবহারে এই সমস্যা তোমার একদমই হবে না! বেশিরভাগ বডি ওয়াশেই হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং প্রপারটিজ থাকে, ফলে দীর্ঘসময়ের জন্য ত্বকে সফট ও স্মুদ ফিলিং হয়। 

 

স্কিন এক্সফোলিয়েট করে
শেষ কবে বডি এক্সফোলিয়েট করেছিলে বলো তো? নিশ্চয়ই অনেকদিন আগে। আর সেজন্যই বডি ওয়াশ! লুফা দিয়ে বডি ওয়াশ স্কিন এক্সফোলিয়েট করে, ডেড স্কিন সেল সরায়। 

 

body-wash-benefits-02
 

 

ট্রাভেল ফ্রেন্ডলি
কোথাও ঘুরতে যাচ্ছো? তখন প্রতিবার ব্যবহারের পর কাপড় বা টিস্যুতে বার সোপ র‍্যাপ করে রাখাটা বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু, অপরপক্ষে বডি ওয়াশ ক্যারি করা খুবই সহজ। ওপেন করো, ইউজ করো- ঝামেলা শেষ! 

 

দীর্ঘদিন ব্যবহার করা যায়
শাওয়ারের সময় বডি ওয়াশের পুরো বোতল থেকে মাত্র এক ফোঁটা নিলেই যথেষ্ট। আর সেজন্য বডি ওয়াশ টেকেও বেশি দিন, যার কারণে এটি সাশ্রয়ী।

 

বডি ওয়াশ বেশি হাইজেনিক
একই বার সোপ সবাই মিলে ব্যবহারে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। আর সেজন্যই বডি ওয়াশ ব্যবহার করা ভালো ও নিরাপদ। 

জানলে তো বার সোপের বেনিফিটগুলো? এমন আরও অনেক টিপস জানতে বি বিউটিফুল বিডি-এর সাথেই থাকো।

 


রিলেটেড পোস্ট