খুব সহজে করে ফেলো এই ৩টি হিটলেস হেয়ারস্টাইল!

খুব সহজে করে ফেলো এই ৩টি হিটলেস হেয়ারস্টাইল!

হেয়ারস্টাইল করতে খুব ভালোবাসো, কিন্তু স্টাইলিং টুল প্রতিদিন ব্যবহার করতে চাচ্ছো না? বিশ্বাস করো, আমিও ঠিক তোমার মতো করেই চিন্তা করি! টানা স্টাইলিং টুল ব্যবহার করতে থাকলে টানা হিটে চুলের ক্ষতি তো হয়ই, আর তার সাথে সময়ও বেশি লাগে। সেক্ষেত্রে কি করা যায় জানো? এমন সব হেয়ারস্টাইল, যাতে স্টাইলিং টুলের একদমই দরকার নেই! মানে হিটলেস হেয়ারস্টাইল! আজকে তোমার জন্য আমি নিয়ে এসেছি এমনই ৩টি হিটলেস হেয়ারস্টাইল!

সক কার্ল

এটা কিন্তু এখনকার ভাইরাল হেয়ার ট্রেন্ড! কার্ল করতে চাইলে, কার্লিং আয়রন লাগবেই- এই ধারণাটা একদম পালটে যাবে এই হেয়ারস্টাইলটা নিয়ে জানার পর! এই স্টাইলটি করতে হলে আধা ভেজা চুল লম্বালম্বিভাবে একটা মোজার সঙ্গে জড়িয়ে সারা রাত রেখে দাও। সকালে উঠে চুল থেকে মোজা খুললেই পেয়ে যাবে চমৎকার কার্ল। চুলের ভলিউম আর টেক্সচার বাড়াতে ট্রাই করতে পারো এই মেথডটি।
 
ক্রিম্পি ওয়েভ

হিটলেস এই হেয়ারস্টাইলটা করতে পারবে খুব সহজে! আর, সারা রাত অপেক্ষাও করা লাগবে না। চুল ভেজা থাকতেই, চুলে যতোগুলো পারো ছোট ছোট বেণি করে নাও। ছোট ছোট সেকশনে চুল নিয়ে গোড়া থেকে একদম আগা পর্যন্ত বেণি করতে হবে। কয়েক ঘন্টা পর বেণি খুললেই পেয়ে যাবে পারফেক্ট ক্রিম্পি টেক্সচার!
 

3-easy-to-do-heatless-hairstyles-02
 

উইন্ডব্লোন ওয়েভ

অল্প ওয়েভি স্টাইল চাইলে এই মেথডটা ট্রাই করতে পারো। হালকা ভেজা চুল চুল পেছনে টেনে মাথার উপরের দিকে উঁচু খোঁপা করো। চুলের আগা যেন খোঁপার বাইরে থাকে। এই অবস্থায় চুল বাতাসে শুকাও। এরপর বান খুললেই দেখবে চুলে হালকা ওয়েভি গ্ল্যামারাস হেয়ারস্টাইল তৈরি হয়েছে।
 


রিলেটেড পোস্ট