রক্ করো গ্লসি লিপ্‌স ট্রেন্ডে!

রক্ করো গ্লসি লিপ্‌স ট্রেন্ডে!

লিপ্ গ্লস নিয়ে অনেকেরই কিছু মজার স্মৃতি আছে। টিনেজে মেকআপ যখন আমাদের জন্য অ্যাভেইলেবল ছিলো না, তখন লিপ্‌ গ্লসই ছিলো একমাত্র ভরসা! একটু গ্লসি স্পার্কল ছোঁয়াতেই তখন আমাদের ঠোঁটে হাসি ফুটে উঠতো। এখনকার মেকআপ ট্রেন্ডে সবাই যখন আবার লিপ্‌ গ্লস নিয়ে মেতে উঠেছে, তখন তোমারা নিশ্চই থেমে থাকবে না!

 

rocking-the-glossy-lips-trend-02_optimized

 

আর এই গ্লসি লিপ্‌স ট্রেন্ড ঠোঁটে শুধু স্পার্কলই ছড়াবে না, সেইসাথে হাইড্রেটেডও রাখবে। তো কি ভাবছো, আজই নতুন করে অনেকগুলো লিপ্‌ গ্লস কিনে ফেলবে? তার দরকার নেই কারণ তোমার কাছে অলরেডি সব আছে, যা দিয়ে তুমি গ্লসি লিপ্‌ লুক অ্যাচিভ্‌ করতে পারবে। কীভাবে? চলো জেনে নেই …….  

 

ন্যাচারাল স্পার্কল 

যারা প্রতিদিন এফোর্টলেস ন্যাচারাল লুক পছন্দ করো অথচ সাথে একটু শাইনও চাও, এটা তাদের জন্য! তোমার প্রিয় শেডের শিমারি হাইলাইটার, আইশ্যাডো বা ব্লাশ নাও। এবার এর সাথে এক চা চামচ পরিমাণ ভেস্‌লিন অ্যাড করে ভালোভাবে মিক্স করো। রেডি হয়ে গেলো শিমারি লিপ্ গ্লস! এই লিপ্ গ্লসটি তোমাকে একদম ন্যাচারাল লুক দিবে আর সান লাইটে শাইন ছড়াবে!

 

গ্লসি লিপ্ টিন্ট 

যারা গ্লিটার ছাড়া কমফোর্টেবল ও হাইড্রেটেড লিপ্‌স চাও, তারা এই কাস্টমাইজ সলিউশনটি ট্রাই করতে  পারো। তোমার প্রিয় যেকোনো রঙের লিপস্টিক থেকে ছোট একটা স্লাইস কেটে নাও। এবার স্লাইসটা  একটা  চামচের উপর রেখে, ক্যান্ডেলের তাপে গলাতে থাকো। খেয়াল রাখতে হবে চামচ যেন আগুনের  খুব কাছাকাছি না থাকে, কারণ সরাসরি তাপে কালার পিগমেন্ট জ্বলে যেতে পারে। এবার এতে হাফ চা চামচ ভেসলিন অ্যাড করো, এরপর ভালোভাবে মিক্স করে নাও।      
পছন্দমতো কালার পিগমেট পেতে লিপস্টিকের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। আর যদি একদম ন্যাচারাল ও সফ্‌ট লুক চাও তাহলে, লিপস্টিকের পরিমাণ কম রেখে ভেসলিন কিছুটা বাড়াতে পারো।

 

গ্ল্যামারাস্‌ শাইন  

প্রতিদিনের ন্যাচারাল লুকের বাইরে, যদি বোল্ড কিছু ট্রাই করতে চাও তাহলে এটা ফলো করো। প্রথমে একটা ক্রিম বা ম্যাট টেক্সচার লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করে নাও। পছন্দমতো ক্রিম বা ম্যাট লিপস্টিক না থাকলে লিকুইড লিপস্টিকও অ্যাপ্লাই করা যেতে পারে। বেস্ট রেজাল্ট পেতে আর্থলি  কালারগুলো ট্রাই করতে পারো। এবার এর উপর ভেসলিন, পাতলা লেয়ার করে অ্যাপ্লাই করে নাও। ভেসলিনের পাতলা লেয়ার তোমার ঠোঁটে একটা গ্ল্যামারাস্‌ শাইন এনে দিবে! তবে ভেসলিন অ্যাপ্লিকেশন একটু কেয়ারফুলি ও একটানে করতে হবে। কারণ কয়েকবার বা খুব বেশি পরিমাণ অ্যাপ্লাই করলে শাইন কিছুটা কমে যেতে পারে।    

কোনো ট্রেন্ডে মেতে উঠার আগে, এতে কমফোর্টেবল থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। গ্লসি লিপ্‌স ট্রেন্ডে  কমফোর্টেবল থাকতে আপ-ডু বা হাফ আপ-ডু হেয়ারস্টাইগুলো ট্রাই করতে পারো। কারণ এতে চুল পেছনের দিকে সিকিউর থাকে, আর বারবার ঠোঁটের উপর এসে লিপ্‌ গ্লস নষ্ট করার চান্স থাকে না। যেহেতু সামার টাইম, তাই বিভিন্ন হেয়ার এক্সেসরিজ যেমন; ব্যান্ড, স্কার্ফ ইউজ করতে পারো। এগুলো  তোমাকে সারাদিন কমফোর্টেবল রাখতে হেল্প করে।


রিলেটেড পোস্ট