ঘরে বসেই বানিয়ে ফেলো এই ২টি আন্ডার আই ক্রিম!

ঘরে বসেই বানিয়ে ফেলো এই ২টি আন্ডার আই ক্রিম!

আমাদের স্কিন রিলেটেড সমস্যা নিয়ে যখন কারো সাথে কথা বলি, আন্ডার আই পাফিনেস, ডার্ক সার্কেলের কথা তো চলেই আসে, তাই না? চুল ও ত্বকের জন্য আমরা তো কতো কিছুই করি, কিন্তু সেসময় চোখের কথা ভুলে গেলে চলবে না। এজিং এর লক্ষণগুলো চোখের চারপাশেই প্রথম অ্যাপিয়ার করে, তাই স্কিন কেয়ার রুটিনে আন্ডার আই ক্রিম রাখতেই হবে। আমাদের চোখের চারপাশের চামড়া খুবই পাতলা ও ডেলিকেট- তাই আন্ডার আই ক্রিম বাছাই করতে হয় সাবধানে। কেমন হতো, যদি তোমার আন্ডার আই ক্রিম তুমি নিজেই বানাতে পারতে? আজকে জানাবো ঘরে বসেই সহজে কীভাবে আন্ডার আই ক্রিম বানানো যায়!
 
কিউকাম্বার ও মিন্ট আন্ডার আই ক্রিম
যা যা লাগবে-

•    কিউকাম্বার
•    মিন্ট 
•    ৩ টেবিল চামচ দুধ
•    ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
•    ৩ ফোঁটা আমন্ড তেল

 

2-under-eye-creams-that-can-be-made-from-home-02
 


যেভাবে বানাবে-

প্রথমে কিউকাম্বার ও মিন্ট ভালোমতো ব্লেন্ড করে নাও। এর সাথে বাকি উপকরণগুলো যোগ করে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করো। চোখের নিচে এই পেস্ট অ্যাপ্লাই করে ১০ মিনিট পর ধুয়ে ফেলো।

অ্যালো ভেরা ও ভিটামিন ই আন্ডার আই ক্রিম
যা যা লাগবে-

•    ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
•    একটা ভিটামিন ই ক্যাপসুল 
•    কয়েক ফোঁটা নারিকেল তেল
•    কয়েক ফোঁটা রোজ ওয়াটার

 

2-under-eye-creams-that-can-be-made-from-home-03
 


যেভাবে বানাবে-

প্রথমে অ্যালো ভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল একটা বাটিতে নিয়ে ভালোভাবে মেশাও। এর সাথে নারিকেল তেল ও রোজ ওয়াটার যোগ করে আবার মেশাও। এই আন্ডার আই ক্রিমটা ফিজে রেখে যখন খুশি ব্যবহার করা যাবে। 
 


রিলেটেড পোস্ট