ক্লিয়ার ও গ্লোয়িং স্কিনের জন্যে চন্দন ফেস মাস্ক

ক্লিয়ার ও গ্লোয়িং স্কিনের জন্যে চন্দন ফেস মাস্ক

বিউটি সলিউশনে চন্দন খুবই পপুলার একটি নাম! প্রায় চার হাজার বছর ধরে মানুষ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, বিউটি ইনগ্রেডিয়েন্ট, পারফিউমসহ নানান কাজে চন্দন ইউজ করে আসছে। তাই এই চন্দন গাছ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ গাছগুলোর মধ্যে একটি! আজকে তোমাদের জানাবো চন্দন বা স্যান্ডালউড নামের এক্সপেন্সিভ অ্যারোমেটিক উড সম্পর্কে।

চন্দনের অনেক বেনিফিট-এর মধ্যে একটি হলো এটি তোমাকে ন্যাচারালি হেল্‌দি স্কিন পেতে হেল্প করবে। তাই যারা ন্যাচারালি ক্লিয়ার ও গ্লোয়িং স্কিন মেইনটেন করতে চাও, তাদের জন্য বেস্ট সলিউশন হতে পারে চন্দন! চলো জেনে নিই চন্দনের ৩টি ইজি ও সিম্পল ফেস মাস্ক, যা হাতের কাছের কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই তুমি বানিয়ে নিতে পারবে।

 

sandalwood-face-mask-for-clear-and-glowing-skin-02

 

স্কিন গ্লোয়িং মাস্ক

বাইরের ডার্ট ও পলিউশনের কারণে আমাদের স্কিনের ন্যাচারাল গ্লো হারিয়ে যায়। প্রতি উইকে ২ দিন চন্দনের মাস্ক ইউজ করলে স্কিন ন্যাচারালি ক্লিয়ার ও গ্লোয়িং থাকবে।

যা যা লাগবেঃ

  • চন্দন পাউডার ২ টেবিল চামচ
  • বেসন ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • রোজ ওয়াটার ২ টেবিল চামচ

সব ইনগ্রেডিয়েন্ট ভালোমতো মিক্স করে পেস্ট বানিয়ে নাও। এবার পেস্টটি হাত দিয়ে ফেস-এ সার্কুলার মোশনে ২-৩ মিনিট ম্যাসাজ করো। ম্যাসাজ করার আগে অবশ্যই ফেস এবং হাত ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ১০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। ধোয়ার পরপর অবশ্যই ফেস-এ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিবে।

 

অ্যান্টি-এইজিং মাস্ক

প্রতিদিন রোদে বের হওয়ার কারণে স্কিনে সান বার্ন, রিংকেল্‌স ও ফাইন লাইনের মতো এইজিং প্রবলেম শুরু হয়। চন্দন দিয়ে খুব সহজেই বানিয়ে নাও অ্যান্টি-এইজিং মাস্ক।

যা যা লাগবেঃ

  • চন্দন পাউডার ২-৩ টেবিল চামচ
  • ডিমের কুসুম ১ টি
  • টক দই ১ টেবিল চামচ

 

ডিমের কুসুম ভালোমতো বিট করে এতে চন্দন পাউডার ও টক দই মিক্স করে নাও। এই মাস্কটি ফেস-এ অ্যাপ্লাই করে ১০-১৫ মিনিট ওয়েট করো। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো।

 

অ্যান্টি-পিম্পল মাস্ক

চন্দনের অ্যান্টিসেপটিক উপাদান স্কিনের ব্যাকটেরিয়া কন্ট্রোল করে অ্যাকনে ও পিম্পল গ্রোথ কমায়। তাই পিম্পল ও অ্যাকনে ফ্রি ক্লিয়ার স্কিন পেতে প্রতি উইকে ১ দিন এই মাস্ক ফেস-এ অ্যাপ্লাই করো।

যা যা লাগবেঃ

  • চন্দন পাউডার ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • হলুদ পেস্ট ১/২ টেবিল চামচ

 

সব ইনগ্রেডিয়েন্ট ভালোমতো মিক্স করে পেস্ট বানিয়ে নাও। এবার একটি সফ্‌ট ব্রাশ দিয়ে পেস্টটি ফেস-এ অ্যাপ্লাই করো। ৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলো।

 

বিউটি রুটিনে চন্দন হতে পারে তোমার অনেক স্কিন প্রবলেমের ন্যাচারাল সলিউশন! তাই তোমার স্কিন প্রবলেম অনুযায়ী যেকোনো একটা মাস্ক রেগুলার ইউজ করো। আর তোমার অন্য কোনো স্কিন প্রবলেমের ন্যাচারাল সলিউশন পেতে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো।


রিলেটেড পোস্ট