মেকআপ রিমুভের সলিউশন ডাবল ক্লিঞ্জিং!

মেকআপ রিমুভের সলিউশন ডাবল ক্লিঞ্জিং!

একটা সময়ে মনে করা হতো সোপ আর পানি দিয়ে ফেস ওয়াশ করাই বেস্ট ক্লিঞ্জিং। কিন্তু পরে বোঝা গেলো শুধুমাত্র এভাবে হেলদি স্কিন পাওয়া সম্ভব না আর তখনই ডাবল ক্লিঞ্জিং আইডিয়াটা আসলো। মেকআপ রিমুভ বা স্কিন কেয়ারের জন্য ডাবল ক্লিঞ্জিং খুবই ভালো একটা সলিউশন। 

ডাবল ক্লিঞ্জিং কি? ডাবল ক্লিঞ্জিং এর বেনিফিট কি? সঠিকভাবে মেকআপ রিমুভের স্টেপগুলো কি? এই প্রশ্নগুলো মনে আসাতেই পারে। তাই সঠিক উপায়ে মেকআপ রিমুভ ও স্কিন কেয়ারের জন্য এ বিষয়গুলো জেনে নেয়া জরুরি।  

 

ডাবল ক্লিঞ্জিং কি? 

ফেসকে দুইবার ক্লিন করার উপায়ই হলো ডাবল ক্লিঞ্জিং। তবে ডাবল ক্লিঞ্জিং এ প্রথমে স্কিনে ইউজ করতে হবে অয়েল বেসড ক্লিঞ্জিং এবং সেকেন্ড বার ইউজ করতে হবে ওয়াটার বেসড ক্লিঞ্জিং। 

 

কখন ডাবল ক্লিঞ্জিং করবে? 

মেকআপ করলে ডাবল ক্লিঞ্জিং খুবই ইম্পরট্যান্ট। এছাড়াও দিনের শেষে স্কিনে জমে থাকা ডার্ট ও পলিউশন ক্লিন করতেও  ডাবল ক্লিঞ্জিং দরকার। অয়েলি স্কিন ও পিম্পল থাকলে রাতে ডাবল ক্লিঞ্জিং করা ভালো। তবে ড্রাই স্কিন হলে ও খুব বেশি মেকআপ করলেই প্রতিদিন ডাবল ক্লিঞ্জিং এর দরকার পরে।   

 

use-double-cleansing-to-remove-your-makeup-02

 

ডাবল ক্লিঞ্জিং এর স্টেপ 

স্টেপ ১: প্রয়োজন মতো কোকোনাট অয়েল বা মাইসেলার ওয়াটার হাতের তালুতে নিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে নাও।

স্টেপ ২: ক্লিঞ্জার হাতে মিশে গেলে আই মেকআপসহ পুরো ফেস এ ৩০ থেকে ৬০ সেকেন্ড ম্যাসাজ করে নাও। এভাবে ম্যাসাজ করলে ব্লাড ফ্লো বাড়বে।

স্টেপ ৩: একটা ক্লিন কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে অতিরক্ত পানি ছাড়িয়ে নিয়ে ফেস এ ৩০ সেকেন্ড মিনি স্টিম দাও। এটা ডার্ট ও মেকআপ রিমুভ হতে হেল্প করবে। এবার খুব আস্তে আস্তে কাপড় দিয়ে স্কিন ক্লিন করে ফেলো। 

স্টেপ ৪: এবার একটা ক্লিঞ্জার নিয়ে ১ মিনিট আঙুল দিয়ে স্কিন ম্যাসাজ করো। এরপরে হালকা গরম ও নরমাল পানি মিশিয়ে ফেস ক্লিন করে ফেলো। 

স্টেপ ৫: এবার সিরাম, অয়েল বা ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করো। 

 

ডাবল ক্লিঞ্জিং এর বেনিফিট
•    ডাবল ক্লিঞ্জিং স্কিন ক্লিন রাখে তাই স্কিন কেয়ারের জন্য ইউজ করা অন্য প্রোডাক্টের উপকারিতাও বাড়ে। 
•    ডাবল ক্লিঞ্জিং ব্যাকটেরিয়া আর ডাস্টের কারণে স্কিনে হওয়া পিম্পল কমায়। 
•    পিম্পলের কারণে হওয়া স্কিনের রেডনেস, ইনফ্লামেশন রিডিউস করে ও  পোর ক্লিন রাখে।  
•    সোপ ইউজের কারণে অনেক সময় স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায় ও স্কিনে ইরিটেশন হয়। যা রিডিউসে হেল্প করে ডাবল ক্লিঞ্জিং।  

 

use-double-cleansing-to-remove-your-makeup-03

 

ন্যাচারাল মেকআপ রিমুভার 

ড্রাই স্কিন

ন্যাচারাল অয়েল হওয়ায় অলিভ অয়েল পিম্পলের সমস্যা বাড়ায় না আর স্কিনকে  অতিরিক্ত ড্রাইও করে না। 

যা যা লাগবে 
•    ১/২ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
•    ১ বোতল অ্যালোভেরা ওয়াটার
১ বোতল অ্যালোভেরা ওয়াটারে অলিভ অয়েল দিয়ে ভালো মতো মিশিয়ে একটা কটনবলে ক্লিঞ্জারটা নিয়ে স্কিন ও আই এরিয়ায় অ্যাপ্লাই করো। 


অয়েলি স্কিন  

রোজ ওয়াটারে আছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফ্লামেটোরি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। আর কোকোনাট অয়েল পিম্পল কমায়। তাই অয়েলি স্কিনের জন্য এই ক্লিঞ্জারটি পারফেক্ট। 

যা যা লাগবে
•    ৩ টেবিল চামচ রোজ ওয়াটার
•    ১ চা চামচ কোকোনাট অয়েল 
সব ভালো করে মিশিয়ে কটন বল দিয়ে স্কিন ও আই মেকআপ ক্লিন করে নাও। 

 

কম্বিনেশন স্কিন

গ্রিন টি স্কিনের ইনফ্লামেশন কমায় আর গ্রেপ সিড অয়েল স্কিন ব্রাইট করে।

যা যা লাগবে
•    ১ টেবিল চামচ বানানো গ্রিন টি 
•    ১/২ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন
•     ১ চা চামচ গ্রেপ সিড অয়েল 
সব ইনগ্রেডিয়েন্ট মিক্স করে তা কটন বলে স্প্রে করো। এবার স্কিনে অ্যাপ্লাই করে কয়েক সেকেন্ড পর মেকআপ রিমুভ করে ফেলো। 

পারফেক্ট ভাবে মেকআপ রিমুভের জন্য আর স্কিনকে হেলদি রাখতে ডাবল ক্লিঞ্জিং এর বিকল্প নেই। তাই এখন থেকেই তোমার স্কিন কেয়ারের রুটিনে রাখতে পারো ডাবল ক্লিঞ্জিং। 


রিলেটেড পোস্ট