যে ৫টি হেয়ার কেয়ার প্রোডাক্ট সব মেয়েদের থাকতেই হবে

যে ৫টি হেয়ার কেয়ার প্রোডাক্ট সব মেয়েদের থাকতেই হবে

তোমার হেয়ার টাইপ বা টেক্সচার যাই হোক না কেন, কয়েকটা হেয়ার কেয়ার প্রোডাক্ট তোমার খুবই কাজে আসবে। আর তাই, এই প্রোডাক্টগুলোকে বলা হয় এসেনশিয়াল। হয়তো এর মধ্যে অনেকগুলোর কথাই তুমি জানো, কিন্তু কখনো নিজের জন্য কেনা হয়নি। আজ জানাবো এমনই কিছু প্রোডাক্টের কথা।
 
১। হিট প্রটেক্টিং স্প্রে

চুলে স্টাইল করতে কে না ভালোবাসে? আর প্রতিবার স্ট্রেইটনার, কার্লার বা ব্লো ড্রায়ার চুলে ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রটেক্টিং স্প্রে ব্যবহার করতে হবে। এতে চুলের ক্ষতি রোধ করা যায়।

২। লিভ-ইন কন্ডিশনার

সাধারণ কন্ডিশনারের পাশাপাশি লিভ-ইন কন্ডিশনারও হেয়ার কেয়ারে রাখতে হবে। যখন শ্যাম্পুর পর চুল কন্ডিশনিং করার সময় থাকে না, তখন এটি তোমাকে অনেক সাপোর্ট দেবে। অন্য কন্ডিশনারের মতো লিভ-ইন কন্ডিশনার ধুয়ে ফেলতে হয় না, কিন্তু তোমার চুল নারিশড ও ময়েশ্চারাইজড থাকে ঠিকই।

৩। ড্রাই শ্যাম্পু

ড্রাই শ্যাম্পু মাঝে মাঝে লাইফ সেভারের মতো কাজ করতে পারে তোমার জন্য। মাঝে মাঝেই এমন সময় আসে, যখন তুমি চুল শ্যাম্পু করার সুযোগ পাচ্ছো না বা কোথাও ঘুরতে গেছো। তখন চুলে ফ্রেশ লুক আনতে ড্রাই শ্যাম্পুর জুড়ি নেই।

৪। সেটিং স্প্রে

যদি তুমি চুলে অনেক রকম স্টাইল করতে পছন্দ করো, তাহলে সেটিং স্প্রে তোমার জন্য এসেনশিয়াল একটা পারচেজ। দিনভর চুলের স্টাইল ঠিক রাখতে হলে কিনেই ফেলো একটা সেটিং স্প্রে।

৫। হেয়ার ব্রাশ

চুল হেলদি রাখতে ভালো একটা হেয়ার ব্রাশে ইনভেস্ট করো। চুল ব্রাশ করলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ে, মাথার সবখানে সমানভাবে তেল পৌঁছায়। তোমার চুলের টাইপ বুঝে ব্রাশ সিলেক্ট করতে হবে।

 

5-must-have-hair-care-products-02
 


রিলেটেড পোস্ট