বডি স্কিনের জন্য অ্যান্টি এজিং স্কিন কেয়ার টিপস

বডি স্কিনের জন্য অ্যান্টি এজিং স্কিন কেয়ার টিপস

চেহারা থেকে বয়সের ছাপ কমানোর জন্য তো অনেক কিছুই করছো, কিন্তু বডি স্কিন? সেটার জন্যেও কিন্তু অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে! আজকে তোমার জন্য আছে স্টেপ বাই স্টেপ অ্যান্টি এজিং বডি কেয়ার রুটিন, যা তোমাকে দেবে ইউথফুল লুকিং স্কিন!
 
স্টেপ ১- বডি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই

ফেস ময়েশ্চারাইজার তো অ্যাপ্লাই করলেন, বডি লোশনের কথা কিন্তু ভোলা যাবে না। শরীরের যেসন স্থান বেশি ড্রাই থাকে ও যেসব স্থানের স্কিন পাতলা (হাঁটু, কনুই) সেগুলোতে স্পেশালি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে।
 

antiaging-tips-for-body-skin-02
 

 


স্টেপ ২- সানস্ক্রিন

স্কিনে বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ হচ্ছে সূর্যের রোদ। তাই শুধু স্কিনে না, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে পুরো শরীরে। 

স্টেপ ৩- হ্যান্ড ক্রিম

আমাদের হাতের চামড়া অনেক নাজুক। আর তাই নিয়মিত যত্ন না নিলে সময়ের সাথে সাথে শরীরের অন্য যেকোনো স্থানের আগে হাতে বয়সের ছাপ পড়ে সবার আগে। আর তাই, হাতকে ড্রাইনেস থেকে বাঁচাতে রেগুলার হ্যান্ড ক্রিম ব্যবহার করতে ভুলো না।

 

antiaging-tips-for-body-skin-03
 


স্টেপ ৪- আন্ডার আই ক্রিম

তোমার ফেস কেয়ার রুটিনে আই ক্রিম রেখেছো তো? চোখের চারপাশে রিঙ্কেল পড়ার চান্স অনেক বেশি। আর তখবই চেহারায় বয়সের ছাপ পড়ে। আর তাই, প্রতিদিন সকালে ও রাতে আই ক্রইম অ্যাপ্লাই করো।

স্টেপ ৫- নেক ক্রিম

গলায় ও ঘাড়ে ফাইন লাইন বা রিঙ্কেল দেখতে কে চায় বলো? আর সেজন্যই, প্রয়োজন নেক ক্রিম। তোমার অ্যান্টি এজিং বিউটি রুটিনে ভালো কোনো নেক ক্রিম অবশ্যই রাখবে।

স্টেপ ৬- বডি মেকআপ

স্কিন কেয়ার তো করবেই, কিন্তু তারপরেও বয়সের ছাপ কমাতে বডি মেকআপ ইউজ করতে পারো। আর তাই, মেকআপ বক্সে বডি মেকআপও রাখো।
 


রিলেটেড পোস্ট