
হঠাত কোনো পার্টি অথবা সেলফি! এসবের আগে নিজেকে একটু রেডি করে নিতে আমরা সবাই চাই। কিন্ত সবসময় তো ব্যাগে অনেক মেকআপ রাখা সম্ভব হয় না! কেমন হতো যদি একটা মাত্র মেকআপ প্রোডাক্ট দিয়েই সব মেকআপের সলিউশন পাওয়া যেত? ভাবছো এটা কীভাবে সম্ভব? হ্যাঁ! এখন থেকে ব্যাগে ১টি লিপস্টিক রাখলেই, তুমি পেয়ে যাবে সব মেকআপের ইজি সলিউশন।
কন্টরিং
কন্টরিং ফেস-এ একটা পারফেক্ট শেইপ ও ডেফিনিশন এনে দেয়। আর এই কন্টরিংটাও তুমি করতে পারো লিপস্টিক দিয়ে। এর জন্য লাগবে একটি ম্যাট ব্রাউন লিপস্টিক। কন্টোর স্টিক-এর মতো একইভাবে লিপস্টিকটা দিয়ে তোমার নাকের দুইপাশে, চিকবোনের ঠিক নিচে, হেয়ারলাইন বরাবর, থুতনিতে এবং জ-লাইনে কন্টর করে নাও। এরপর কন্টর ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোমতো ব্লেন্ড করো।
কালারফুল আইলাইনার
এখনকার মেকআপ ট্রেন্ডে কালারফুল আইলাইনার কিন্তু খুবই পপুলার। আর চাইলে তুমিও তা ট্রাই করতে পারো। ডিপ শেড যেমন; পার্পল, ফুশিয়া, ম্যাজেন্টা, মেরুন এই শ্যাডগুলো আইলাইনার হিসেবে চমৎকার মানিয়ে যাবে। তোমার পছন্দমতো শ্যাডের ম্যাট লিকুইড লিপস্টিক নিয়ে আইলাইনার ব্রাশ, বা অ্যাংগেল ব্রাশ দিয়ে উইং টেনে নাও।
ওয়েট আইশ্যাডো
তুমি যদি ইন্সটাগ্রামে রিসেন্ট মেকআপ ট্রেন্ড-এর খোঁজ রাখো, তাহলে ওয়েট আইশ্যাডো লুকও নিশ্চই তোমার চোখে পড়েছে। এই এট্রাকটিভ আই লুকটির জন্য তোমার লাগবে ডার্ক ব্রাউন গ্লসি লিপস্টিক। আঙুল দিয়ে অল্প অল্প করে লিপস্টিক নিয়ে আইলিডে অ্যাপ্লাই করো, এরপর ভালোমতো ব্লেন্ড করে নাও।
ব্লাশ
লিপস্টিকের আরেকটি সহজ সলিউশন হলো ব্লাশ। আর যাদের ক্রিম ব্লাশ পছন্দ তাদের জন্য এটি চমৎকার একটি হ্যাক। লাইট পিংক, পিচ এই কালারের ভেলভেট লিপস্টিক ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো। আঙুল দিয়ে অল্প অল্প লিপস্টিক তোমার চিকবোনে অ্যাপ্লাই করো। এরপর ভালোমতো ব্লেন্ড করে নাও।
হাইলাইটার
হাইলাইটার মেকআপে গেইম চেঞ্জারের মতো কাজ করে! আর যারা শিমারি হাইলাইটারের পরিবর্তে অন্য কিছু ট্রাই করতে চাও তাদের জন্য এটা দারুণ আইডিয়া। তোমার ন্যুড লিপগ্লসটি দিয়েই তুমি ফেস-এর হাই পয়েন্ট হাইলাইট করে নিতে পারো।
দেখলেই তো লিপস্টিক দিয়ে প্রায় সব মেকআপের কত সহজ সমাধান পাওয়া যায়! এখন থেকে খুব বেশি মেকআপ সাথে না রেখেও তুমি পেতে পারো পারফেক্ট মেকআপ লুক।
লিপস্টিক দিয়ে মেকআপ অ্যাপ্লিকেশন প্রসেস আরও বিস্তারির জানতে ক্লিক করোঃ https://bebeautiful.com.bd/en/many-make-up-solutions-using-lipsticks