শীতে ৪টি স্কিন প্রবলেমের সলিউশন, ১টি ইনগ্রিডিয়েন্টেই!

শীতে ৪টি স্কিন প্রবলেমের সলিউশন, ১টি ইনগ্রিডিয়েন্টেই!

“ভালো স্কিন কেয়ার মানেই অনেক এক্সপেন্সিভ কিছু” এমনটা অনেকেই মনে করে! অথচ আমাদের হাতের কাছেই এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যা অনেক রকম স্কিন প্রবলেমের সহজ সলিউশন দিতে পারে। এমনই একটি ইনগ্রিডিয়েন্ট হলো গ্লিসারিন। চলো যেনে নেই কীভাবে, শীতে গ্লিসারিন হতে পারে তোমার স্কিনের বেস্ট ফ্রেন্ড!

 

স্কিন সফট রাখে

যদি প্রশ্ন করা হয়, “শীতে তোমার স্কিনের সবচেয়ে বড় শত্রু কী?” অনেকেই বলবে, “ড্রাইনেস!” আর গ্লিসারিন হতে পারে ড্রাইনেস কমানোর একদম সহজ সমাধান। এটি স্কিনে ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, এবং ড্রাইনেস ও রাফনেস কমিয়ে স্কিন সফট ও স্মুদ রাখে।

ডেড সেল রিমুভ করে

শীতে আমাদের স্কিন ন্যাচারালি ড্রাই হয়ে যায়। আর ডেড সেল জমে থাকলে স্কিন আরও বেশি রাফ বা খসখসে লাগে। গ্লিসারিন ডেড সেলের প্রোটিন ভেঙে সহজেই রিমুভ করে ফেলে।

 

Solution to 4 skin problems in Winter, with just 1 ingredient - 02

 

পা ফাটা কমায়

পা ড্রাই হওয়া ও ফেটে যাওয়া ঠান্ডা ওয়েদারে খুব কমন। এসময় পা ফাটা নিয়ে আমাদের অনেকেই সাফার করে। নিয়মিত গ্লিসারিন অ্যাপ্লাই করে পা ফাটা অনেকটাই কমানো যায়। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ে গ্লিসারিন অ্যাপ্লাই করে নাও।

 

Solution to 4 skin problems in Winter, with just 1 ingredient - 03

 

স্কিনের গ্লো ফিরিয়ে আনে

শীত আর স্কিনের গ্লো, একটা বাড়লে আরেকটা যেন কমতে থাকে! কিন্তু সপ্তাহে দুইদিন এই ফেসমাস্কটি, শীতেও তোমার স্কিন রাখবে গর্জিয়াস আর গ্লোয়িং!

যা যা লাগবে 

-    কলা ১টি 
-    গ্লিসারিন ১ টেবিল চামচ

প্রথমে কলা ব্লেন্ড করে স্মুদ পেস্ট বানাও। এবার এতে গ্লিসারিন দিয়ে ভালোমতো মিশিয়ে নাও। ফেস ও গলায় অ্যাপ্লাই করে ২০ মিনিট অপেক্ষা করো। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো।

শীত মানেই স্কিনের অনেক সমস্যা। কিন্তু আমাদের হাতের কাছের এই গ্লিসারিনই হতে পারে এসব স্কিন প্রবলেমের একদম সহজ সমাধান!


রিলেটেড পোস্ট