নতুন মা’দের জন্য ৫টি কুইক বিউটি টিপস!

নতুন মা’দের জন্য ৫টি কুইক বিউটি টিপস!

যারা নতুন মা হয়েছেন, তাদের নিজের জন্য সময় বের করা একটু কঠিনই বটে। বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ডায়াপার বদলানো… এই সবকিছুই ২-৩ ঘন্টা পরপরই করা লাগে। আর এর ফাঁকে নিজের কাজ তো আছেই। এতোকিছু সামলে নিজের একটু টেক কেয়ার করতে অনেকেই হিমশিম খান। কিন্তু- তাই বলে কি নিজের যত্ন নিতে ভুলে যাবেন? আপনার জন্যই আজকে নিয়ে এসেছি ৪টি একদম কুইক, ইজি বিউটি টিপস! যার সবগুলোই করতে সময় লাগবে ১০ মিনিটেরও কম।
 
টিপস ১- ফাউন্ডেশন স্কিপ করে ব্যবহার করুন টিন্টেড ময়েশ্চারাইজার

মা হওয়ার পর পুরো মেকআপ রুটিন ফলো করার সময় নেই? তাহলে ফাউন্ডেশনের বদলে ব্যবহার করুন এসপিএফ ৩০+ টিন্টেড ময়েশ্চারাইজার। এটি একসাথে ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন হিসেবে কাজ করবে। 

টিপস ২- টায়ার্ড চোখকে টাটা বলুন মাসকারায়

নতুন মা’দের ঘুমানোর রুটিনও ওলটপালোট হয়ে যায়, আর তাই চোখে সবসময়ই একটা টায়ার্ড, স্লিপি ভাব রয়ে যায়। এটার সহজ সলিউশন হচ্ছে মাসকারা! কার্লিং মাসকারা চোখের পাপড়িতে বুলিয়ে নিন, আর নিজেই দেখুন ম্যাজিক!
 
টিপস ৩- ইজি-পিজি বিচ ওয়েভ!

মাদারহুডের শুরুর দিনগুলোয় শ্যাম্পু করার সময় বের করতেই সমস্যা হচ্ছে, আর সেখানে চুলের স্টাইলিং? একদমই ভাববেন না! আপনার জন্য সহজ সলিউশন নিয়ে আমি তো আছিই! প্রতিদিন ঘুমানোর আগে চুলটা বেণি করে নিন, সকালে উঠে চুল খুললেই দেখবেন স্টাইলিশ বিচ ওয়েভস হয়ে গেছে! 

4-quick-beauty-tips-for-the-new-moms-02
 

টিপস ৪- ড্রাই শ্যাম্পু বা বেবি ট্যালকম পাউডার

আগের টিপসেই যা বললাম, অনেক মা’ই আছেন যাদের প্রতিদিন শ্যাম্পু করার সময় হয়তো হয়ে ওঠে না। তারা ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ড্রাই শ্যাম্পু হাতের কাছে নেই? বেবি ট্যালকম পাউডারও হতে পারে ড্রাই শ্যাম্পুর ভালো অল্টারনেটিভ।

4-quick-beauty-tips-for-the-new-moms-03
 


রিলেটেড পোস্ট