কোন স্কিন টাইপের জন্য কোন ফেস ওয়াশ ব্যবহার করা উচিত?

কোন স্কিন টাইপের জন্য কোন ফেস ওয়াশ ব্যবহার করা উচিত?

হেলদি, স্মুদ, গ্লোয়িং স্কিন তো সবাই চায়! আমি শিওর তুমিও চাও স্কিন থাকুক একদম ফ্ললেস! প্রবলেম  ফ্রি স্কিন পেতে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন অবশ্যই ফলো করতে হবে। আর  যেকোনো বেসিক স্কিন কেয়ার রুটিনের প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। প্রতিদিনের ময়লা, ঘাম, মেকআপ অথবা বাইরের ধুলোবালি ক্লিন করতে চাই পারফেক্ট একটা ফেস ওয়াশ। বাজারে  বিভিন্ন ধরণের ফেস ওয়াশ পাওয়া যায়, যেমন- জেল, ফোম, ক্রিম, অয়েল বেসড ইত্যাদি। এছাড়াও একেকটা ফেস ওয়াশের ইনগ্রেডিয়েন্টও একেক রকম! তাই এসবের মধ্যে তোমার স্কিনের জন্য পারফেক্ট ফেস ওয়াশ কোনটি সেটা আগে সিলেক্ট করতে হবে। 

বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী বিভিন্ন ধরণের ফেস ওয়াশ তৈরি করা হয়েছে। তাই সব ফেস ওয়াশ সব স্কিনের জন্য পারফেক্ট নয়। আজকে আমি প্রতিটা স্কিন টাইপের জন্য প্রোপার/স্যুটেবল ফেস ওয়াশ নিয়ে জানাবো, যা তোমাকে তোমার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট ফেস ওয়াশ সিলেক্ট করতে হেল্প করবে।  

 

ড্রাই স্কিন 

পর্যাপ্ত লিপিড (ফ্যাট) অথবা পানি কম থাকার কারণে ড্রাই স্কিন ডিহাইড্রেটেড থাকার চান্স বেশি থাকে। তাই স্কিনে টাইট ও ড্রাইনেস ফিল হয়। সোপ বেসড ক্লিনজার স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট করে স্কিন  আরও ড্রাই করে ফেলে। তাই সোপ ফ্রি, ক্রিম বা মিল্ক বেসড ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ সিলেক্ট করো। এটি স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট না করেই স্কিন ক্লিন করবে এবং ফিউচার ড্রাইনেস কমাবে। ড্রাই স্কিনের জন্য Dove Beauty Moisture Face Wash একটি চমৎকার ফেস ওয়াশ! এটি সোপ ফ্রি এবং ইউনিক নিউট্রিয়াম ময়েশ্চারাইজার সমৃদ্ধ। যা স্কিনের ন্যাচারাল লিপিড ফিরিয়ে আনতে  এবং স্কিন সফট ও স্মুদ রাখতে হেল্প করে। 

 

অয়েলি স্কিন 

অয়েলি স্কিনের বড় প্রবলেম হলো অতিরিক্ত সিবাম প্রোডাকশন, যার কারণে স্কিন অতিরিক্ত অয়েলি ও গ্রিসি ফিল হয়। এছাড়াও বন্ধ স্কিন পোরস, অ্যাকনে, পিম্পল... অয়েলি স্কিনে এসব প্রবলেমও খুব কমন।  তাই অয়েল ফ্রি ফোমিং ক্লিনজার সিলেক্ট করতে ট্রাই করো, যা স্কিন ডিপ ক্লিন করে এবং বন্ধ পোরস ওপেন করতে হেল্প করে। অয়েলি স্কিনের ডিপ ক্লিনজিং-এ ক্লে ফোম টাইপের ফেস ওয়াশ অনেক ভালো  কাজ করে। কারণ ক্লে স্কিনের অতিরিক্ত অয়েল কন্ট্রোল এবং বন্ধ পোরস ওপেন করতে খুবই হেল্পফুল।  

আমার অয়েলি স্কিনের জন্য পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে Pond's White Beauty Mineral Clay Face Wash, যা তুমিও ইউজ করে দেখতে পারো। এটা স্কিন পোরসে আটকে থাকা ডার্ট ও অয়েল ডিপ ক্লিন করে, তাই স্কিনে লং টাইম ম্যাট ফিল হয়। এছাড়াও এর অ্যাক্টিভেটেড চারকোল স্কিন জেন্টালি এক্সফোলিয়েট করে ও ডেড সেল রিমুভ করে। 

 

সেনসিটিভ স্কিন 

স্পেসিফিক কসমেটিক, সোপ, লোশন বা অন্য কোনো হাউজহোল্ড প্রোডাক্টের কারণে তোমার স্কিনে রিঅ্যাকশন হয়? তাহলে তোমার স্কিন টাইপ সেনসিটিভ। বিভিন্ন কারণে সেনসিটিভ স্কিনের বাইরের লেয়ার তুলনামূলক পাতলা হয়, তাই সহজেই ইরিটেশন ও রিঅ্যাকশন হতে পারে। তবে কখনও কখনও কোনো প্রোডাক্টের অতিরিক্ত ইউজ বা ভুল প্রোডাক্টের কারণেও স্কিনে ইরিটেশন হয়। তাই তোমার স্কিন টাইপ আসলেই সেনসিটিভ কিনা তা শিওর হতে ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট-এর অ্যাডভাইজ নিতে হবে।  

ইরিটেশন ও রিঅ্যাকশন অ্যাভয়েড করতে অ্যালকোহল, ফ্রেগর‍্যান্স, হাইপোঅ্যালারজেনিক, প্যারাবেন ও সোপ ফ্রি ক্লিনজার সিলেক্ট করো। সেনসিটিভ স্কিনের জন্য মাইসেলার ওয়াটার টাইপ জেন্টাল ক্লিনজার  ভালো সলিউশন হতে পারে। কারণ, মাইসেলার ওয়াটার স্কিনের ময়লা ও মেকআপ জেন্টালি রিমুভ করে এবং স্কিন হাইড্রেটেড রাখে।  

 

which-facewash-goes-with-which-skin-type-02

 

কম্বিনেশন স্কিন 

কম্বিনেশন স্কিনে সাধারণত কিছু অংশ ড্রাই/নরমাল হয়, আবার টি-জোন (কপাল, নাক ও থুতনি) অয়েলি হয়। তাই একটি ব্যালেন্সিং ফেস ওয়াশ ব্যবহার করো যা তোমার স্কিনের অয়েলি জোনের অতিরিক্ত অয়েল রিমুভ করবে আবার ড্রাই জোনকেও ময়েশ্চারাইজড রাখবে।  

এসব স্কিন টাইপের বাইরে যাদের স্কিন টাইপ নরমাল, তাদের স্কিন নিয়ে ঝামেলা অনেকটাই কম। তার মানে কিন্তু এই না যেকোনো একটি ক্লিনজার ইউজ করলেই হবে! একটি মাইল্ড ফেস ওয়াশ ইউজ করো, যা স্কিনের ডার্ট রিমুভ করবে কিন্তু ন্যাচারাল সিবাম নষ্ট করে স্কিন ড্রাই করবে না।     

এবার তাহলে কোন ফেস ওয়াশটা তোমার জন্য পারফেক্ট সেটা সিলেক্ট করে ফেলো!


রিলেটেড পোস্ট