৪টি চমৎকার ক্লেনজার যা তোমার স্কিনকে ফিল করাবে স্পেশাল

৪টি চমৎকার ক্লেনজার যা তোমার স্কিনকে ফিল করাবে স্পেশাল

৪টি চমৎকার ক্লেনজার যা তোমার স্কিনকে ফিল করাবে স্পেশাল

 

স্কিন কেয়ার রুটিনে ব্যালেন্স রাখতে এবং স্কিনের স্পেশাল কেয়ার নিতে ক্লেনজিং ইম্পরট্যান্ট একটি স্টেপ। ক্লেনজিংয়ের রয়েছে নানা উপায়। স্কিনের উপর ভিত্তি করে রয়েছে বিভিন্ন ধরনের ক্লেনজার। তোমাদের কারো হয়তো অয়েলি স্কিন, কারো ড্রাই বা কারো কারো স্কিন হয়তো সেনসিটিভ। তোমার স্কিনের টাইপ অনুযায়ী কোন ক্লেনজারটি বেস্ট, কিংবা সিলেক্টেড ক্লেনজারটি কীভাবে ইউজ করবে- এসব ভেবে চিন্তিত?

 

তবে এই লেখাটিতে মিলবে সব সলিউশন। জেনে নাও চমৎকার ৪টি ক্লেনজার আর তার ইউজ সম্পর্কে, আর তোমার স্কিনকে স্পেশাল ফীল করাতে সিলেক্ট করে ফেলো তোমার স্কিন টাইপ অনুযায়ী বেস্ট ক্লেনজারটি।

 

১। মাইসেলার ওয়াটার

 

মাইসেলার ওয়াটার হলো ওয়াটার বেইসড একটা ক্লেনজার। যা মেকআপ রিমুভ করতে এবং স্কিনকে ডিপলি ক্লিন করতে অনেকটা গেইম-চেঞ্জার হিসেবে কাজ করে।

 

যেভাবে ব্যবহার করবে-

 

একটা কটন প্যাড মাইসেলার ওয়াটার দিয়ে ভিজিয়ে নাও।

এরপর মাইসেলার ওয়াটারে ভেজানো কটন প্যাড ঘষে পুরো মুখের মেকআপ ক্লিন করে নাও।

 

বেনিফিটস

 

মাইসেলার ওয়াটারে গ্লিসারিন থাকে, যা স্কিন হাইড্রেটেড রাখতে কাজ করে। এটা মেকআপ রিমুভের পাশাপাশি স্কিনের ডার্ট অতিরিক্ত অয়েল কমায়। স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত গিয়ে ভেতর থেকে স্কিন ক্লিন করে। ড্রাই, অয়েলি বা নরমাল যে ধরনের স্কিন হোক না কেনো, মাইসেলার ওয়াটার মানিয়ে যায় সহজেই।

 

২। ফোম ক্লেনজার

 

ফোম ক্লেনজার মূলত ওয়াটার বেজড হয়ে থাকে। যাদের স্কিন খুব বেশি অয়েলি তাদের জন্য ফোম ক্লেনজার অত্যন্ত উপকারী। তবে যাদের স্কিন নরমাল বা ড্রাই তাদের জন্য ধরনের ক্লেনজার উপযোগী নয়।

 

যেভাবে ব্যবহার করবে-

 

এক পাম্প পরিমাণ ফোম মুখে লাগিয়ে নাও। পুরো মুখ ভালো করে ক্লিন করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। এরপর পাতলা কাপড় দিয়ে মুখ ট্যাপ করে মুছে নাও।

 

বেনিফিটস

 

ফোম ক্লিনজার স্কিন থেকে অতিরিক্ত অয়েল কমাতে হেল্প করে। ড্রাইনেস কমিয়ে স্কিনকে করে স্মুথ। স্কিনে জমে থাকা ডার্ট ক্লিন করে নিমেষেই।




 

৩। ফেসিয়াল ক্লেনজিং অয়েল

 

ফেসিয়াল ক্লেনজিং অয়েল স্কিন কেয়ারে বেশ কার্যকরী। ওয়েল বেইজড এই ক্লেনজার স্কিনের ডার্ট সরিয়ে স্কিনের সতেজতা ফেরায়। পাশাপাশি স্কিনের ন্যাচারাল অয়েল ধরে রেখে স্কিনকে রাখে হাইড্রেটেড ময়েশ্চারাইজড।

 

যেভাবে ব্যবহার করবে-

 

অল্প পরিমাণে ফেসিয়াল ক্লেনজিং অয়েল হাতে নিয়ে স্কিনে ম্যাসাজ করে নাও। হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলো। যত ভারী মেকআপই হোক, ওয়াটারপ্রুফ মাশকারাসহ সব সহজেই উঠে যাবে।

 

বেনিফিটস

 

ফেসিয়াল ক্লেনজিং অয়েল যাদের স্কিন অয়েলি তাদের জন্য বেশ ভালো। পাশাপাশি ড্রাই স্কিনের জন্যও এটা বেশ কার্যকরী। স্কিনের মেকআপ রিমুভের পাশাপাশি ডার্ট ক্লিন স্কিনের পুষ্টি জোগাতে হেল্প করে।

 

৪। ফেসিয়াল ক্লেনজিং ওয়াইপস

 

এটি একধরনের ওয়েট টিস্যু যার ভেজাভাব মুখ ক্লিন করতে সাহায্য করে।

 

যেভাবে ব্যবহার করবে-

 

প্যাকেট থেকে একটি টিস্যু বের করে পুরো মুখ ভালো করে মুছে নাও। ভেজাভাবেই মুখের মেকআপ ক্লিন হয়ে যাবে।

 

বেনিফিটস

 

স্কিনের ডার্ট অয়েলিভাব দূর করে। স্কিন রাখে পিম্পল ফ্রি। ইজিলি মেকআপ রিমুভ করে। ত্বককে সতেজ রাখে দীর্ঘক্ষণ এবং ত্বককে রাখে জীবাণুমুক্ত।

 

আশা করি এবার খুব সহজেই তোমার স্কিনের জন্য উপযোগী সঠিক ক্লেনজারটি বাছাই করে নিতে পারবে।

 


রিলেটেড পোস্ট