চুল জটমুক্ত রাখার ৪টি দারুণ সিক্রেট!

চুল জটমুক্ত রাখার ৪টি দারুণ সিক্রেট!

চুল লম্বা, ছোট, কারলি বা স্ট্রেইট যাই হোক না কেন জটের সমস্যা খুবই কমন। এটা শুধুমাত্র চুল এলোমেলোই করে না, চুল আঁচড়ানোও খুব পেইনফুল করে দেয়। আর এর কারণে অনেক সময় হেয়ার ব্রেকেজ বা চুল ছিঁড়ে উঠে আসার মতো প্রবলেমও হয়। তবে চুলে জটের প্রবলেম কেন হয়? আর তার সলিউশনই বা কী? এসব প্রশ্নের উত্তর সাথে জটমুক্ত, সিল্কি ও স্মুদ চুলের সিক্রেট জেনে নাও এখনি! 

চুলে জট বাঁধার কারণ 
হাইড্রেশন কম হলে

চুলে ময়েশ্চার ও হাইড্রেশন কমে গেলে চুল ফেটে যায়, চুলের ন্যাচারাল কন্ডিশন কমে যায়। এই কারণে চুলে জট বাঁধার পরিমাণও বেড়ে যায়। 

খোলা চুলে ঘুমালে

খোলা চুলে ঘুমালে চুলে জট বাঁধার চান্স বেশি থাকে। এছাড়া ভেজা চুলে ঘুমালেও খুব দ্রুত চুলে জট বাঁধে আর ড্যামেজও হয়। 

চুল কম আঁচড়ালে

চুল কম আঁচড়ালে চুলে তেল ও ময়লা জমে। যা পরে জট হয়ে যায়। 

চুল স্টাইলিং প্রোডাক্ট বেশি ব্যবহার    

হেয়ার স্টাইলিং প্রোডাক্ট বেশি বেশি ব্যবহারে চুল ফ্রিজি ও রাফ হয়ে যায়। ফলে চুলে জটের সমস্যা বেড়ে যায়।   

চুল জটমুক্ত রাখার উপায়
শ্যাম্পু ও কন্ডিশনিং

চুলের জট কমাতে চাইলে নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনিং এর বিকল্প নেই। শ্যাম্পু চুলের ময়লা দূর করে আর কন্ডিশনার চুলের ময়েশ্চারাইজার লক করে। চুল স্ট্রেইট, ফ্রিজ ফ্রি ও স্মুদ রাখতে TRESemme Keratin Smooth Shampoo ট্রাই করতে পারো। এতে অর্গান অয়েল আছে যা চুল চুল স্ট্রেইট, শাইনি ও ম্যানেজাবল রাখতে খুবই ভালো কাজ করে। 
 
জট কমাতে হেয়ার স্প্রে 

জট কমাতে হেল্প করে এমন স্প্রে ব্যবহার করলে হেয়ার ড্যামেজ কমে যায়। তোমার পছন্দমতো হেয়ার  স্প্রে, সিরাম বা কন্ডিশনার ইউজ করে হেয়ার ব্রাশ করতে পারো। আর চাইলে ঘরে বসে তুমি নিজেই এই হেয়ার স্প্রে বানিয়ে নিতে পারো।

যা যা লাগবে

•    ফিল্টার করা পানি ১/৩ কাপ
•    আপেল সিডার ভিনেগার ১/৩ কাপ
•    হেয়ার অয়েল ১ চা চামচ 
সব উপকরণ মিশিয়ে লিকুইড বানিয়ে নাও। এবার একটা স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করে ব্রাশ করতে পারো। 

হেয়ার মাস্ক ইউজ

চুলের জট কমাতে চাইলে সপ্তাহে একদিন তোমার পছন্দমতো হেয়ার মাস্ক ইউজ করতে পারো। এতে ড্রাইনেস কমবে ও চুল স্মুদ হবে।  
যা যা লাগবে  
•    টকদই ১ কাপ
•    মধু ১ টেবিল চামচ
•    আমন্ড অয়েল ১ টেবিল চামচ
তিনটা উপকরণ মিশিয়ে পেস্ট করে নাও। এবার ড্রাই চুলে অ্যাপ্লাই করে ২০ মিনিট পর ধুয়ে ফেলো। 

চুলে তেল দেয়া 

চুলে ময়েশ্চারাইজারের হেলদি ডোজ দিতে নিয়মিত তেল দিতে হবে। কোকোনাট অয়েলের সাথে অলিভ অয়েল ও জোজোবা অয়েল মিশিয়ে অ্যাপ্লাই করলে চুলের জট খোলা সহজ হয়।   

চুলের জট অনেক বিরক্তিকর ব্যাপার হলেও এর সলিউশন কিন্তু খুব একটা কঠিন না। তো আজ থেকেই এই সলিউশনগুলো ট্রাই করো আর পেয়ে যাও জটমুক্ত, সিল্কি ও স্মুদ চুল!  

 


রিলেটেড পোস্ট