মেকআপের আগে আবার প্রাইমার কেন?

মেকআপের আগে আবার প্রাইমার কেন?

একটা খালি ক্যানভাসে পেইন্টিং শুরু করার আগে তা ভালোভাবে তৈরি করে নিতে হয়। আমাদের স্কিনও অনেকটা ক্যানভাসের মতো! মেকআপ করার আগে স্কিনও ভালোভাবে তৈরি করতে হয়। আর স্কিনকে মেকআপের জন্য স্মুদ ও ফ্ললেস বেইস হিসেবে তৈরি করে প্রাইমার।  

তুমি মেকআপ করতে ভালোবাসো, অথচ প্রাইমার ইউজ করো না? তাহলে কয়েক মিনিট সময় নিয়ে এই আর্টিকেলটি পড়ে ফেলো! আর জেনে নাও মেকআপের সুপারহিরো প্রাইমারের বেনিফিট।    

 

স্কিন হাইড্রেটেড রাখে 

অনেকেই হয়তো ভাবছো, “হাইড্রেশনের জন্য তো ময়েশ্চারাইজার আছেই, আবার প্রাইমার কেন?” কারণ কখনো কখনো আমাদের স্কিনের জন্য শুধুমাত্র ময়েশ্চারাইজার যথেষ্ট না, বিশেষ করে মেকআপ করলে।   মেকআপ করার আগের স্টেপে প্রাইমার অ্যাপ্লাই করলে স্কিন সারাদিন হাইড্রেটেড থাকবে।  

 

why-should-you-use-primer-before-putting-on-makeup-02

 

স্কিন টোন ইভেন বা সমান দেখায়   

প্রাইমার স্কিনের রিংকেলস, ফাইনলাইন, ডার্ক সার্কেল, ও দাগ ঢেকে দেয়। এতে স্কিন টোন সমান দেখায় এবং মেকআপ অ্যাপ্লিকেশনও অনেক সহজ হয়। যাদের স্কিন পোরস বড় ও স্পষ্ট তাদের জন্য প্রাইমার চমৎকার একটি সলিউশন। এটি স্কিন পোরস ছোট ও হালকা দেখাতে সাহায্য করে। এমনকি যাদের স্কিন পোরস অনেক ছোট, লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তাদের পোরসও অনেক বড় দেখায়। তাই ফাউন্ডেশনের আগে স্মুদ ও ফ্ললেস বেইস পেতে অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে।  

 

ফ্ললেস ও ন্যাচারাল গ্লোয়িং লুক পেতে হেল্প করে 

অনেকেই প্রতিদিন ন্যাচারাল পার্ফেক্ট লুক চাও কিন্তু সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করো না।  তারা ইজি সলিউশন হিসেবে শুধু প্রাইমার ইউজ করতে পারো। একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিলেই ফেস-এ আসবে পার্ফেক্ট, ফ্ললেস, হেলদি গ্লোয়িং ও ন্যাচারাল লুক!   

 

why-should-you-use-primer-before-putting-on-makeup-03

 

স্কিন অয়েল ফ্রি ও ম্যাট রাখে 

প্রাইমারের আরেকটি বড় বেনিফিট হলো এটি স্কিনের অয়েল কন্ট্রোলে রাখে। প্রাইমারে থাকা ম্যাটিফাইং উপাদান স্কিনে ম্যাট ও ফ্রেশ লুক নিয়ে আসে। তাই যাদের অয়েলি স্কিন, তাদের জন্য মেকআপ করার আগে প্রাইমার কিন্তু মাস্ট! 

 

মেকআপ লং লাস্টিং করে 

আমাদের স্কিন ন্যাচারালি অয়েল প্রোডাকশন করে। প্রাইমার ছাড়া ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে স্কিনের ন্যাচারাল অয়েল তা নষ্ট করে দেয়। প্রাইমার অয়েল কন্ট্রোলে রাখে এবং অয়েল ফ্রি ও কমফোর্টেবল বেইস তৈরি করে। এতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তা সারাদিন ঠিক থাকে। এবং কোনো টাচ আপ ছাড়াই অনেকক্ষণ পর্যন্ত পার্ফেক্ট লুক পাওয়া যায়। আই মেকআপ করার আগে প্রাইমার অ্যাপ্লাই করে নিলে মেকআপ সুন্দর, পার্ফেক্ট ও লং লাস্টিং হয়।

 

তুমি অন্যান্য মেকআপ প্রোডাক্ট যেমন; হাইলাইটার, ব্রোঞ্জার বা ব্লাশ ইউজ করবে কিনা তা অনেকটাই অপশনাল। কিন্তু প্রাইমার এমন একটা প্রোডাক্ট যা পার্ফেক্ট, সুন্দর, ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুকের জন্য একদম মাস্ট!


রিলেটেড পোস্ট